ETV Bharat / state

West Bengal Weather Update: বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, রাজ্যে নেই বৃষ্টির পূর্বাভাস - কেমন থাকবে আজকের আবহাওয়া

রাজ্যজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বাতাসে 92 শতাংশ আর্দ্রতা অস্বস্তি বাড়াবে ৷ বৃষ্টির জন্য অপেক্ষা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই(West Bengal Weather Update)৷

bengals weather update
পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই
author img

By

Published : Jul 12, 2022, 7:08 AM IST

Updated : Jul 12, 2022, 8:16 AM IST

কলকাতা, 12 জুলাই: আষাঢ়ের বাতাসে ভেসে চলেছে মেঘের ভেলা ৷ কিন্তু যার জন্য চাতকের মতো চেয়ে রয়েছে রাজ্যবাসী, সেই বৃষ্টিরই দেখা নেই ৷ ভরা বর্ষাকালে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গের ৷ এই অবস্থায় কোনও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া অফিসও (No rain possibility in West Bengal today) ৷ কবে যে বৃষ্টিতে ভিজবে রাজ্য, তা নিশ্চিত করতে বলতে পারছেন না আবহবিদরা ৷

আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ৷ তা সত্যি করতেই যেন সোমবার হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ৷ তবে ওই কয়েক পশলাতেই থেমে গিয়েছে বৃষ্টির ইনিংস ৷ তারপর থেকে যে কে সেই ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে 92 শতাংশ আর্দ্রতা অস্বস্তি বাড়িয়েছে । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে । দিনভর আকাশে মেঘের খেলা চলবে । তবে বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই ৷ যদিও উত্তর বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঝঞ্ঝার কারণে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আবহাওয়ার বদল হবে বুধবার থেকে । 45 কিমি বা তারও বেশি বেগে বইবে ঝোড়ো হাওয়া । বুধ-শুক্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা ।

আরও পড়ুন : দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে 21 শতাংশ

কলকাতা, 12 জুলাই: আষাঢ়ের বাতাসে ভেসে চলেছে মেঘের ভেলা ৷ কিন্তু যার জন্য চাতকের মতো চেয়ে রয়েছে রাজ্যবাসী, সেই বৃষ্টিরই দেখা নেই ৷ ভরা বর্ষাকালে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গের ৷ এই অবস্থায় কোনও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া অফিসও (No rain possibility in West Bengal today) ৷ কবে যে বৃষ্টিতে ভিজবে রাজ্য, তা নিশ্চিত করতে বলতে পারছেন না আবহবিদরা ৷

আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ৷ তা সত্যি করতেই যেন সোমবার হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ৷ তবে ওই কয়েক পশলাতেই থেমে গিয়েছে বৃষ্টির ইনিংস ৷ তারপর থেকে যে কে সেই ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে 92 শতাংশ আর্দ্রতা অস্বস্তি বাড়িয়েছে । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে । দিনভর আকাশে মেঘের খেলা চলবে । তবে বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই ৷ যদিও উত্তর বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঝঞ্ঝার কারণে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আবহাওয়ার বদল হবে বুধবার থেকে । 45 কিমি বা তারও বেশি বেগে বইবে ঝোড়ো হাওয়া । বুধ-শুক্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা ।

আরও পড়ুন : দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে 21 শতাংশ

Last Updated : Jul 12, 2022, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.