কলকাতা, 12 এপ্রিল: আলিপুর আদালতের বিচারক ও হেস্টিংস থানায় কুন্তল ঘোষের লেখা চিঠির পরিপ্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়া হলে, তা কার্যকরী হবে না ৷ এমনকি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনও এফআইআরও করা যাবে না ৷ নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের আলিপুর আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় পাঠানো চিঠি নিয়ে বুধবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি ৷ তার আগে কুন্তলের লেখা চিঠির কপি সিবিআই এবং ইডি আধিকারিকদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
আজ রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, কুন্তল ঘোষ হেস্টিংস থানায় চিঠি ই-মেইল করেছিলেন ৷ সেগুলি প্রিন্ট করে আদালতে জমা দেওয়া হয়েছে ৷ এতে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি ৷ তাই আগামিকাল এই বিষয়ে বিস্তারিত শুনানি করবেন বলে জানান তিনি ৷ শুনানিতে সবপক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
উল্লেখ্য, বুধবার সকালে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইডি-র আধিকারিকরা ৷ জানানো হয় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ সম্প্রতি আলিপুর আদালতের বিচারক ও হেস্টিংস থানায় একটি চিঠি দিয়েছেন ৷ যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ সেই চিঠিতে দাবি করা হয়েছে ইডি তাঁকে জোর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য ৷ যা সম্পূর্ণ মিথ্যে ও পরিকল্পিত বলে ইডি উল্লেখ করেছে ৷
বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি-র বক্তব্য শোনার পর বলেন, "এসব বরদাস্ত করা হবে না ৷ আসলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ৷" তারপরেই বিচারপতি তড়িঘড়ি আলিপুর জেলা বিচারক ও হেস্টিংস থানাকে বেলা 3টের মধ্যে চিঠির কপি আদালতে নিয়ে আসার নির্দেশ দেন ৷ কিন্তু তিনটের সময় দেখা যায় হেস্টিংস থানার অফিসার সুরজিৎ বন্দ্যোপাধ্যায় চিঠির একটি স্ক্যান কপি আদালতে নিয়ে আসেন ৷ যা কুন্তল ঘোষ গত 1 এপ্রিল 2023-এ থানার আধিকারিককে ই-মেইল করেছিলেন ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের লেখা চিঠি দেখতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কিন্তু, তখনও আলিপুর জেলা বিচারকের তরফে কোনও কপি পাঠানো হয়নি ৷ ফের বিচারপতি চারটের সময় মামলাটি শুনানির জন্য রাখেন ৷ পরে আলিপুর জেলা আদালতের বিচারকের চিঠি বিচারপতির এজলাসে পৌঁছায় ৷ তবে, সেই চিঠি নিয়ে আর কোনও শুনানি হয়নি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামিকাল মামলা শুনানির জন্য রেখেছেন ৷ যদিও আলিপুর আদালতের বিচারককে লেখা চিঠি ই-মেইলের কপি কিনা তা জানা যায়নি ৷
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রথমে ব্যাঙ্কশাল আদালতে পরে আলিপুরে সাংবাদিকদের সামনে কুন্তল ঘোষ দাবি করেন, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁকে চাপ দিচ্ছে ইডি ৷ তাঁর সেই মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে ৷ এ দিন পালটা ইডি কুন্তলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার কথা জানাল কলকাতা হাইকোর্টে ৷