ETV Bharat / state

কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় : দেবতনু

author img

By

Published : Sep 16, 2019, 10:30 AM IST

Updated : Sep 16, 2019, 11:12 AM IST

কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় ৷ বললেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ৷

দেবতনু

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজ্যে NRC চালু করে অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি তুলল হিন্দু সংহতি ৷ সেজন্য আগামীদিনে একাধিক কর্মসূচি নেওয়া হবে ৷ প্রয়োজনে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ।

গতকাল উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে এক প্রেক্ষাগৃহে হিন্দু সংহতির তরফে আলোচনাসভার আয়োজন করা হয় ৷ সেখানে অসমে NRC-র মূল উদ্দেশ্য সফল হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেন দেবতনুবাবু ৷ তাঁদের বক্তব্য, "অনেক মুসলিম অনুপ্রবেশকারী ভারতের বৈধ নাগরিকত্ব পেয়ে গেছে । অথচ বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন অসংখ্য হিন্দু ।" রাজ্যে NRC চালুর সময় সেই ত্রুটিগুলি শোধরানোর দাবি তোলেন তিনি৷ তাঁর বক্তব্য, "নাগরিকত্ব বিলের মাধ্যমে আগে বাঙালি হিন্দুকে আইনি রক্ষাকবচ দিতে হবে ৷ তারপর NRC চালু করতে হবে ৷ পশ্চিমবঙ্গে এবং ভারতে স্বাভাবিক নিয়মেই হিন্দু বাঙালিদের অধিকার সুরক্ষিত হওয়া উচিত । কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দেবতনুবাবুর বক্তব্য, "2014-র 31 ডিসেম্বরের আগে থেকেই দেশে থাকার প্রমাণপত্রই হিন্দুদের জন্য যথেষ্ট ৷ তাদের আর কোনও নথি জমা দিতে হবে না ৷" তাঁর দাবি, 1951 সাল থেকে রাজ্যে মুসলিম জনসংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ৷ তাদের অনেকেই অনুপ্রবেশকারী ৷ তাই তাঁর আশঙ্কা, NRC চালু না হলে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে ৷ আর নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের তোষামোদ করছে বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে জেলা এবং ব্লক স্তরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজ্যে NRC চালু করে অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি তুলল হিন্দু সংহতি ৷ সেজন্য আগামীদিনে একাধিক কর্মসূচি নেওয়া হবে ৷ প্রয়োজনে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ।

গতকাল উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে এক প্রেক্ষাগৃহে হিন্দু সংহতির তরফে আলোচনাসভার আয়োজন করা হয় ৷ সেখানে অসমে NRC-র মূল উদ্দেশ্য সফল হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেন দেবতনুবাবু ৷ তাঁদের বক্তব্য, "অনেক মুসলিম অনুপ্রবেশকারী ভারতের বৈধ নাগরিকত্ব পেয়ে গেছে । অথচ বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন অসংখ্য হিন্দু ।" রাজ্যে NRC চালুর সময় সেই ত্রুটিগুলি শোধরানোর দাবি তোলেন তিনি৷ তাঁর বক্তব্য, "নাগরিকত্ব বিলের মাধ্যমে আগে বাঙালি হিন্দুকে আইনি রক্ষাকবচ দিতে হবে ৷ তারপর NRC চালু করতে হবে ৷ পশ্চিমবঙ্গে এবং ভারতে স্বাভাবিক নিয়মেই হিন্দু বাঙালিদের অধিকার সুরক্ষিত হওয়া উচিত । কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দেবতনুবাবুর বক্তব্য, "2014-র 31 ডিসেম্বরের আগে থেকেই দেশে থাকার প্রমাণপত্রই হিন্দুদের জন্য যথেষ্ট ৷ তাদের আর কোনও নথি জমা দিতে হবে না ৷" তাঁর দাবি, 1951 সাল থেকে রাজ্যে মুসলিম জনসংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ৷ তাদের অনেকেই অনুপ্রবেশকারী ৷ তাই তাঁর আশঙ্কা, NRC চালু না হলে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে ৷ আর নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের তোষামোদ করছে বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে জেলা এবং ব্লক স্তরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে ৷

Intro:কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয়: দেবতনু


15-09-19



সুজয় ঘোষ, কলকাতা



কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয়: দেবতনু


কলকাতা: "রাজ্যে NRC লাঘু করে অবৈধ মুসলমানদের এখান থেকে তাড়ানোর দরকার আছে। আর এই কাজ আমরা যে কোনও ভাবেই করতে প্রস্তুত আছি" উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রীটে এক পেক্ষাগৃহে বিস্ফোক মন্তব্য করেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য।


দেবতনু ভট্টাচার্য বলেন, "হিন্দু বাঙালিদের অধিকার পশ্চিমবঙ্গে এবং ভারতে স্বাভাবিক নিয়মেই সুরক্ষিত হওয়া উচিত। কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয়"


আজ এই আলোচণা সভায় দেবতনু ভট্টাচার্য দাবী করেন, " নাগরিকত্ব বিলের মাধ্যমে বাঙালি হিন্দুকে আইনি রক্ষাকবচ দিতে হবে। তারপর এন আর সি চালু করতে হবে। এন আর সি চালু না হলে এই পশ্চিমবাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলায় পরিণত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি



রাজ্যের সব জেলা এবং ব্লক স্তরেও এই ধরনের ওয়ার্কশপ হিন্দু সংহতি আয়োজন করবে বলেও আজ দেবতনু ভট্টাচার্য জানান।



N R C এবং নাগরিকত্বের আইনগত দিকটি আলোচনা করেন প্রখ্যাত আইনজীবি এবং সংবিধান সম্পর্কিত বিষয়ে স্বনামখ্যাত ব্যক্তিত্ত্ব সৈকত বসু। সভায় সঞ্জয় সোম, দীপ্তাশ্য যশ এবং সুমন্ত্র মাইতিও এই বিষয়ের বিভিন্ন খুটিনাটি দিকের উপর আলোকপাত করেন।




আজ আলোচনা সভায় যে যে বিষয়গুলি নিয়ে আলোচণা হয়েছে

১) আসামে এন‌আরসি- র উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এতে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের বৈধ নাগরিকত্ব পেয়ে গেছে। পাশাপাশি বিরাট সংখ্যক হিন্দু বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন।
২) সারা ভারতে কেন্দ্র সরকারের নোটিফিকেশন গেজেট প্রযোজ্য হলেও আসামে তা কার্যকর হয়নি। ফলে হিন্দু শরণার্থীরা এই নোটিফিকেশনের সুরক্ষা পায় নি।
৩) আসামে এই নোটিফিকেশন লাগু করে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য সংহতি সুপ্রিম কোর্টে মামলা করবে এব‌ং এন‌আরসি ছুট হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আন্দোলনে নামবে।
৪) প্রথমে নাগরিকত্ব বিল পাশ না করিয়ে পশ্চিমবঙ্গে এন‌আরসি করতে দেওয়া যাবে না।
৫) পশ্চিমবঙ্গে ১৯৫১ সালকে কাট অফ ইয়ার ধরে এন‌আরসি করতে হবে।
৬) ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের পরে যে হিন্দুরা ধর্মীয় আগ্রাসনের শিকার হয়ে অথবা ভয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাদের নাগরিকত্ব দিতে হবে।

Body:কপিConclusion:
Last Updated : Sep 16, 2019, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.