ETV Bharat / state

Kolkata Police Museum: করোনা আবহে দর্শকশূন্য কলকাতা পুলিশের সংগ্রহশালা - coronavirus pandemic news

কলকাতা পুলিশের ইতিহাস ও সাফল্যের ঐতিহ্যবাহী বাহিনীর নিজস্ব সংগ্রহশালা (Kolkata Police Museum) । তবে করোনা আবহে সেই মিউজিয়াম আজ প্রায় দর্শকশূন্য ৷

no visitors in kolkata police museum amid coronavirus pandemic
করোনা আবহে দর্শকশূন্য কলকাতা পুলিশের সংগ্রহশালা
author img

By

Published : Aug 12, 2021, 7:57 PM IST

কলকাতা, 12 অগস্ট: কলকাতা পুলিশের ইতিহাসকে সাফল্যের সঙ্গে নিজে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে বাহিনীর নিজস্ব সংগ্রহশালা (Kolkata Police Museum) । করোনা আবহে কেমন আছে এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাড়িটি ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷

ইতিহাসকে সঙ্গে নিয়ে কলকাতার বুকে বেশ কয়েক বছর ধরে 113 নম্বর রিপন স্ট্রিটের উপর প্রায় 2000 বর্গফুট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের ঐতিহ্যবাহী পুলিশ মিউজিয়াম বা পুলিশ জাদুঘর । নগরপাল হিসাবে দায়িত্ব নিয়েই পুলিশ সংগ্রহশালাকে নিয়ে একাধিক উল্লেখযোগ্য উদ্যোগ নেন সৌমেন মিত্র । শুধুমাত্র টিকিট বিক্রি করে যে সংগ্রহশালা রক্ষণাবেক্ষণের খরচ উঠবে না, তা বিলক্ষণ বুঝেছিলেন তিনি । ফলে এখন বিল্ডিংয়ের নিচে পুলিশ মিউজিয়াম, আর উপরে বিস্তর জায়গা জুড়ে রয়েছে ক্যাফেটেরিয়া ।

no visitors in kolkata police museum amid coronavirus pandemic
ইতিহাসের বাহক মিউজিয়াম

মূলত শহর তথা শহরতলির মানুষ যাতে এই পুলিশ জাদুঘরে এসে জ্ঞান লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যেই সেখানে তৈরি করা হয়েছে একটি গ্রন্থাগারও । ঠিক করা হয়েছিল, শহরের একাধিক স্কুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পুলিশ সংগ্রহশালাতে ছাত্রছাত্রীদের নিয়ে এসে দেওয়া হবে কলকাতা পুলিশের ইতিহাসের পাঠ । কিন্তু করোনা কালে এই সবকিছুই বন্ধ । শুধু সাধারণ মানুষের জন্য খোলা এই পুলিশ জাদুঘরের একাংশ ।

আরও পড়ুন: Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, জানালেন বিমল গুরুং

কলকাতা পুলিশের জাদুঘরে প্রশাসনিক দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ধীরে ধীরে এই পুলিশ জাদুঘরের শোভা বৃদ্ধি করার কাজ চলছে । তবে করোনার পর সাধারণ মানুষের আসা আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে ৷

1948 সালে এই বাড়িটি কলকাতা পুলিশের হাতে আসে । তারপর পুলিশের ইতিহাসকে সঙ্গে নিয়েই শুরু পথচলা । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বিবর্তন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে তৎকালীন কলকাতা পুলিশের দ্বারা বাজেয়াপ্ত করা অস্ত্রশস্ত্র - সবই সংগৃহীত আছে এই পুলিশ সংগ্রহশালাতে ।

আরও পড়ুন: Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর

সংগ্রহশালার দেওয়ালে দেওয়ালে টাঙানো ছবিতে পরতে পরতে রয়েছে ইতিহাস । পাশের ঘরে রয়েছে 1827 সালের কলকাতার ইতিহাসের কাহিনী । তৎকালীন পরিবহণ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল পালকি ৷ আচমকাই কোনও একটি কারণে ধর্মঘটের ডাক দেন পালকি বাহকরা । তার জেরে তখন গোটা কলকাতা যেন চোখে সর্ষেফুল দেখছে ৷ ঠিক সেই সময় ব্রাউনলো সাহেব একটি পালকির চারদিকে চাকা লাগিয়ে নিজের ম্যাডামকে উপহার দিয়েছিলেন ঘোড়ার গাড়ি ।

আরও পড়ুন: Khela Hobe Divas : খেলা হবে দিবসে পাড়ায় পাড়ায় ফুটবল বিতরণ কলকাতা পৌরনিগমের

এই সব ইতিহাসে সুসজ্জিত রয়েছে কলকাতা পুলিশ সংগ্রহশালা । কিন্তু করোনা আবহে আজ একেবারে ফাঁকা এই জাদুঘর । গুটিকয়েক পুলিশ ও কলকাতা পুলিশের ইতিহাসের সাক্ষী ছাড়া আর কিছুই নেই ৷ প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে রয়েছে কলকাতা পুলিশ মিউজিয়াম ।

কলকাতা, 12 অগস্ট: কলকাতা পুলিশের ইতিহাসকে সাফল্যের সঙ্গে নিজে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে বাহিনীর নিজস্ব সংগ্রহশালা (Kolkata Police Museum) । করোনা আবহে কেমন আছে এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাড়িটি ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷

ইতিহাসকে সঙ্গে নিয়ে কলকাতার বুকে বেশ কয়েক বছর ধরে 113 নম্বর রিপন স্ট্রিটের উপর প্রায় 2000 বর্গফুট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের ঐতিহ্যবাহী পুলিশ মিউজিয়াম বা পুলিশ জাদুঘর । নগরপাল হিসাবে দায়িত্ব নিয়েই পুলিশ সংগ্রহশালাকে নিয়ে একাধিক উল্লেখযোগ্য উদ্যোগ নেন সৌমেন মিত্র । শুধুমাত্র টিকিট বিক্রি করে যে সংগ্রহশালা রক্ষণাবেক্ষণের খরচ উঠবে না, তা বিলক্ষণ বুঝেছিলেন তিনি । ফলে এখন বিল্ডিংয়ের নিচে পুলিশ মিউজিয়াম, আর উপরে বিস্তর জায়গা জুড়ে রয়েছে ক্যাফেটেরিয়া ।

no visitors in kolkata police museum amid coronavirus pandemic
ইতিহাসের বাহক মিউজিয়াম

মূলত শহর তথা শহরতলির মানুষ যাতে এই পুলিশ জাদুঘরে এসে জ্ঞান লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যেই সেখানে তৈরি করা হয়েছে একটি গ্রন্থাগারও । ঠিক করা হয়েছিল, শহরের একাধিক স্কুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পুলিশ সংগ্রহশালাতে ছাত্রছাত্রীদের নিয়ে এসে দেওয়া হবে কলকাতা পুলিশের ইতিহাসের পাঠ । কিন্তু করোনা কালে এই সবকিছুই বন্ধ । শুধু সাধারণ মানুষের জন্য খোলা এই পুলিশ জাদুঘরের একাংশ ।

আরও পড়ুন: Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, জানালেন বিমল গুরুং

কলকাতা পুলিশের জাদুঘরে প্রশাসনিক দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ধীরে ধীরে এই পুলিশ জাদুঘরের শোভা বৃদ্ধি করার কাজ চলছে । তবে করোনার পর সাধারণ মানুষের আসা আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে ৷

1948 সালে এই বাড়িটি কলকাতা পুলিশের হাতে আসে । তারপর পুলিশের ইতিহাসকে সঙ্গে নিয়েই শুরু পথচলা । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের বিবর্তন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে তৎকালীন কলকাতা পুলিশের দ্বারা বাজেয়াপ্ত করা অস্ত্রশস্ত্র - সবই সংগৃহীত আছে এই পুলিশ সংগ্রহশালাতে ।

আরও পড়ুন: Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর

সংগ্রহশালার দেওয়ালে দেওয়ালে টাঙানো ছবিতে পরতে পরতে রয়েছে ইতিহাস । পাশের ঘরে রয়েছে 1827 সালের কলকাতার ইতিহাসের কাহিনী । তৎকালীন পরিবহণ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল পালকি ৷ আচমকাই কোনও একটি কারণে ধর্মঘটের ডাক দেন পালকি বাহকরা । তার জেরে তখন গোটা কলকাতা যেন চোখে সর্ষেফুল দেখছে ৷ ঠিক সেই সময় ব্রাউনলো সাহেব একটি পালকির চারদিকে চাকা লাগিয়ে নিজের ম্যাডামকে উপহার দিয়েছিলেন ঘোড়ার গাড়ি ।

আরও পড়ুন: Khela Hobe Divas : খেলা হবে দিবসে পাড়ায় পাড়ায় ফুটবল বিতরণ কলকাতা পৌরনিগমের

এই সব ইতিহাসে সুসজ্জিত রয়েছে কলকাতা পুলিশ সংগ্রহশালা । কিন্তু করোনা আবহে আজ একেবারে ফাঁকা এই জাদুঘর । গুটিকয়েক পুলিশ ও কলকাতা পুলিশের ইতিহাসের সাক্ষী ছাড়া আর কিছুই নেই ৷ প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে রয়েছে কলকাতা পুলিশ মিউজিয়াম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.