ETV Bharat / state

বাড়ি ফিরলেন নির্মলা মিশ্র, আশঙ্কায় চিকিৎসকরা - kolkata

গতকাল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র।

ছবি সৌজন্য: নির্মলা মিশ্র ফ্যান পেজ
author img

By

Published : Mar 2, 2019, 10:10 AM IST

Updated : Mar 2, 2019, 11:32 AM IST

কলকাতা, ২ মার্চ : গতকাল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। তাঁর পেটে ছোটো ছোটো অনেকগুলি আলসার হওয়ায় রক্তক্ষরণ ও রক্তবমি হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ হওয়ায় তাঁকে ছুটি দেওয়া হলেও শারীরিক অবস্থার বিষয়ে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।

গত সোমবার রক্তবমি করছিলেন নির্মলা মিশ্র। এই কারণে ওই দিন তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানে তাঁর এন্ডোসকপি করা হয়। গতকালই তাঁকে নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন কারণে বেশ কয়েকবার শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে‌। গত বেশ কয়েক মাসে একাধিক বার তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, "আগে স্ট্রোক হয়েছিল শিল্পীর। যার কারণে শরীরের একটি সাইড প্যারালাইসিস হয়ে রয়েছে‌। মনে রাখতে হবে, শিল্পীর বয়স ৮০ বছর। কার্ডিয়াক বাইপাস সার্জারি আগেই হয়ে গেছে। ডায়াবেটিস রয়েছে। উচ্চ রক্তচাপ রয়েছে। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার বিষয়ে আশঙ্কা রয়েছে।"

শুনুন বক্তব্য

কৌশিক চক্রবর্তী বলেন, "পরীক্ষা-নিরীক্ষায় যেটা পাওয়া যায়, শিল্পীর পেট থেকে রক্ত বের হচ্ছিল। পেটে অনেকগুলো ছোটো ছোটো আলসার হয়ে আছে। সেখান থেকে রক্ত বেরিয়েছে। এই রক্তক্ষরণ যেহেতু বন্ধ করা গেছে তাই রক্ত দিতে হয়নি। আয়রন ইনজেকশন দেওয়া হয়েছে, যাতে ধীরে ধীরে রক্ত তৈরি হতে পারে। হিমোগ্লোবিন ১০-এর উপরে রয়েছে। মুখে খেতে পারছেন। পেট ব্যথা খুব একটা নেই। এই জন্য আমরা শিল্পীকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছি।"

চিকিৎসক কৌশিক চক্রবর্তী আরো বলেন, "আগের বারের থেকে এবারে একটা পার্থক্য রয়েছে। আমরা ওঁকে বাড়ি পাঠালাম, কারণ ওঁর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, পেটে যে আলসারগুলি হয়েছিল, সেগুলো থেকে রক্তক্ষরণ বেশি হয়েছে। কারণ উনি রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছিলেন। শিল্পী রক্ত তরল রাখার জন্য দু'টি ওষুধ খেতেন। একটি শিল্পীর ব্রেনে রক্ত সঞ্চালন কম হত বলে, দ্বিতীয়টি ওঁর হার্টের বাইপাস সার্জারি হয়েছে বলে।"

একই সঙ্গে তিনি বলেন, "এখন রক্ত তরল রাখার ওষুধ বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। এর ফলে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবনা থেকে গেল। এই অবস্থায় রক্ত তরল রাখার ওষুধ চালিয়ে গেলে, শিল্পীর পেট থেকে আরও রক্তক্ষরণ হতো। সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা ছিল। আপাতত ওনাকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু ভবিষ্যতে ঝুঁকিগুলি আরও বেড়ে গেল। তবে ধীরে ধীরে আলসারগুলি সেরে গেলে রক্ত তরল রাখার ওষুধ আবার শুরু করতেই হবে।"

undefined

কলকাতা, ২ মার্চ : গতকাল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। তাঁর পেটে ছোটো ছোটো অনেকগুলি আলসার হওয়ায় রক্তক্ষরণ ও রক্তবমি হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ হওয়ায় তাঁকে ছুটি দেওয়া হলেও শারীরিক অবস্থার বিষয়ে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।

গত সোমবার রক্তবমি করছিলেন নির্মলা মিশ্র। এই কারণে ওই দিন তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়। সেখানে তাঁর এন্ডোসকপি করা হয়। গতকালই তাঁকে নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয়।

সম্প্রতি বিভিন্ন কারণে বেশ কয়েকবার শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে‌। গত বেশ কয়েক মাসে একাধিক বার তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, "আগে স্ট্রোক হয়েছিল শিল্পীর। যার কারণে শরীরের একটি সাইড প্যারালাইসিস হয়ে রয়েছে‌। মনে রাখতে হবে, শিল্পীর বয়স ৮০ বছর। কার্ডিয়াক বাইপাস সার্জারি আগেই হয়ে গেছে। ডায়াবেটিস রয়েছে। উচ্চ রক্তচাপ রয়েছে। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার বিষয়ে আশঙ্কা রয়েছে।"

শুনুন বক্তব্য

কৌশিক চক্রবর্তী বলেন, "পরীক্ষা-নিরীক্ষায় যেটা পাওয়া যায়, শিল্পীর পেট থেকে রক্ত বের হচ্ছিল। পেটে অনেকগুলো ছোটো ছোটো আলসার হয়ে আছে। সেখান থেকে রক্ত বেরিয়েছে। এই রক্তক্ষরণ যেহেতু বন্ধ করা গেছে তাই রক্ত দিতে হয়নি। আয়রন ইনজেকশন দেওয়া হয়েছে, যাতে ধীরে ধীরে রক্ত তৈরি হতে পারে। হিমোগ্লোবিন ১০-এর উপরে রয়েছে। মুখে খেতে পারছেন। পেট ব্যথা খুব একটা নেই। এই জন্য আমরা শিল্পীকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছি।"

চিকিৎসক কৌশিক চক্রবর্তী আরো বলেন, "আগের বারের থেকে এবারে একটা পার্থক্য রয়েছে। আমরা ওঁকে বাড়ি পাঠালাম, কারণ ওঁর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, পেটে যে আলসারগুলি হয়েছিল, সেগুলো থেকে রক্তক্ষরণ বেশি হয়েছে। কারণ উনি রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছিলেন। শিল্পী রক্ত তরল রাখার জন্য দু'টি ওষুধ খেতেন। একটি শিল্পীর ব্রেনে রক্ত সঞ্চালন কম হত বলে, দ্বিতীয়টি ওঁর হার্টের বাইপাস সার্জারি হয়েছে বলে।"

একই সঙ্গে তিনি বলেন, "এখন রক্ত তরল রাখার ওষুধ বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। এর ফলে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবনা থেকে গেল। এই অবস্থায় রক্ত তরল রাখার ওষুধ চালিয়ে গেলে, শিল্পীর পেট থেকে আরও রক্তক্ষরণ হতো। সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা ছিল। আপাতত ওনাকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু ভবিষ্যতে ঝুঁকিগুলি আরও বেড়ে গেল। তবে ধীরে ধীরে আলসারগুলি সেরে গেলে রক্ত তরল রাখার ওষুধ আবার শুরু করতেই হবে।"

undefined
Intro:কলকাতা, ১ মার্চ: সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর পেটে ছোট ছোট অনেকগুলি আলসার হয়েছে। এগুলি থেকেই রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে তাঁর রক্ত বমি হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ হওয়ায়, শুক্রবার দক্ষিণ কলকাতার বেসরকারি একটি নার্সিংহোম থেকে বাড়িতে ফিরেছেন শিল্পী। তবে, তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।


Body:গত সোমবার রক্তবমি করছিলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র। এই কারণে ওই দিন দক্ষিণ কলকাতার বেসরকারি একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়েছিল। সেখানে গত বুধবার তাঁর এন্ডোসকপি করা হয়। আজ, শুক্রবার এই নার্সিংহোম থেকে শিল্পীকে ছুটি দেওয়া হয়েছে। এই নার্সিংহোমে পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে শিল্পীর চিকিৎসা চলছিল।

এই সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার বিষয়ে এই চিকিৎসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আপাতত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রাখার মতো অবস্থায় নেই। এইজন্য শিল্পীকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "মনে রাখতে হবে, শিল্পীর বয়স ৮০ বছর। আগে কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছে। ডায়াবেটিস রয়েছে। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে। উচ্চ রক্তচাপ রয়েছে।"

সম্প্রতি বিভিন্ন কারণে বেশ কয়েকবার শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে‌। গত বেশ কয়েক মাসে একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগে স্ট্রোক হয়েছে। এর ফলে শিল্পীর শরীরের একটি সাইড প্যারালাইসিস হয়ে রয়েছে‌। এ কথা জানিয়ে কৌশিক চক্রবর্তী বলেন, "প্রেসার রয়েছে, সুগার রয়েছে, স্ট্রোক হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, ৮০ বছরের একজন মানুষ এতগুলো ঝুঁকি নিয়ে রয়েছেন।"

এ বার এই সংগীতশিল্পী ভর্তি হয়েছিলেন রক্তক্ষরণ নিয়ে। তাঁর মুখ দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। এই চিকিৎসক বলেন, "পরীক্ষা-নিরীক্ষায় যেটা পাওয়া যায়, পেট থেকে বের হচ্ছে রক্ত। পেটে অনেকগুলো ছোট ছোট আলসার হয়ে আছে। সেখান থেকে রক্ত বেরিয়েছে। এই রক্তক্ষরণ যেহেতু বন্ধ করা গিয়েছে। রক্ত দিতে হয়নি। আয়রন ইনজেকশন দেওয়া হয়েছে, যাতে ধীরে ধীরে রক্ত তৈরি হতে পারে। হিমোগ্লোবিন ১০-এর উপরে রয়েছে। মুখে খেতে পারছেন। পেট ব্যথা খুব একটা নেই। এই জন্য আজ শুক্রবার আমরা শিল্পীকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছি।"

আগের বারের থেকে এ বারে একটা পার্থক্য রয়েছে। এ কথা জানিয়ে চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, "আমরা ওনাকে বাড়ি পাঠালাম, কারণ ওনার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, পেটে আলসারগুলি হয়েছিল, সেগুলো থেকে রক্তক্ষরণ বেশি হয়েছে। কারণ উনি রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছিলেন।"

রক্ত তরল রাখার ওষুধ কেন দেওয়া হয়েছিল? এই চিকিৎসক বলেন, "রক্ত তরল রাখার জন্য দু'টি ওষুধ দেওয়া হয়েছিল। কারণ ওনার ব্রেনে ইসকেমিক স্ট্রোক হয়েছিল অর্থাৎ, ব্রেনে রক্ত সঞ্চালন কম হতো। দুই নম্বর, ওনার হার্টের বাইপাস সার্জারি হয়েছে। সেখানে যে ধমনী-শিরাগুলি রয়েছে, সে সবেও রক্ত সঞ্চালন কম হয়। রক্ত যাতে ভালোভাবে প্রবাহিত হতে পারে, তার জন্য রক্ত তরল রাখার ওষুধ দেওয়া হয়েছিল। এর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এতটা রক্তক্ষরণ হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "এখন রক্ত তরল রাখার ওষুধ বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। এর ফলে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হওয়ার সমুহ সম্ভাবনা থেকে গেল।"


Conclusion:হার্ট অ্যাটাক বা স্ট্রোক কবে হবে, সেটা জানা নেই‌। কিন্তু এই অবস্থায় রক্ত তরল রাখার ওষুধ চালিয়ে গেলে, শিল্পীর পেট থেকে আরও রক্তক্ষরণ হতো। এ কথা জানিয়ে কৌশিক চক্রবর্তী বলেন, "এ ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা ছিল। আপাতত ওনাকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু ভবিষ্যতে ঝুঁকিগুলি আরও বেড়ে গেল বই কমলো না। আমরা আশঙ্কায় রয়েছি।"

একই সঙ্গে এই চিকিৎসক বলেন, "যদি উনি স্থিতিশীল থেকে আমাদের আরও কিছুটা সময় দেন। ধীরে ধীরে আলসারগুলি সেরে গিয়েছে বলে মনে হয়। তখন রক্ত তরল রাখার ওষুধ আবার শুরু করতেই হবে। না হলে হার্ট অথবা ব্রেন যে কোনও সময় খুব বড় সমস্যা নিয়ে উপস্থিত হবে।"
_____________________
Last Updated : Mar 2, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.