ETV Bharat / state

হিন্দি স্কুল খোলার জায়গা নেই! এদিকে বন্ধ হয়ে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি - হিন্দি পৌর প্রাথমিক স্কুল

Government Schools Closed: কলকাতায় হিন্দি পৌর প্রাথমিক স্কুল গড়ার জায়গা পাচ্ছেন না কাউন্সিলর ৷ অথচ ভগ্নপ্রায় দশায় বন্ধ হয়ে পড়ে রয়েছে সাতটি রাজ্য সরকারের প্রাথমিক স্কুল ৷

Government school
সরকারি প্রাথমিক বিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:34 PM IST

হিন্দি স্কুল খোলার জায়গা নেই!

কলকাতা, 31 ডিসেম্বর: খাস কলকাতার বুকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত ও বন্ধ হয়ে পড়ে রয়েছে সাত সাতটি রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় । অথচ সেখানেই জায়গার অভাবে একটি হিন্দি পৌর প্রাথমিক স্কুল তৈরি করে উঠতে পারছেন না কাউন্সিলর ৷ রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলির বেহাল দশা ৷ কারও ছাদ ভেঙে চুইয়ে পড়ছে জল, রঙ চটেছে দেওয়ালের, কোনটায় ভরতি আবর্জনা ৷ কলকাতার মুচিবাজার-সহ উলটোডাঙা, দীঘির পুকুর, মুরারী পুকুর, ক্যানেল ইস্ট রোড জুড়ে অবস্থিত এই সাতটি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বন্ধ । কোনোটির বয়স 20 বছর, কোনোটির বা আট থেকে নয় বছর ।

যেমন বিনয় বাদল দিনেশ প্রাথমিক বিদ্যালয় । একতলা বাড়ি । ভিতরে এখন ভাঙা মালপত্র পড়ে ছাদ ভেঙে পড়ছে । এই স্কুলের আরও একটি শাখাও বন্ধ । হরিপদ দত্ত স্মৃতি শিক্ষা নিকেতন মিলনী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্ন অবস্থা । জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ ৷ শুধু ভোট সংক্রান্ত কাজ হয় এখানে । বনশ্রী বিদ্যামন্দিরকে এলাকায় ছেলেরা কেবল নিজেদের কাজে ব্যবহার করেন ।

Government school
জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ

পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বর্তমানে রাতের অন্ধকারে নেশাগ্রস্থদের ঠেক হয়ে দাঁড়াচ্ছে বলে কাউন্সিলরের অভিযোগ । স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, "এই বন্ধ ও পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বারে বারে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় । ময়লা আবর্জনা বা জল জমে বর্ষায় মশার আঁতুড়ঘরে পরিণত হয় । ফলে একাধিকবার পরিষ্কার করতে হয় । তারপরেও ডেঙ্গি আক্রান্তের খবর মেলে । অন্য দিকে কোনোটায় দেখা যায় ফাঁকা দেখে নেশার ঠেক বসছে । আবার কেউ পড়ে থাকা স্কুল ভবনে বিয়েবাড়ি ভাড়া দেওয়া থেকে বাইক রাখা কাজ করছেন । ওই ভবনগুলো যেহেতু রাজ্য সরকারের সেগুলো কোনো কিছু করার অধিকার আমাদের নেই ।"

Government school
পরিত্যক্ত স্কুল বাড়িতে ডেঙ্গির আঁতুড়ঘর

তাঁর কথায়, "জায়গায় অভাবে এলাকায় হিন্দি পৌর প্রাথমিক বিদ্যালয় বানাতে পারছি না । ওই স্কুলগুলোর একটা ভবন কলকাতা পৌরনিগমকে দিলে সেই কাজটা সহজ হয় ৷ এতে এলাকার ছোট্ট বাচ্চারা উপকৃত হয় । এই বিষয় আমি ইতিমধ্যে লিখিত চিঠি দিয়েছি পৌরনিগমকে । মেয়র ফিরহাদ হাকিমকে হস্তক্ষেপ করতে জানিয়েছি ।" এই প্রসঙ্গে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমাদের লিখিতভাবে চিঠি দিলে আমরা পরিদর্শন করে দেখে কী করা যায় বিবেচনা করব । মন্ত্রীর সঙ্গে এই বিষয় আলোচনা করব ।"

Government school
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

আরও পড়ুন:

  1. ক্লাস ঘর থেকে শৌচালয় সবটাই বেদখল, ধুঁকছে 125 বছর পুরোনো এমএল জুবলি স্কুল
  2. ভগ্নপ্রায় স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস 127 জন পড়ুয়ার, দেখেও নির্বিকার প্রশাসন
  3. নেই বিদ্যালয় ভবন, 67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায়

হিন্দি স্কুল খোলার জায়গা নেই!

কলকাতা, 31 ডিসেম্বর: খাস কলকাতার বুকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত ও বন্ধ হয়ে পড়ে রয়েছে সাত সাতটি রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় । অথচ সেখানেই জায়গার অভাবে একটি হিন্দি পৌর প্রাথমিক স্কুল তৈরি করে উঠতে পারছেন না কাউন্সিলর ৷ রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলির বেহাল দশা ৷ কারও ছাদ ভেঙে চুইয়ে পড়ছে জল, রঙ চটেছে দেওয়ালের, কোনটায় ভরতি আবর্জনা ৷ কলকাতার মুচিবাজার-সহ উলটোডাঙা, দীঘির পুকুর, মুরারী পুকুর, ক্যানেল ইস্ট রোড জুড়ে অবস্থিত এই সাতটি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বন্ধ । কোনোটির বয়স 20 বছর, কোনোটির বা আট থেকে নয় বছর ।

যেমন বিনয় বাদল দিনেশ প্রাথমিক বিদ্যালয় । একতলা বাড়ি । ভিতরে এখন ভাঙা মালপত্র পড়ে ছাদ ভেঙে পড়ছে । এই স্কুলের আরও একটি শাখাও বন্ধ । হরিপদ দত্ত স্মৃতি শিক্ষা নিকেতন মিলনী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্ন অবস্থা । জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ ৷ শুধু ভোট সংক্রান্ত কাজ হয় এখানে । বনশ্রী বিদ্যামন্দিরকে এলাকায় ছেলেরা কেবল নিজেদের কাজে ব্যবহার করেন ।

Government school
জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ

পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বর্তমানে রাতের অন্ধকারে নেশাগ্রস্থদের ঠেক হয়ে দাঁড়াচ্ছে বলে কাউন্সিলরের অভিযোগ । স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, "এই বন্ধ ও পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বারে বারে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় । ময়লা আবর্জনা বা জল জমে বর্ষায় মশার আঁতুড়ঘরে পরিণত হয় । ফলে একাধিকবার পরিষ্কার করতে হয় । তারপরেও ডেঙ্গি আক্রান্তের খবর মেলে । অন্য দিকে কোনোটায় দেখা যায় ফাঁকা দেখে নেশার ঠেক বসছে । আবার কেউ পড়ে থাকা স্কুল ভবনে বিয়েবাড়ি ভাড়া দেওয়া থেকে বাইক রাখা কাজ করছেন । ওই ভবনগুলো যেহেতু রাজ্য সরকারের সেগুলো কোনো কিছু করার অধিকার আমাদের নেই ।"

Government school
পরিত্যক্ত স্কুল বাড়িতে ডেঙ্গির আঁতুড়ঘর

তাঁর কথায়, "জায়গায় অভাবে এলাকায় হিন্দি পৌর প্রাথমিক বিদ্যালয় বানাতে পারছি না । ওই স্কুলগুলোর একটা ভবন কলকাতা পৌরনিগমকে দিলে সেই কাজটা সহজ হয় ৷ এতে এলাকার ছোট্ট বাচ্চারা উপকৃত হয় । এই বিষয় আমি ইতিমধ্যে লিখিত চিঠি দিয়েছি পৌরনিগমকে । মেয়র ফিরহাদ হাকিমকে হস্তক্ষেপ করতে জানিয়েছি ।" এই প্রসঙ্গে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমাদের লিখিতভাবে চিঠি দিলে আমরা পরিদর্শন করে দেখে কী করা যায় বিবেচনা করব । মন্ত্রীর সঙ্গে এই বিষয় আলোচনা করব ।"

Government school
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

আরও পড়ুন:

  1. ক্লাস ঘর থেকে শৌচালয় সবটাই বেদখল, ধুঁকছে 125 বছর পুরোনো এমএল জুবলি স্কুল
  2. ভগ্নপ্রায় স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস 127 জন পড়ুয়ার, দেখেও নির্বিকার প্রশাসন
  3. নেই বিদ্যালয় ভবন, 67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.