কলকাতা, 15 অগস্ট : আজ স্বাধীনতা দিবসে রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলা থাকবে গোটা রাজ্যজুড়ে। উত্তরে ভারী ও দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা । রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতো আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর ভারী বৃষ্টির জেরে হলুদ সর্তকতা জারি করেছে।
দক্ষিণবঙ্গে আজও আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও আজ আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।
আরও পড়ুন : rail line landslide : জঙ্গিপুরে আহিরণ-সুজনীপাড়ার মাঝে রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল
আজ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে এর প্রভাবে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওড়িশা উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাঁকুড়া থেকে মেদিনীপুর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । উপকূল ও মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।
কলকাতায় আজ আকাশ মেঘলা থাকার দরুণ ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে । আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন : বৃষ্টি কমলেও নামেনি জল, বাসন্তীর বিস্তীর্ণ এলাকায় হাঁটু জল
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ 61 মিলিমিটার।