ETV Bharat / state

নগরপালের নির্দেশই সার, দুই মৃত্যুতেও হুঁশ ফিরল না শহরের

কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দু'জনের । তবুও হুঁশ ফেরেনি মানুষের ।

কলকাতা
author img

By

Published : Oct 29, 2019, 8:21 AM IST

Updated : Oct 29, 2019, 10:34 AM IST

কলকাতা, 29 অক্টোবর : দীপাবলির দিন বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । শব্দবাজি না ফাটানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর মাত্রা ছাড়ায় বাজির তাণ্ডব । মৃত্যু হয় দু'জনের । তারপর গতকাল ফের বিষয়টি কড়া হাতে দমন করার নির্দেশ দেন নগরপাল । কিন্তু কোথায় কি । কলকাতা থাকল কলকাতাতেই । এক শ্রেণির মানুষ দেদার ফাটালেন শব্দবাজি । প্রায় বিনা বাধায় । অবলীলায় ।

কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দু'জনের । বেহালার বরিশায় ঠাকুমার সঙ্গে রাস্তায় বেরিয়ে প্রাণ গেছে শিশুর । না সে বাজি ফাটাচ্ছিল না । তুবড়ি ফাটাচ্ছিল অন্য কেউ । হঠাৎই একটি তুবড়ি ফেটে যায় । তার খোল গিয়ে বিঁধে যায় পাঁচ বছরের আদি দাসের গলায় । মৃত্যু হয় তার । ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ফোন করেন নগরপালকে । বিদ্যাসাগর হাসপাতালে যান অনুজ শর্মা । তুবড়ির খোলেই প্রাণ যায় কসবার দীপকুমার কোলের । এক্ষেত্রেও তুবড়ি ফেটে গিয়ে খোলের টুকরো বিঁধে যায় গলায় ।

দেখুন ভিডিয়ো

দুই মৃত‍্যুর এমন ঘটনার পরও শিক্ষা নেয়নি শহর । 758 জনকে গ্রেপ্তারের পরও হুঁশ ফেরেনি কারও । গতকালও 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানোর নিয়মের তোয়াক্কা না করে সন্ধ্যা থেকেই পুড়ল অসংখ্য নিষিদ্ধ বাজি ।

কলকাতা, 29 অক্টোবর : দীপাবলির দিন বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । শব্দবাজি না ফাটানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর মাত্রা ছাড়ায় বাজির তাণ্ডব । মৃত্যু হয় দু'জনের । তারপর গতকাল ফের বিষয়টি কড়া হাতে দমন করার নির্দেশ দেন নগরপাল । কিন্তু কোথায় কি । কলকাতা থাকল কলকাতাতেই । এক শ্রেণির মানুষ দেদার ফাটালেন শব্দবাজি । প্রায় বিনা বাধায় । অবলীলায় ।

কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দু'জনের । বেহালার বরিশায় ঠাকুমার সঙ্গে রাস্তায় বেরিয়ে প্রাণ গেছে শিশুর । না সে বাজি ফাটাচ্ছিল না । তুবড়ি ফাটাচ্ছিল অন্য কেউ । হঠাৎই একটি তুবড়ি ফেটে যায় । তার খোল গিয়ে বিঁধে যায় পাঁচ বছরের আদি দাসের গলায় । মৃত্যু হয় তার । ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ফোন করেন নগরপালকে । বিদ্যাসাগর হাসপাতালে যান অনুজ শর্মা । তুবড়ির খোলেই প্রাণ যায় কসবার দীপকুমার কোলের । এক্ষেত্রেও তুবড়ি ফেটে গিয়ে খোলের টুকরো বিঁধে যায় গলায় ।

দেখুন ভিডিয়ো

দুই মৃত‍্যুর এমন ঘটনার পরও শিক্ষা নেয়নি শহর । 758 জনকে গ্রেপ্তারের পরও হুঁশ ফেরেনি কারও । গতকালও 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানোর নিয়মের তোয়াক্কা না করে সন্ধ্যা থেকেই পুড়ল অসংখ্য নিষিদ্ধ বাজি ।

Intro:কলকাতা, 29 অক্টোবর: নির্দেশে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। কালী পূজা এবং দীপাবলীর সন্ধ্যায় শব্দ তাণ্ডবের জেরে অনুজের নির্দেশ ছিল, কড়া হাতে দমন করতে হবে শব্দবাজির ব্যবহার। কিন্তু কোথায় কি! কলকাতা থাকল কলকাতাতেই। এক শ্রেনীর নাগরিক দেদার ফাটালেন শব্দবাজি। প্রায় বিনা বাধায়। অবলীলায়।



Body:নজিরবিহীন ঘটনা। কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দুজনের। বেহালার বরিষায় ঠাকুমার সঙ্গে রাস্তায় বেরিয়ে প্রাণ গেছে শিশুর। না সে বাজি ফাটাচ্ছিল না। তুবড়ি পোড়াচ্ছিল অন্য কেউ। হঠাৎই একটি তুবড়ি ফেটে যায়। তার খোল গিয়ে বিঁধে যায় পাঁচ বছরের আদি দাসের গলায়। মুহূর্তে ঠাকুমার গায়ের উপর ঢলে পড়ে সে। গলা দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসে রক্তস্রোত। তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুঃখজনক এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ফোন করেন কলকাতার নগরপালকে। বিদ্যাসাগর হাসপাতালে ছুটে যান অনুজ শর্মা। অন্যদিকে কসবার উত্তর পাড়ায় নিজেই তুবড়ি পোড়াচ্ছিলেন দীপ কুমার কোলে। বয়স 40। এক্ষেত্রেও তুবড়ি ফেটে গিয়ে খোলের টুকরো বিঁধে যায় গলায়। মৃত্যু হয় দীপ কুমারের। ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।


Conclusion:দুই মৃত‍্যুর এমন ঘটনার পরেও শিক্ষা নেয়নি শহর। শিক্ষা নেয়নি গতরাতে নিষিদ্ধ বাজি পোড়ানোর দায়ে 758 জনকে গ্রেপ্তারের পরেও। আজও আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানোর নিয়মের তোয়াক্কা না করে সন্ধ্যা থেকেই পরল অসংখ্য নিষিদ্ধ বাজি। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও কলকাতার অলিতে গলিতে ফাটছে শব্দবাজি। শব্দ দৈত্যের তাণ্ডবে ওষ্ঠাগত প্রাণ নাগরিক সমাজের। অথচ লালবাজারের তরফে নিষিদ্ধ শব্দ বাজি না ফাঠানোর জন্য বারংবার অনুরোধ করা হয়েছিল। বিলি করা হয়েছিল লিফলেট। লাগানো হয়েছিল পোস্টার। কোনও কোনও থানা পদযাত্রা করেছিল নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে। কিন্তু তারপরেও এই শহর পাল্টালো না। কালীপুজোর পরবর্তীতেও ফাটলো যথেষ্ট শব্দবাজি।
Last Updated : Oct 29, 2019, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.