ETV Bharat / state

Satyarup Siddhanta: এবারও বাতিল উত্তর মেরু অভিযান, বিশ্বরেকর্ড হল না সত্যরূপের - North Pole Expedition of Satyarup Siddhanta

এই নিয়ে পরপর পাঁচবার বাতিল হয়ে গেল সত্যরূপ সিদ্ধান্তের উত্তর মেরু অভিযান (North Pole Expedition of Satyarup is Cancelled)৷ আর এর জেরে হাতছাড়া হয়ে গেল সর্বকনিষ্ঠ হিসেবে তাঁর এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম ও থ্রি পোল চ্যালেঞ্জ জয়ের খেতাব ৷

Etv Bharat
সত্যরূপের উত্তর মেরু অভিযান বাতিল
author img

By

Published : Mar 24, 2023, 9:44 PM IST

কলকাতা, 24 মার্চ: এ যেন তীরে এসে তরী ডোবা । এইবারও সমস্ত প্রস্তুতি হয়ে যাওয়ার পরও ফের বাতিল হয়ে গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী সত্যরূপ সিদ্ধান্তের উত্তর মেরু অভিযান (North Pole Expedition of Satyarup Siddhanta)। এই নিয়ে পরপর পাঁচ বছর কেউই উত্তর মেরু অভিযানে যেতে পারেননি । আর্থিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকা সত্ত্বেও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়ে দাঁড়াল সত্যরূপদের অভিযানের পথের কাঁটা । নরওয়ের যে এজেন্সির সহয়তায় এই অভিযান করার কথা ছিল তারা বৃহস্পতিবার রাতে বিষয়টি জানান ।

প্রসঙ্গত, 31 মার্চ কলকাতা থেকে উত্তর মেরু বা নর্থপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল সত্যরূপদের । আর এই বছর এই অভিযান করতে পারলে তিনি কনিষ্ঠ হিসেবে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম ও থ্রি পোল চ্যালেঞ্জ অর্থাৎ উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং মাউন্ট এভারেস্ট জয়ের খেতাব পেতেন ।

2019 সালে তিনি এবং বাকি অভিযাত্রীরা যখন উত্তর মেরু অভিযানে যাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন তখনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয় । তাই সেবার অভিযান বাতিল হয়ে যায় । এরপর 2020 এবং 2021 সালে কোভিডের কারণে বন্ধ ছিল অভিযান । 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আর এই বছর আবারও উত্তর মেরু অভিযানের জন্য প্রস্তুত হয়েও অবশেষে তা বাতিল হয়ে গেল ।
সত্যরূপের কথায়, "আমরা যারা 2019 সাল থেকে উত্তর মেরু অভিযান করার চেষ্টা করে আসছি স্বাভাবিকভাবে তাঁরা কিছুটা হলেও হতাশ । এই বছর আমি যদি উত্তর মেরু অভিযান করতে পারতাম তাহলে আমি আগে যেই এক্সপেডিশনগুলো করেছি সেইসব মিলিয়ে এবং দুই মেরু অভিযান নিয়ে আমি বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হতাম যে এই সবকটি অভিযান সফলভাবে করতে পেরেছে । কারণ এর আগে 40 বছর বয়সী এক ব্যক্তি এই রেকর্ড করেছেন । তাই পরের বছর উত্তর মেরু অভিযান করতে পারলেও আমি সেই রেকর্ড আর পাব না ।"

আরও পড়ুন : উত্তর মেরু অভিযানে যুদ্ধই কাঁটা, প্রস্তুতি শেষেও অনিশ্চয়তায় বাঙালি পর্বতারোহী

এছাড়াও তিনি বলেন, "উত্তর মেরু অভিযানের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, যা নিজেদেরকেই জোগাড় করতে হয়েছে । তাই আমার মাথার উপর পাহাড় প্রমাণ দেনা । কারণ অনেক আগে থেকে প্লেনের টিকিট বুক করা থেকে শুরু করে ওখানে হোটেল বুক করা সবই করতে হয় । আর এই অর্থ ফেরত পাওয়া যায় না অর্থাৎ নন রিফান্ডেবল । আর ওখানকার হোটেলের এক একদিনের ভাড়া আকাশ ছোঁয়া । কিন্তু পাহাড়ই আমাকে সহিষ্ণু হতে শিখিয়েছে ৷ তাই ভেঙে পড়লে চলবে না ৷ পরের বছরের জন্য আবারও বুক বেঁধে প্রস্তুতি শুরু করাই জীবন ।"

কলকাতা, 24 মার্চ: এ যেন তীরে এসে তরী ডোবা । এইবারও সমস্ত প্রস্তুতি হয়ে যাওয়ার পরও ফের বাতিল হয়ে গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী সত্যরূপ সিদ্ধান্তের উত্তর মেরু অভিযান (North Pole Expedition of Satyarup Siddhanta)। এই নিয়ে পরপর পাঁচ বছর কেউই উত্তর মেরু অভিযানে যেতে পারেননি । আর্থিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকা সত্ত্বেও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়ে দাঁড়াল সত্যরূপদের অভিযানের পথের কাঁটা । নরওয়ের যে এজেন্সির সহয়তায় এই অভিযান করার কথা ছিল তারা বৃহস্পতিবার রাতে বিষয়টি জানান ।

প্রসঙ্গত, 31 মার্চ কলকাতা থেকে উত্তর মেরু বা নর্থপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল সত্যরূপদের । আর এই বছর এই অভিযান করতে পারলে তিনি কনিষ্ঠ হিসেবে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম ও থ্রি পোল চ্যালেঞ্জ অর্থাৎ উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং মাউন্ট এভারেস্ট জয়ের খেতাব পেতেন ।

2019 সালে তিনি এবং বাকি অভিযাত্রীরা যখন উত্তর মেরু অভিযানে যাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন তখনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয় । তাই সেবার অভিযান বাতিল হয়ে যায় । এরপর 2020 এবং 2021 সালে কোভিডের কারণে বন্ধ ছিল অভিযান । 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আর এই বছর আবারও উত্তর মেরু অভিযানের জন্য প্রস্তুত হয়েও অবশেষে তা বাতিল হয়ে গেল ।
সত্যরূপের কথায়, "আমরা যারা 2019 সাল থেকে উত্তর মেরু অভিযান করার চেষ্টা করে আসছি স্বাভাবিকভাবে তাঁরা কিছুটা হলেও হতাশ । এই বছর আমি যদি উত্তর মেরু অভিযান করতে পারতাম তাহলে আমি আগে যেই এক্সপেডিশনগুলো করেছি সেইসব মিলিয়ে এবং দুই মেরু অভিযান নিয়ে আমি বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হতাম যে এই সবকটি অভিযান সফলভাবে করতে পেরেছে । কারণ এর আগে 40 বছর বয়সী এক ব্যক্তি এই রেকর্ড করেছেন । তাই পরের বছর উত্তর মেরু অভিযান করতে পারলেও আমি সেই রেকর্ড আর পাব না ।"

আরও পড়ুন : উত্তর মেরু অভিযানে যুদ্ধই কাঁটা, প্রস্তুতি শেষেও অনিশ্চয়তায় বাঙালি পর্বতারোহী

এছাড়াও তিনি বলেন, "উত্তর মেরু অভিযানের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়, যা নিজেদেরকেই জোগাড় করতে হয়েছে । তাই আমার মাথার উপর পাহাড় প্রমাণ দেনা । কারণ অনেক আগে থেকে প্লেনের টিকিট বুক করা থেকে শুরু করে ওখানে হোটেল বুক করা সবই করতে হয় । আর এই অর্থ ফেরত পাওয়া যায় না অর্থাৎ নন রিফান্ডেবল । আর ওখানকার হোটেলের এক একদিনের ভাড়া আকাশ ছোঁয়া । কিন্তু পাহাড়ই আমাকে সহিষ্ণু হতে শিখিয়েছে ৷ তাই ভেঙে পড়লে চলবে না ৷ পরের বছরের জন্য আবারও বুক বেঁধে প্রস্তুতি শুরু করাই জীবন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.