কলকাতা, 6 ডিসেম্বর : ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে না নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোরেল প্রকল্প । বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । বাকি রয়েছে বিস্তর কাজ ।
সম্প্রতি বিজেপির তরফে একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল যে আগামী 24 ডিসেম্বর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন । প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচির আভাস দিতে গিয়ে জানানো হয়, তিনি শান্তিনিকেতনের সমাবর্তন সভায় যোগ দেবেন । মনে করা হয়েছিল, 25 ডিসেম্বর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি । তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মেট্রোরেল কতৃপক্ষ ।
আরও পড়ুন : দুর্গাপুজোয় নয়, লকডাউনের পর নভেম্বরে মেট্রোর যাত্রী সংখ্যা ছাড়াল 2 কোটি
কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি বলেন যে, "এটা একেবারেই ভুল খবর । কারণ ওই অংশের কাজ এখনও অনেকটাই বাকি । কাজ শেষ হলে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করে তাদের চূড়ান্ত ছাড়পত্র দেবে । এরপর মেট্রোর তরফে রেলমন্ত্রীকে প্রকল্পটি প্রস্তুত বলে চিঠি দেওয়া হবে । রেলমন্ত্রী ঠিক করবেন কবে উদ্বোধন করা হবে প্রকল্পটি ।"
তিনি আরও বলেন যে, "বর্তমানে ট্যালি কমিউনিকেশন সিস্টেম, সিগনালিং সিস্টেম সহ বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে । এরপর সেগুলির পরীক্ষা করা হবে । তাছাড়া এখনও ট্রায়াল রানও শুরু হয়নি । সেই সব কাজ শেষ করে তবেই হতে পারে উদ্বোধন ।"