ETV Bharat / state

৬ আসনে সমঝোতা নয়, জোটের আগেই জটে কংগ্রেস-CPI(M) - CPI(M)

এখনও চূড়ান্ত রফায় পৌঁছায়নি জোট। তার আগেই জটে কংগ্রেস-CPI(M)। জেতা আসনে এবারও প্রার্থী দিতে চাইছে CPI(M)। এদিকে কংগ্রেস ওইসব আসনে প্রার্থী দিতে আগ্রহী।

কংগ্রেস-CPI(M) প্রতীক
author img

By

Published : Mar 5, 2019, 7:54 AM IST

কলকাতা, ৫ মার্চ : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছে CPI(M)। গত লোকসভা নির্বাচনে জেতা আসনগুলি ছাড়তে নারাজ CPI(M)। এদিকে CPI(M) এর জেতা আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। ফলে, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে গেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ দলের অন্য নেতারা। বৈঠকে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

২০১৪-র লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২টি আসন পেয়েছিল বামেরা। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ। আগে এই আসন ২টি কংগ্রেসের দখলে ছিল। অন্যদিক কংগ্রেস ৪টি আসনে জয়ী হয়েছিল। উত্তর মালদা, মালদা দক্ষিণ, বহরমপুর এবং জঙ্গিপুর। এর মধ্যে সম্প্রতি উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নুর তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনে CPI(M)-কংগ্রেস জোট করে লড়াইয়ের আলোচনা শুরু করেছে। আর এই ৬টি আসনে সমঝোতা চাইছে না CPI(M)।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক টুইট বার্তায় লিখেছেন, বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় তাদের কোনও সমস্যা নেই। কিন্তু, নীতিগত এবং বিচার-বিবেচনার মধ্য দিয়েই সেই জোট চায় প্রদেশ কংগ্রেস। যে জোট বা আসন সমঝোতা পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন সোমেন মিত্র। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আসন সমঝোতা এবং লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সামগ্রিক বিষয়টি আলোচনা স্তরে রয়েছে।

undefined

অন্যদিকে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "জোট চাপিয়ে দেওয়ার বিষয় নয়। কংগ্রেসের পক্ষ থেকে সম্মানজনক শর্তে প্রস্তাব এলে তা খতিয়ে দেখা হবে। উভয়ের প্রয়োজনেই আসন সমঝোতা হবে। তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাম-কংগ্রেসকে যৌথভাবে লড়াই করতে হবে।"

তবে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বামফ্রন্টে CPI(M)-এর শরিক দলগুলির ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তাঁরা জোট চাননি। ফল খারাপ হবে বা ভালো হবে, তা দিয়ে জোট বা আসন সমঝোতা ব্যাখ্যা করার কোনও যুক্তি নেই। নীতিগতভাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোটে আপত্তি রয়েছে ফরওয়ার্ড ব্লকের।

অন্যদিকে CPI চাইছে, সম্মানজনক শর্তে কংগ্রেসের সঙ্গে জোট হলে সেখানে তাদের সায় রয়েছে। তিনটি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লক এবং RSP-ও তিনটি করে আসনে লড়বে বলে জানা গেছে। RSP একটি আসন কংগ্রেসকে ছাড়বে বলে শোনা যাচ্ছে।

এদিকে কংগ্রেস সাংসদ তথা দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর বক্তব্য, বামফ্রন্টের সঙ্গে বা CPI(M)-এর সঙ্গে আসন সমঝোতা এবং জোট বাঁধতে গেলে সমস্যা বাড়বে। শেষ মুহূর্তে আসন সমঝোতা কতটা হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

undefined

এনিয়ে সামগ্রিক আলোচনার জন্য ৮ মার্চ বৈঠকে বসছে বামফ্রন্ট।

কলকাতা, ৫ মার্চ : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছে CPI(M)। গত লোকসভা নির্বাচনে জেতা আসনগুলি ছাড়তে নারাজ CPI(M)। এদিকে CPI(M) এর জেতা আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। ফলে, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে গেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ দলের অন্য নেতারা। বৈঠকে রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

২০১৪-র লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২টি আসন পেয়েছিল বামেরা। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ। আগে এই আসন ২টি কংগ্রেসের দখলে ছিল। অন্যদিক কংগ্রেস ৪টি আসনে জয়ী হয়েছিল। উত্তর মালদা, মালদা দক্ষিণ, বহরমপুর এবং জঙ্গিপুর। এর মধ্যে সম্প্রতি উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নুর তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনে CPI(M)-কংগ্রেস জোট করে লড়াইয়ের আলোচনা শুরু করেছে। আর এই ৬টি আসনে সমঝোতা চাইছে না CPI(M)।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক টুইট বার্তায় লিখেছেন, বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় তাদের কোনও সমস্যা নেই। কিন্তু, নীতিগত এবং বিচার-বিবেচনার মধ্য দিয়েই সেই জোট চায় প্রদেশ কংগ্রেস। যে জোট বা আসন সমঝোতা পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন সোমেন মিত্র। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আসন সমঝোতা এবং লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সামগ্রিক বিষয়টি আলোচনা স্তরে রয়েছে।

undefined

অন্যদিকে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "জোট চাপিয়ে দেওয়ার বিষয় নয়। কংগ্রেসের পক্ষ থেকে সম্মানজনক শর্তে প্রস্তাব এলে তা খতিয়ে দেখা হবে। উভয়ের প্রয়োজনেই আসন সমঝোতা হবে। তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাম-কংগ্রেসকে যৌথভাবে লড়াই করতে হবে।"

তবে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বামফ্রন্টে CPI(M)-এর শরিক দলগুলির ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তাঁরা জোট চাননি। ফল খারাপ হবে বা ভালো হবে, তা দিয়ে জোট বা আসন সমঝোতা ব্যাখ্যা করার কোনও যুক্তি নেই। নীতিগতভাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোটে আপত্তি রয়েছে ফরওয়ার্ড ব্লকের।

অন্যদিকে CPI চাইছে, সম্মানজনক শর্তে কংগ্রেসের সঙ্গে জোট হলে সেখানে তাদের সায় রয়েছে। তিনটি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লক এবং RSP-ও তিনটি করে আসনে লড়বে বলে জানা গেছে। RSP একটি আসন কংগ্রেসকে ছাড়বে বলে শোনা যাচ্ছে।

এদিকে কংগ্রেস সাংসদ তথা দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর বক্তব্য, বামফ্রন্টের সঙ্গে বা CPI(M)-এর সঙ্গে আসন সমঝোতা এবং জোট বাঁধতে গেলে সমস্যা বাড়বে। শেষ মুহূর্তে আসন সমঝোতা কতটা হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

undefined

এনিয়ে সামগ্রিক আলোচনার জন্য ৮ মার্চ বৈঠকে বসছে বামফ্রন্ট।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Vail Mountain, Colorado, USA. 2nd March 2019.
1. 00:00 Chloe Kim seated with his right foot on the table in the preparation room
2. 00:04 Kim's first run, she tests her foot at the end  
3. 00:45 Replay of Kim's run
4. 01:19 Kim hobbles away
5. 01:32 Kim is helped up a slope
6. 01:42 SOUNDBITE: (English) Chloe Kim, Olympic champion:
"No, I'm actually so surprised I even competed 'cause after I fell in practice I was almost like I don't know if I should, so it was kind of like a yes or no, but the stoke was so real out here and I just wanted to do it. So I did the best I could and it was definitely hard because I had to compensate for the injury and try to make it less painful but I'm just so happy with my riding and to be out here is just awesome."
7. 02:03 Maddie Mastro's third run including a double crippler - a double backflip above the halfpipe
8. 02:41 Replay of Maddie Mastro's run
SOURCE: IMG Media
DURATION: 03:26
STORYLINE:
Olympic champion Chloe Kim said she'll need surgery after breaking her ankle at the US Open this weekend.
Kim got off her snowboard gingerly following her first run in Saturday's halfpipe final, but she finished all three rounds of the contest.
Later, she said on Twitter she had broken the ankle and would need surgery which will force her to miss a contest at Mammoth Mountain next week.
Kim finished second to Maddie Mastro, who became the first woman to land a double crippler - a double backflip above the halfpipe - in competition.
The victory ended Kim's eight-contest winning run.
The 18-year-old won the gold medal at the Pyeongchang Olympics last year.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.