কলকাতা, 10 সেপ্টেম্বর: তাঁরা 'টান স্টোন গ্লোবাল' সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রায় 10টা অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার প্রদান করলেন (NGO Providing Computers to Specially Abled) শনিবার। 'টান স্টোন গ্লোবাল' সংস্থা মূলত সমাজের থেকে পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করে। বহুদিন ধরে বিশেষভাবে সক্ষম মানুষদের (Specially Abled) নিয়ে কাজ তাঁদের। শিক্ষাদানের পাশাপশি তাঁদের সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করেন তাঁরা।
কোভিডের আগে থেকে তাঁরা এই সংস্থার মানুষদের কম্পিউটার প্রশিক্ষণের (Computer Training) ব্যবস্থা করেছিল। কিন্তু তারপর তা বন্ধ হয়ে যায়। তবে ফের ওই ফাউন্ডেশন সংস্থার সহযোগিতায় তারা কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেন। সাই ফাউন্ডেশন তাদের হাতে প্রায় কয়েক লক্ষ টাকা তুলে দেয়। পাশাপাশি বর্তমানে তাদের 40টি ছাত্রছাত্রীর জন্য অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার তুলে দিলেন।
নামজাদা ওই ফাউন্ডেশন সংস্থার চেয়ারম্যান মিস্টার সারেন বলেন, "আমাদের পক্ষ থেকে এখানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বর্তমানে কম্পিউটার ছাড়া কোনও জায়গা চলে না। তাই এই সমস্ত মানুষদের জন্য আমরা এই ভাবনা নিয়েছি।" এর পাশাপাশি ওই স্কুলের প্রধান চিকিৎসক কাঞ্চন গামা বলেন, "আমরা প্রতিটি স্কুল ও কলেজে যাই। সেখানে যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন তাঁদের আমাদের সঙ্গে যুক্ত হতে বলি। বর্তমানে সরকারি থেকে বেসরকারি সব জায়গাতেই কম্পিউটার প্রয়োজন। ফলে আমরা চাই তাঁরা কম্পিউটারেও উন্নত হয়ে যাক। আমাদের প্রতিদিন ক্লাস চলে নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট বেশ কিছু ক্লাস চলে। মোট 40 জন পড়ুয়া রয়েছে বর্তমানে।"
আরও পড়ুন: 100 শতাংশ বিশেষভাবে সক্ষম হয়েও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পুরুলিয়ার সুনীতা