ETV Bharat / state

NKDA New Initiative: আত্মহত্যা-দুর্ঘটনা রুখতে বহুতল নির্মাণে বিশেষ নিরাপত্তা বিধি জারি এনকেডিএ'র - নিরাপত্তা বিধি জারি এনকেডিএ কর্তৃপক্ষের

এনকেডিএ নিউটাউনের বাসিন্দাদের জন্য পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিক পরিষেবা প্রদানের জন্য দায়বদ্ধ। তাই আত্মহত্যা, দুর্ঘটনা রুখতে বহুতল নির্মাণে এবার বিশেষ নিরাপত্তা বিধি জারি করল এনকেডিএ কর্তৃপক্ষ ৷

NKDA
বহুতল নির্মাণে বিশেষ নিরাপত্তা বিধি জারি এনকেডিএর
author img

By

Published : Jun 25, 2023, 9:00 AM IST

কলকাতা, 25 জুন: নগরায়নের চাকা তীব্র গতিতে ঘুরছে নিউটাউন উপনগরীতে। বিদ্যুৎ গতিতে বাড়ছে আকাশছোঁয়া বহুতলের সংখ্যাও। ফলে প্রায়ই দেখা যাচ্ছে সেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি বা কেউ এই বহুতলকেই বেছে নিচ্ছে আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে। এই ঘটনার জেরে মাথা ব্যথা বাড়ছে পুলিশ প্রশাসনের। তাই আত্মহত্যা ও দুর্ঘটনা দুই রুখতেই এবার বহুতল নির্মাণে বিশেষ নিরাপত্তাবিধি জারি করল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ (‌‌এনকেডিএ)‌।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতীতে সুন্দর নকশাকাটা বহুতলের ব্যালকনির গ্রিল বা খোলা কাঁচের জানালা থাকায় শিশু পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে। আবার অনেকেই আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে এই খোলা জানালা বা ব্যালকনি বেছে নিয়েছে। তাই নয়া নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে বাড়ির শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে বহুতলের জানালা, বারান্দা এবং সিঁড়িতে গ্রিল লাগাতে হবে। গ্রিল লাগানোর সময় তার নকশার বিষয়ে সতর্ক হতে হবে আবাসিকদের। আড়াআড়ি নকশার গ্রিল বর্জন করতে হবে। কারণ আড়াআড়ি নকশার গ্রিল শিশুরা খুব সহজেই চড়তে পারবে। আর সেই গ্রিল চড়ে উঠে নীচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নিউটাউনে এই ধরনের দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। শুধু ব্যালকনি বা জানালা নয় নজর দেওয়া হয়েছে সিঁড়ির গ্রিলের দিকেও। নির্দেশিকায় বলা হয়েছে, নির্মাণকারী সংস্থা এবং বাসিন্দাদের সতর্ক হতে হবে এই বিষয়ে। সিঁড়িতে এমন গ্রিল লাগাতে হবে, যেটা শিশুরা চড়তে না-পারে।
পর্যদের এক কর্তার কথায়, "যদি স্মার্ট সিটির নাগরিকরা সচেতনভাবে এগিয়ে আসেন, নির্মাণ সংস্থাও সচেতন হয়, বিকল্প নকশা ভাবেন তাহলে বহুতলের বারান্দা থেকে পড়ে মৃত্যু কিংবা দুর্ঘটনা এড়ানো যাবে।" উল্লেখ্য, নিউটাউনের বহুতলগুলিতে বেশিরভাগের ফ্রেঞ্চ উইন্ডো। যা দেখতে খুব সুন্দর লাগে। কাচের স্লাইডিং জানালা। যেখান দিয়ে বিশাল আকাশ এবং ঠান্ডা হাওয়া সব সময়ে পাওয়া যায়। তবে সেই খোলা অংশই বিপদ ডেকে আনে।

আরও পড়ুন: ফ্ল্যাট বা বাড়ির সিসি না হলে পজেশন নয়, নয়া আইনের ভাবনা কলকাতা পৌরনিগমের

কলকাতা, 25 জুন: নগরায়নের চাকা তীব্র গতিতে ঘুরছে নিউটাউন উপনগরীতে। বিদ্যুৎ গতিতে বাড়ছে আকাশছোঁয়া বহুতলের সংখ্যাও। ফলে প্রায়ই দেখা যাচ্ছে সেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি বা কেউ এই বহুতলকেই বেছে নিচ্ছে আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে। এই ঘটনার জেরে মাথা ব্যথা বাড়ছে পুলিশ প্রশাসনের। তাই আত্মহত্যা ও দুর্ঘটনা দুই রুখতেই এবার বহুতল নির্মাণে বিশেষ নিরাপত্তাবিধি জারি করল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ (‌‌এনকেডিএ)‌।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতীতে সুন্দর নকশাকাটা বহুতলের ব্যালকনির গ্রিল বা খোলা কাঁচের জানালা থাকায় শিশু পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে। আবার অনেকেই আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে এই খোলা জানালা বা ব্যালকনি বেছে নিয়েছে। তাই নয়া নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে বাড়ির শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে বহুতলের জানালা, বারান্দা এবং সিঁড়িতে গ্রিল লাগাতে হবে। গ্রিল লাগানোর সময় তার নকশার বিষয়ে সতর্ক হতে হবে আবাসিকদের। আড়াআড়ি নকশার গ্রিল বর্জন করতে হবে। কারণ আড়াআড়ি নকশার গ্রিল শিশুরা খুব সহজেই চড়তে পারবে। আর সেই গ্রিল চড়ে উঠে নীচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নিউটাউনে এই ধরনের দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। শুধু ব্যালকনি বা জানালা নয় নজর দেওয়া হয়েছে সিঁড়ির গ্রিলের দিকেও। নির্দেশিকায় বলা হয়েছে, নির্মাণকারী সংস্থা এবং বাসিন্দাদের সতর্ক হতে হবে এই বিষয়ে। সিঁড়িতে এমন গ্রিল লাগাতে হবে, যেটা শিশুরা চড়তে না-পারে।
পর্যদের এক কর্তার কথায়, "যদি স্মার্ট সিটির নাগরিকরা সচেতনভাবে এগিয়ে আসেন, নির্মাণ সংস্থাও সচেতন হয়, বিকল্প নকশা ভাবেন তাহলে বহুতলের বারান্দা থেকে পড়ে মৃত্যু কিংবা দুর্ঘটনা এড়ানো যাবে।" উল্লেখ্য, নিউটাউনের বহুতলগুলিতে বেশিরভাগের ফ্রেঞ্চ উইন্ডো। যা দেখতে খুব সুন্দর লাগে। কাচের স্লাইডিং জানালা। যেখান দিয়ে বিশাল আকাশ এবং ঠান্ডা হাওয়া সব সময়ে পাওয়া যায়। তবে সেই খোলা অংশই বিপদ ডেকে আনে।

আরও পড়ুন: ফ্ল্যাট বা বাড়ির সিসি না হলে পজেশন নয়, নয়া আইনের ভাবনা কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.