কলকাতা, 6 এপ্রিল : কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে এল নয় নতুন সদস্য (Nine new dog in Kolkata Police Dog Squad) । এই নতুন সদস্যদের গন্ধ শোঁকার জুড়ি মেলা ভার । পুলিশ সূত্রে খবর, দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের (ITBP) কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কলকাতায় পা রেখেছে এই নয় সারমেয় ।
কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের তরফে গত বছরে এই নয় সারমেয়কে কেনা হয়েছিল । তখন এদের প্রত্যেকের বয়স ছিল পাঁচ থেকে ছয় মাস । লালবাজার সূত্রে খবর গত বছরেই ডগ স্কয়ার থেকে ছয় সারমেয় অবসরপ্রাপ্ত হয়েছে । ফলে ঘটনাপ্রবণ এলাকায় গিয়ে গন্ধ শোঁকা এবং অপরাধীকে চিহ্নিতকরণ কাজে লাগানোর জন্য এই নতুন কুকুরদের নিয়ে এল লালবাজার ।
মূলত এদের কাজ হবে খুনের ঘটনাস্থলে গিয়ে আততায়ী কোথা থেকে পালিয়েছে তার ট্র্যাক করা ৷ পাশাপাশি বিস্ফোরক রাখা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক চিহ্নিত করা এবং পুলিশকর্মীদের দৃষ্টি আকর্ষণ করা । লালবাজার সূত্রের খবর, এই নটি সারমেয়র মধ্যে আটটি ল্যাব্রাডার প্রজাতির এবং একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর ।
আরও পড়ুন: telemedicine service in Kolkata: ফোনের ওপারে ডাক্তার, কলকাতায় এবার স্থায়ী টেলিমেডিসিন পরিষেবা