ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা - rain

মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে । সেইসঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এদিকে, জামশেদপুর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । ফলে আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া অফিস ৷

বৃষ্টির সম্ভাবনা
author img

By

Published : Sep 11, 2019, 10:53 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ সেইসঙ্গে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত ৷ আজ একথা জানালেন আলিপুর আবহাওয়াদপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে । সেইসঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এদিকে, জামশেদপুর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । ফলে আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া অফিস ৷

আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও, আগামী 48 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে । তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই ৷ স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় ৷ এছাড়াও, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ সেইসঙ্গে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত ৷ আজ একথা জানালেন আলিপুর আবহাওয়াদপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে । সেইসঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এদিকে, জামশেদপুর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । ফলে আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া অফিস ৷

আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও, আগামী 48 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে । তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই ৷ স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় ৷ এছাড়াও, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Intro:আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর মধ্য প্রদেশ অসংলগ্ন উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা রয়েছে জামশেদপুর দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। সেইসঙ্গে ঊর্ধ্ব আকাশে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে আলিপুর আবহা দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এর ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ডুকছে।ফলে রাজ‍্য জুরে বৃষ্টি চলবে‌।


Body:উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং আগামী 48 ঘণ্টায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর ভাবি বৃষ্টির সতর্কতা জারি করেছে।

দক্ষিণবঙ্গের উপকূলে জেলা গুলো বেশি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে উত্তর 24 পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


Conclusion:কলকাতায় আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.