ETV Bharat / state

Dilip Ghosh on Kurmi: অন্যায় করেননি তাই ক্ষমাও চাইবেন না, কুড়মিদের হুঁশিয়ারির পালটা দিলীপ - কুড়মি আন্দোলন

তাঁর মন্তব্যের জন্য কুড়মিদের কাছে ক্ষমা চাইবেন না বলে জানালেন দিলীপ ঘোষ ৷ গতকাল কুড়মিদের তরফে দিলীপ ঘোষকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয় ৷ না হলে তাঁর বাড়ি ঘেরাও করার পালটা হুঁশিয়ারি দিয়েছে কুড়মিরা ৷

Dilip Ghosh on Kurmi etv bharat
Dilip Ghosh on Kurmi
author img

By

Published : May 16, 2023, 5:54 PM IST

কুড়মিদের কাছে ক্ষমা চাইবেন না বলে জানালেন দিলীপ

বিধাননগর, 16 মে: অন্যায় করেননি, তাই ক্ষমাও চাইবেন না ৷ কুড়মিদের তরফে বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারির পরেও নিজের অবস্থানে অনড় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর পালটা কটাক্ষ, ‘‘আসুন চা খাওয়াবো ৷’’ উল্লেখ্য, কুড়মি আন্দোলন চলাকালীন রবিবার কয়েকজন আদিবাসী দিলীপ ঘোষের গাড়ি আটকায় ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়মিদের ‘কাপড় খুলে’ নেওয়ার নিদান দেন বিজেপি নেতা ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল থেকে পুরুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে ৷ এমনকি দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে বলা হয়েছে কুড়মিদের তরফে ৷

মঙ্গলবার বিধাননগরের এমপিএমএলএ আদালতে একটি মামলার শুনানির জন্য এসেছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই কুড়মিদের তাঁর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি প্রসঙ্গে পালটা ব্যঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ দিলীপ বলেন, "আসুক চা খাওয়াব ৷" তবে দিলীপ ঘোষের মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ক্ষমা চেয়েছেন সুকান্ত মজুমদার ৷ কিন্তু তাতে দিলীপ ঘোষের কিছু যায় আসে না ৷ দিলীপ বলেন, "যে অন্যায় করে সে ক্ষমা চায় ৷ আমি অন্যায় করিনি ৷ যাঁরা আমার রাস্তা ঘেরাও করছে, আমার বাড়িতে আসছে, মজার ব্যাপার ৷"

এর পরেই কুড়মিদের একাংশের তাঁর গাড়ি ঘেরাও প্রসঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন দিলীপ ৷ তিনি জানান, এতদিন তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর গাড়ি ঘেরাও করত, পথ আটকাত ৷ কিন্তু যারা দাবি করছে কোনও রাজনৈতিক সংগঠন তাদের সঙ্গে নেই ৷ তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন ৷ তাহলে সেই কুড়মিরা রাজনৈতিক দলের নেতার গাড়ি কেন ঘেরাও করছে ? কেন রাজনৈতিক দলের মতো আচরণ করছে ? প্রশ্ন তুললেন দিলীপ ৷

আরও পড়ুন: 'অপরিণত মানুষের মতো কথা', কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কুশপুতুল দাহ দিলীপের

এই ইস্যুতে পালটা তৃণমূলের দুর্নীতি ও কর্মসংস্থানের ইস্যু তুলে ধরেন দিলীপ ঘোষ ৷ তিনি প্রশ্ন তোলেন, কুড়মিরা সংরক্ষণের দাবি তুলছেন ৷ কিন্তু এই সংরক্ষণ পেয়ে কী লাভ? জঙ্গলমহল তথা আদিবাসীদের জন্য তৃণমূলের সরকার কোনও কাজ করেনি ৷ এমনকী তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাও করেনি ৷ ফলে সংরক্ষণের মাধ্যমে চাকরি পেতে গেলে, পড়াশোনা দরকার ৷ সেই ব্যবস্থাই যখন নেই, তাহলে সংরক্ষণের লাভ কী প্রশ্ন দিলীপের ৷

আরও পড়ুন: চাল-ডাল দিয়েছি, বাড়াবাড়ি করলে কুড়মিদের কাপড় খুলে দেব: দিলীপ ঘোষ

কুড়মিদের কাছে ক্ষমা চাইবেন না বলে জানালেন দিলীপ

বিধাননগর, 16 মে: অন্যায় করেননি, তাই ক্ষমাও চাইবেন না ৷ কুড়মিদের তরফে বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারির পরেও নিজের অবস্থানে অনড় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর পালটা কটাক্ষ, ‘‘আসুন চা খাওয়াবো ৷’’ উল্লেখ্য, কুড়মি আন্দোলন চলাকালীন রবিবার কয়েকজন আদিবাসী দিলীপ ঘোষের গাড়ি আটকায় ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়মিদের ‘কাপড় খুলে’ নেওয়ার নিদান দেন বিজেপি নেতা ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল থেকে পুরুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে ৷ এমনকি দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে বলা হয়েছে কুড়মিদের তরফে ৷

মঙ্গলবার বিধাননগরের এমপিএমএলএ আদালতে একটি মামলার শুনানির জন্য এসেছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই কুড়মিদের তাঁর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি প্রসঙ্গে পালটা ব্যঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ দিলীপ বলেন, "আসুক চা খাওয়াব ৷" তবে দিলীপ ঘোষের মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ক্ষমা চেয়েছেন সুকান্ত মজুমদার ৷ কিন্তু তাতে দিলীপ ঘোষের কিছু যায় আসে না ৷ দিলীপ বলেন, "যে অন্যায় করে সে ক্ষমা চায় ৷ আমি অন্যায় করিনি ৷ যাঁরা আমার রাস্তা ঘেরাও করছে, আমার বাড়িতে আসছে, মজার ব্যাপার ৷"

এর পরেই কুড়মিদের একাংশের তাঁর গাড়ি ঘেরাও প্রসঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন দিলীপ ৷ তিনি জানান, এতদিন তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর গাড়ি ঘেরাও করত, পথ আটকাত ৷ কিন্তু যারা দাবি করছে কোনও রাজনৈতিক সংগঠন তাদের সঙ্গে নেই ৷ তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন ৷ তাহলে সেই কুড়মিরা রাজনৈতিক দলের নেতার গাড়ি কেন ঘেরাও করছে ? কেন রাজনৈতিক দলের মতো আচরণ করছে ? প্রশ্ন তুললেন দিলীপ ৷

আরও পড়ুন: 'অপরিণত মানুষের মতো কথা', কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কুশপুতুল দাহ দিলীপের

এই ইস্যুতে পালটা তৃণমূলের দুর্নীতি ও কর্মসংস্থানের ইস্যু তুলে ধরেন দিলীপ ঘোষ ৷ তিনি প্রশ্ন তোলেন, কুড়মিরা সংরক্ষণের দাবি তুলছেন ৷ কিন্তু এই সংরক্ষণ পেয়ে কী লাভ? জঙ্গলমহল তথা আদিবাসীদের জন্য তৃণমূলের সরকার কোনও কাজ করেনি ৷ এমনকী তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাও করেনি ৷ ফলে সংরক্ষণের মাধ্যমে চাকরি পেতে গেলে, পড়াশোনা দরকার ৷ সেই ব্যবস্থাই যখন নেই, তাহলে সংরক্ষণের লাভ কী প্রশ্ন দিলীপের ৷

আরও পড়ুন: চাল-ডাল দিয়েছি, বাড়াবাড়ি করলে কুড়মিদের কাপড় খুলে দেব: দিলীপ ঘোষ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.