ETV Bharat / state

"ছোটবোন" মমতার অভিযোগ ওড়ালেন "দাদা" ধনকড় - 1996 Jain Hawala case

"আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

Jagdeep Dhankhar
ছবি
author img

By

Published : Jun 28, 2021, 6:50 PM IST

Updated : Jun 28, 2021, 8:46 PM IST

কলকাতা, 28 জুন : "হাওয়ালা-জৈন মামলায় কেউ দোষী প্রমাণিত হননি । আপনাদের রাজ্যপালের বিরুদ্ধে কোনও চার্জশিট ছিল না । ভুল তথ্য দেওয়া হচ্ছে । এটা আমি আশা করিনি । আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজভবন থেকে সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, "অজিত পাঁজার নাম ছিল হাওয়ালার চার্জশিটে । যশোবন্ত সিংহের নামও ছিল । কিন্তু আপনাদের রাজ্যপালের নাম ছিল না । আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই ।" পরে অবশ্য রাজ্যপাল এও জানিয়ে দেন, দু'জনের চার্জশিটে নাম থাকলেও কারও বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি । দুজনেই পরে অভিযোগ-মুক্ত হন ।

কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে প্রতি আক্রমণ শানিয়ে বলেন, "আমি ছোটদের হাতমোজা পরে থাকার জন্য রাজ্যপাল হইনি । আমি একমাত্র ভারতের সংবিধানের সামনেই মাথা নত করব । আর কারও সামনে মাথা নোয়াব না ।"

আরও পড়ুন : হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে দাবি করেছিলেন, 1996 সালের হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল জগদীপ ধনকড়ের ৷ সেই মন্তব্যের প্রেক্ষিতে আজ রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী আমার ছোট বোনের মতো । তিনি যেগুলি বলেছেন, তা মিথ্যা -- এটা আমি বলতে চাই না । কিন্তু তাঁর কথার মধ্যে কোনও সত্যতা ছিল না ।"

কলকাতা, 28 জুন : "হাওয়ালা-জৈন মামলায় কেউ দোষী প্রমাণিত হননি । আপনাদের রাজ্যপালের বিরুদ্ধে কোনও চার্জশিট ছিল না । ভুল তথ্য দেওয়া হচ্ছে । এটা আমি আশা করিনি । আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ।" সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

রাজভবন থেকে সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, "অজিত পাঁজার নাম ছিল হাওয়ালার চার্জশিটে । যশোবন্ত সিংহের নামও ছিল । কিন্তু আপনাদের রাজ্যপালের নাম ছিল না । আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই ।" পরে অবশ্য রাজ্যপাল এও জানিয়ে দেন, দু'জনের চার্জশিটে নাম থাকলেও কারও বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি । দুজনেই পরে অভিযোগ-মুক্ত হন ।

কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে প্রতি আক্রমণ শানিয়ে বলেন, "আমি ছোটদের হাতমোজা পরে থাকার জন্য রাজ্যপাল হইনি । আমি একমাত্র ভারতের সংবিধানের সামনেই মাথা নত করব । আর কারও সামনে মাথা নোয়াব না ।"

আরও পড়ুন : হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে দাবি করেছিলেন, 1996 সালের হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল জগদীপ ধনকড়ের ৷ সেই মন্তব্যের প্রেক্ষিতে আজ রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী আমার ছোট বোনের মতো । তিনি যেগুলি বলেছেন, তা মিথ্যা -- এটা আমি বলতে চাই না । কিন্তু তাঁর কথার মধ্যে কোনও সত্যতা ছিল না ।"

Last Updated : Jun 28, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.