ETV Bharat / state

West Bengal Weather Update : শিয়রে বর্ষা, তবু বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ - বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (West Bengal Weather Update)৷ দক্ষিণবঙ্গে আসতে আর মাত্র কয়েকদিন বাকি ৷ কিন্তু হঠাৎ উধাও প্রাক বর্ষার বৃ্ষ্টি ৷ গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গবাসীর ৷

bengal weather update
পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর
author img

By

Published : Jun 7, 2022, 6:39 AM IST

কলকাতা, 7 জুন : বিক্ষিপ্ত বৃষ্টির আশ্বাস থাকলেও তার দেখা নেই । বরং সারাটা দিন গরমে পুড়তে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে (No Rain Possibility in South Bengal)। পারদের সর্বোচ্চ অবস্থান যাই হোক না কেন, অনুভূতি যেন তাপপ্রবাহে দগ্ধ হওয়ার মত । বঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের পরেও কেন এই গায়ে জ্বালা ধরানো গরম, এই প্রশ্নই ভাবাচ্ছে সাধারণ মানুষকে ৷

এর ব্যাখ্যায় আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি নামলেই গরম চলে যাবে এমন কথা নেই । তবে গরমের দাপট কমবে । একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা দোরগোড়ায় । কয়েকদিন আগের বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও চলতি সপ্তাহের প্রথম দিন থেকে তার দেখা নেই । গরমে অস্বস্তি চরমে ।

পরিসংখ্যান বলছে সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের দিন চারেক পর দক্ষিণবঙ্গে বৃষ্টি নামে । সেদিক থেকে দেখতে গেলে অন্ততপক্ষে আরও দু'দিন অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া অফিস অবশ্য জানিয়েছে, জুন মাসে বৃষ্টি কম হবে না । আপাতত পরিসংখ্যানের কচকচানি নয় দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য চাতক দশা সবার । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ৷ মঙ্গলবার রৌদ্রোজ্জ্বল দিন । সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : KK Theme : বাঙালির শ্রেষ্ঠ উৎসবে 'ফিরছেন' কেকে, দুর্গাপুজোর মণ্ডপে শিল্পীর শেষ লাইভ শো

কলকাতা, 7 জুন : বিক্ষিপ্ত বৃষ্টির আশ্বাস থাকলেও তার দেখা নেই । বরং সারাটা দিন গরমে পুড়তে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে (No Rain Possibility in South Bengal)। পারদের সর্বোচ্চ অবস্থান যাই হোক না কেন, অনুভূতি যেন তাপপ্রবাহে দগ্ধ হওয়ার মত । বঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের পরেও কেন এই গায়ে জ্বালা ধরানো গরম, এই প্রশ্নই ভাবাচ্ছে সাধারণ মানুষকে ৷

এর ব্যাখ্যায় আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি নামলেই গরম চলে যাবে এমন কথা নেই । তবে গরমের দাপট কমবে । একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা দোরগোড়ায় । কয়েকদিন আগের বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও চলতি সপ্তাহের প্রথম দিন থেকে তার দেখা নেই । গরমে অস্বস্তি চরমে ।

পরিসংখ্যান বলছে সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের দিন চারেক পর দক্ষিণবঙ্গে বৃষ্টি নামে । সেদিক থেকে দেখতে গেলে অন্ততপক্ষে আরও দু'দিন অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া অফিস অবশ্য জানিয়েছে, জুন মাসে বৃষ্টি কম হবে না । আপাতত পরিসংখ্যানের কচকচানি নয় দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য চাতক দশা সবার । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ৷ মঙ্গলবার রৌদ্রোজ্জ্বল দিন । সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : KK Theme : বাঙালির শ্রেষ্ঠ উৎসবে 'ফিরছেন' কেকে, দুর্গাপুজোর মণ্ডপে শিল্পীর শেষ লাইভ শো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.