ETV Bharat / state

West Bengal Weather Update : বইমেলার উদ্বোধনে বাধা হবে না বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের - kolkata book fair

নতুন লেখকদের আত্মপ্রকাশ, প্রতিষ্ঠিত লেখকের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাঠক মহলে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভ সূচনা করবেন ৷ বইপক্ষেও কি কাঁটা হতে পারে বৃষ্টি (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update
West Bengal Weather Update
author img

By

Published : Feb 28, 2022, 6:57 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : পৌরভোটে রবিবার দিনভর উত্তপ্ত ছিল বঙ্গ ৷ রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই অশান্তির খবর সামনে এসেছে ৷ এদিকে বিকেল গড়াতেই আকাশ ভেঙে নামে বৃষ্টি ৷ সেই বৃষ্টির রেশ কি আজও থাকবে (West Bengal Weather Update) ? চিন্তায় শহর কলকাতার বইপ্রেমীরা ৷

কারণ দিনটা সোমবার হলেও আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ৷ সারাবছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন বইপ্রেমীরা ৷ কোভিড কাঁটা সরিয়ে, বছরখানেক পর বসছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর ৷ নতুন বই বেছে নেওয়ার সময় । নতুন লেখকদের আত্মপ্রকাশ, প্রতিষ্ঠিত লেখকের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাঠক মহলে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভ সূচনা করবেন ৷ বইপক্ষেও কি কাঁটা হতে পারে বৃষ্টি ?

বৃষ্টি এই মরসুমে যেভাবে চরিত্র বদলে যেভাবে শীত থেকে বসন্তের যাত্রাপথে বাধা হয়েছে তাতে এমন সন্দেহ অমূলক নয় । আলিপুর আবহাওয়া অফিস অবশ্য বৃষ্টি না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে । আগামি এক সপ্তাহ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । 108 পৌরসভার নির্বাচনের বেলাশেষে হালকা বৃষ্টি এবং ঠাণ্ডা হাওয়ায় শীতের আমেজের প্রত্যাবর্তনের কথা ভাবলেও তার সারবত্তা নেই । বরং ধীরে ধীরে সপ্তাহ জুড়ে তাপমাত্রা বাড়বে ।

আরও পড়ুন : Manas Bhunia at Book Fair : স্মার্টফোন সরিয়ে দেশকে জানতে বই পড়ুন, অনুরোধ মানসের

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস । রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আবহাওয়া অফিস বলছে, আগামি পাঁচদিন সেভাবে কোনও পরিবর্তন নেই । সোমবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ।বসন্ত শেষ হয়ে চৈত্রের আগমন । পারদের ঊর্ধ্বগতি সেই দিকেই নির্দেশ করছে । তাই এই রাজ্যের সামাজিক, রাজনৈতিক আবহের মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের ব্যারোমিটারের পারদ চড়তে শুরু করল বলে ।

কলকাতা, 28 ফেব্রুয়ারি : পৌরভোটে রবিবার দিনভর উত্তপ্ত ছিল বঙ্গ ৷ রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই অশান্তির খবর সামনে এসেছে ৷ এদিকে বিকেল গড়াতেই আকাশ ভেঙে নামে বৃষ্টি ৷ সেই বৃষ্টির রেশ কি আজও থাকবে (West Bengal Weather Update) ? চিন্তায় শহর কলকাতার বইপ্রেমীরা ৷

কারণ দিনটা সোমবার হলেও আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ৷ সারাবছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন বইপ্রেমীরা ৷ কোভিড কাঁটা সরিয়ে, বছরখানেক পর বসছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর ৷ নতুন বই বেছে নেওয়ার সময় । নতুন লেখকদের আত্মপ্রকাশ, প্রতিষ্ঠিত লেখকের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাঠক মহলে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভ সূচনা করবেন ৷ বইপক্ষেও কি কাঁটা হতে পারে বৃষ্টি ?

বৃষ্টি এই মরসুমে যেভাবে চরিত্র বদলে যেভাবে শীত থেকে বসন্তের যাত্রাপথে বাধা হয়েছে তাতে এমন সন্দেহ অমূলক নয় । আলিপুর আবহাওয়া অফিস অবশ্য বৃষ্টি না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে । আগামি এক সপ্তাহ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । 108 পৌরসভার নির্বাচনের বেলাশেষে হালকা বৃষ্টি এবং ঠাণ্ডা হাওয়ায় শীতের আমেজের প্রত্যাবর্তনের কথা ভাবলেও তার সারবত্তা নেই । বরং ধীরে ধীরে সপ্তাহ জুড়ে তাপমাত্রা বাড়বে ।

আরও পড়ুন : Manas Bhunia at Book Fair : স্মার্টফোন সরিয়ে দেশকে জানতে বই পড়ুন, অনুরোধ মানসের

সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস । রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আবহাওয়া অফিস বলছে, আগামি পাঁচদিন সেভাবে কোনও পরিবর্তন নেই । সোমবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ।বসন্ত শেষ হয়ে চৈত্রের আগমন । পারদের ঊর্ধ্বগতি সেই দিকেই নির্দেশ করছে । তাই এই রাজ্যের সামাজিক, রাজনৈতিক আবহের মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের ব্যারোমিটারের পারদ চড়তে শুরু করল বলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.