ETV Bharat / state

Rabindra Jayanti : চলছে গরমের ছুটি, সরকারি ও বেসরকারি স্কুল থেকে বাদ পড়ল রবি স্মৃতিচারণা - no Rabindra jayanti programme held at kolkata schools

করোনার জন্য় দু'বছর বন্ধ ছিল স্কুলে স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন (Rabindra Jayanti Celebration) ৷ এ বছর অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও সরকারি ও বেসরকারি সব স্কুলে করা গেল না রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন ৷

Rabindra Jayanti Celebration
রবীন্দ্র জয়ন্তী পালন
author img

By

Published : May 9, 2022, 7:09 PM IST

কলকাতা, 9 মে : গত দুই বছর করোনাকালে স্কুলে স্কুলে বন্ধ ছিল রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন । তবে এই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক। তাই সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতে এবার অনেক আগে থেকেই রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও করা গেল না উৎসব (Rabindra Jayanti Celebration)।

সরকারি স্কুলগুলিতেও অফলাইনে চালু হয়েছিল পঠনপাঠন । তবে তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের নিষ্কৃতি দিতেই গত 2 মে থেকে রাজ্যে চালু হয়েছে গরমের ছুটি । তাই এই বছরেও অনেক আগে থেকেই রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হলেও করা গেল না সেই উৎসব । বেশ কয়েকটি সরকারি স্কুলে অনেক আগে থেকে পরিকল্পনা মাফিক চলছিল প্রস্তুতি । এমনকী চলছিল পড়ুয়াদের নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল । তবে সরকারি নির্দেশিকা মেনে শেষ মুহূর্তে সবকিছুই বাতিল করতে হয়েছে । তবুও বেশ কয়েকটি স্কুলে খুব ছোট করেই শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারাই স্কুলে এসে কবিগুরুর মূর্তিতে মাল্য দান করেন ও তাঁকে স্মরণ করেন ।

আরও পড়ুন : Tagore's Nobel Prize theft: রবীন্দ্রজয়ন্তীতে নোবেল চুরি নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "রবীন্দ্র জয়ন্তী ও সামনেই নজরুল জয়ন্তীর কথা মাথায় রেখে অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম । সেইভাবেই এগোচ্ছিলাম আমরা । তবে গরমের ছুটি পড়ে যাওয়ায় সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে আমরা কোনও ছাত্রছাত্রীকে স্কুলে ডাকতে পারিনি । তাই তারা বাড়ি থেকেই গান, নাচ ও আবৃত্তি রেকর্ড করে আমাদের পাঠাচ্ছে । আমরা কয়েকজন শিক্ষক-শিক্ষিকা স্কুলে এসেছি এবং নিজেদের মতো করে কবিগুরুকে স্মরণ করছি ।"

তিনি আরও বলেন, "বাঙালি জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যে আবেগ ও অনুভূতি তা অপরিসীম । তাই বহু স্কুলে একমাস ধরেই চলে উৎসব । তবে এই বছর স্কুলগুলোতে আবার রবীন্দ্র জয়ন্তী বাতিল করতে হল । এইভাবে ছেলেমেয়েরা কবিগুরুর লেখা ও তাঁর সৃষ্টির থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে । গত দু'বছর করোনার জেরে বন্ধ ছিল রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন । তবে এই বছর আগেভাগে ছুটি পড়ে গেলেও রবীন্দ্র জয়ন্তীকে মাথায় রেখে যদি সরকারি নির্দেশিকা কিছুটা রদবদল করে আজকের দিনটায় পড়ুয়াদের স্কুলে ডাকা যেত ।"

আরও পড়ুন : PM Modi pays tribute to Tagore: তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

ঠিক একই বক্তব্য শিক্ষক-শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর ৷ তিনি বলেন, "পড়ুয়াই তো নেই, কাদের নিয়ে করব রবীন্দ্র জয়ন্তী । তাই আমরা শিক্ষক-শিক্ষিকারা কয়েকজন স্কুলে এসে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তাঁর স্মৃতিচারণ করলাম । অন্তত আজকের দিনটায় যদি পড়ুয়ারা স্কুলে এসে এই উৎসবে সামিল হতে পারত তাহলে তাদেরও ভালো লাগত ।"

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "আজ আমার খুব হতাশ লাগছে । রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালি নন । তিনি বিশ্ববরেণ্য । গোটা পৃথিবীর মানুষ তাঁর লেখার থেকে অনুপ্রাণিত হয় শিক্ষা পায় । তাই আজ 25 শে বৈশাখে তাঁর রাজ্যেরই মানুষ হয়ে এবং একজন শিক্ষক হয়ে আমি আমার স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করতে পারলাম না । আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে । আমার মনে হয় এই বিষয়টি নিয়ে প্রশাসনের আরও একটু তৎপর হওয়া উচিত ছিল । অন্তত আজকের দিনটা যদি স্কুলগুলি খুলে এই অনুষ্ঠানটা করা যেত তাহলে সত্যিই এটা একটা সাধু উদ্যোগ হত ।" পাশাপাশি কৈলাস বিদ্যামন্দিরের টিচার ইনচার্জ রামকৃষ্ণ সরদার বলেন, "এই অনুষ্ঠান করা হবে সেই প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হচ্ছিল । তবে গরমের ছুটি পড়ে যাওয়ায় সবটাই বাতিল হয়ে গেল ।"

এদিন সরকারি স্কুলের পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান বাতিল হয়ে হয়ে গেলেও বেশ কয়েকটি স্কুলে অনলাইনে এই অনুষ্ঠান হয়েছে । বালিগঞ্জ শিক্ষা সদনের এক অভিভাবিকা বৃষ্টি সরকার বলেন, "আমার মেয়ের স্কুলে যেহেতু রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল তাই স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও গত শুক্রবার অফ লাইনেই অনুষ্ঠানটি হয়েছে ।"

আরও পড়ুন : Tagore's Nobel Prize theft: রবীন্দ্রজয়ন্তীতে নোবেল চুরি নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "যেহেতু স্কুলে ছুটি পড়ে গিয়েছে তাই আজ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান অনলাইনেই হয়েছে ।" শহরের আর এক বেসরকারি স্কুল যারা এই অনুষ্ঠানটি স্বাভাবিক সময়ে বেশ সাড়ম্বরে করে থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কিছু বলতে চাইনি ।

গোখেল মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা বৈশাখী ভট্টাচার্য বলেন, "স্কুলে ছুটি পড়ে যাওয়ায় অনুষ্ঠানের প্রস্তুতি বা রিহার্সাল করানো সম্ভব হয়ে ওঠেনি । তাই আজ অনলাইনে বা অফলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা যায়নি । তবে আমাদের পরিকল্পনা রয়েছে যে আবার স্কুল খুললে ভাল করে প্রস্তুতি নিয়ে অফলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করা হবে ।"

ক্যালকাটা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "আজ আমাদের অফলাইনে খুব ভালভাবেই রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে । গত দু'বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল । তাই এই বছর ছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছে ।"

কলকাতা, 9 মে : গত দুই বছর করোনাকালে স্কুলে স্কুলে বন্ধ ছিল রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন । তবে এই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক। তাই সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতে এবার অনেক আগে থেকেই রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও করা গেল না উৎসব (Rabindra Jayanti Celebration)।

সরকারি স্কুলগুলিতেও অফলাইনে চালু হয়েছিল পঠনপাঠন । তবে তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের নিষ্কৃতি দিতেই গত 2 মে থেকে রাজ্যে চালু হয়েছে গরমের ছুটি । তাই এই বছরেও অনেক আগে থেকেই রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হলেও করা গেল না সেই উৎসব । বেশ কয়েকটি সরকারি স্কুলে অনেক আগে থেকে পরিকল্পনা মাফিক চলছিল প্রস্তুতি । এমনকী চলছিল পড়ুয়াদের নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল । তবে সরকারি নির্দেশিকা মেনে শেষ মুহূর্তে সবকিছুই বাতিল করতে হয়েছে । তবুও বেশ কয়েকটি স্কুলে খুব ছোট করেই শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারাই স্কুলে এসে কবিগুরুর মূর্তিতে মাল্য দান করেন ও তাঁকে স্মরণ করেন ।

আরও পড়ুন : Tagore's Nobel Prize theft: রবীন্দ্রজয়ন্তীতে নোবেল চুরি নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "রবীন্দ্র জয়ন্তী ও সামনেই নজরুল জয়ন্তীর কথা মাথায় রেখে অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম । সেইভাবেই এগোচ্ছিলাম আমরা । তবে গরমের ছুটি পড়ে যাওয়ায় সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে আমরা কোনও ছাত্রছাত্রীকে স্কুলে ডাকতে পারিনি । তাই তারা বাড়ি থেকেই গান, নাচ ও আবৃত্তি রেকর্ড করে আমাদের পাঠাচ্ছে । আমরা কয়েকজন শিক্ষক-শিক্ষিকা স্কুলে এসেছি এবং নিজেদের মতো করে কবিগুরুকে স্মরণ করছি ।"

তিনি আরও বলেন, "বাঙালি জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যে আবেগ ও অনুভূতি তা অপরিসীম । তাই বহু স্কুলে একমাস ধরেই চলে উৎসব । তবে এই বছর স্কুলগুলোতে আবার রবীন্দ্র জয়ন্তী বাতিল করতে হল । এইভাবে ছেলেমেয়েরা কবিগুরুর লেখা ও তাঁর সৃষ্টির থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে । গত দু'বছর করোনার জেরে বন্ধ ছিল রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন । তবে এই বছর আগেভাগে ছুটি পড়ে গেলেও রবীন্দ্র জয়ন্তীকে মাথায় রেখে যদি সরকারি নির্দেশিকা কিছুটা রদবদল করে আজকের দিনটায় পড়ুয়াদের স্কুলে ডাকা যেত ।"

আরও পড়ুন : PM Modi pays tribute to Tagore: তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার

ঠিক একই বক্তব্য শিক্ষক-শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর ৷ তিনি বলেন, "পড়ুয়াই তো নেই, কাদের নিয়ে করব রবীন্দ্র জয়ন্তী । তাই আমরা শিক্ষক-শিক্ষিকারা কয়েকজন স্কুলে এসে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তাঁর স্মৃতিচারণ করলাম । অন্তত আজকের দিনটায় যদি পড়ুয়ারা স্কুলে এসে এই উৎসবে সামিল হতে পারত তাহলে তাদেরও ভালো লাগত ।"

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "আজ আমার খুব হতাশ লাগছে । রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালি নন । তিনি বিশ্ববরেণ্য । গোটা পৃথিবীর মানুষ তাঁর লেখার থেকে অনুপ্রাণিত হয় শিক্ষা পায় । তাই আজ 25 শে বৈশাখে তাঁর রাজ্যেরই মানুষ হয়ে এবং একজন শিক্ষক হয়ে আমি আমার স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করতে পারলাম না । আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে । আমার মনে হয় এই বিষয়টি নিয়ে প্রশাসনের আরও একটু তৎপর হওয়া উচিত ছিল । অন্তত আজকের দিনটা যদি স্কুলগুলি খুলে এই অনুষ্ঠানটা করা যেত তাহলে সত্যিই এটা একটা সাধু উদ্যোগ হত ।" পাশাপাশি কৈলাস বিদ্যামন্দিরের টিচার ইনচার্জ রামকৃষ্ণ সরদার বলেন, "এই অনুষ্ঠান করা হবে সেই প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হচ্ছিল । তবে গরমের ছুটি পড়ে যাওয়ায় সবটাই বাতিল হয়ে গেল ।"

এদিন সরকারি স্কুলের পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান বাতিল হয়ে হয়ে গেলেও বেশ কয়েকটি স্কুলে অনলাইনে এই অনুষ্ঠান হয়েছে । বালিগঞ্জ শিক্ষা সদনের এক অভিভাবিকা বৃষ্টি সরকার বলেন, "আমার মেয়ের স্কুলে যেহেতু রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল তাই স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও গত শুক্রবার অফ লাইনেই অনুষ্ঠানটি হয়েছে ।"

আরও পড়ুন : Tagore's Nobel Prize theft: রবীন্দ্রজয়ন্তীতে নোবেল চুরি নিয়ে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "যেহেতু স্কুলে ছুটি পড়ে গিয়েছে তাই আজ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান অনলাইনেই হয়েছে ।" শহরের আর এক বেসরকারি স্কুল যারা এই অনুষ্ঠানটি স্বাভাবিক সময়ে বেশ সাড়ম্বরে করে থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কিছু বলতে চাইনি ।

গোখেল মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা বৈশাখী ভট্টাচার্য বলেন, "স্কুলে ছুটি পড়ে যাওয়ায় অনুষ্ঠানের প্রস্তুতি বা রিহার্সাল করানো সম্ভব হয়ে ওঠেনি । তাই আজ অনলাইনে বা অফলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা যায়নি । তবে আমাদের পরিকল্পনা রয়েছে যে আবার স্কুল খুললে ভাল করে প্রস্তুতি নিয়ে অফলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করা হবে ।"

ক্যালকাটা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "আজ আমাদের অফলাইনে খুব ভালভাবেই রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে । গত দু'বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল । তাই এই বছর ছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.