কলকাতা, ৪ মার্চ: আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও কালবৈশাখির কোনও সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে রাজ্যজুড়েই আকাশ মেঘলা থাকবে। বুধবার দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে যাবে পশ্চিমিঝঞ্ঝা। যার জেরে আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।