কলকাতা, 14 জুলাই: জয় করেও, ভয় গেল না ৷ পঞ্চায়েত ভোটের সম্পূর্ণ ফল প্রকাশিত হলেও, কাঁটা বিঁধে রইল প্রার্থীদের গলায় ৷ আপাতত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কোনও প্রার্থী জয়ী হলেও, তাঁকে জয়ী বলে গণ্য করা হবে না। রাজ্যের সব জেলাশাসক এবং পুলিশ সুপারদের এই মর্মে চিঠি পাঠিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটে তো বটেই বিরোধীদের অভিযোগ ছিল, গণনাতেও ব্যাপক কারচুপি হয়েছে ৷ বিভিন্ন জেলায় রাস্তায় ব্যালট পেপার গড়াগড়ি খেতেও দেখা গিয়েছে ৷ আর সেই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ এরপরই বিরোধীদের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত কোনও প্রার্থীকেই জয়ী বলা যাবে না ৷ আদালতের সেই নির্দেশের উপর ভিত্তি করেই রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে ৷
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তার পরবর্তী শুনানি আগামী 20 জুলাই অর্থাৎ বৃস্পতিবার। কমিশন জানিয়েছে, ততদিন পর্যন্ত কোনও প্রার্থীকেই জয়ী বলে ঘোষণা করা যাবে না ৷ আর এই নির্দেশ মানতে হবে সকলকেই। আর বিষয়টি সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীকে অবগত করতে হবে বলেও জেলা প্রশাসনকে নির্দেশে জানিয়েছে কমিশন। আদালতের নির্দেশের পরই প্রার্থীদের জয়ী ঘোষণার বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টে সন্তুষ্ট নন রাজ্যপাল
মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনের দিন এবং তারপরও রাজ্যে সন্ত্রাস, অশান্তি অব্যাহত রয়েছে বলেই অভিযোগ। এমনকী গণনার পরও মৃত্যুর ঘটনা ঘটছে প্রায় প্রতি নিয়তই ৷ শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন রাজনৈতিক দলের কর্মী এমনকী প্রার্থীরও মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে, বিরোধীদের উপর লাগাতার অত্যাচার চলছে বলেও অভিযওগ উঠেছে ৷ এই পরিস্থিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানাম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের জয় নির্ভর করবে রিট পিটিশনের চূড়ান্ত রায়ে উপর।