1)বিধায়কের রহস্যমৃত্যু : BJP-র ডাকা বনধে সুনসান উত্তর দিনাজপুর
হেমতাবাদের BJP বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে BJP-র ডাকে 12 ঘণ্টার বনধ শুরু হয়েছে উত্তরবঙ্গজুড়ে ৷ সকাল থেকেই উত্তর দিনাজপুরের রাস্তা সুনসান, খোলেনি কোনও দোকানপাট ৷ পথে নামেনি বেসরকারি পরিবহনও ৷
2) বিশাখাপটনমের বর্জ্য পরিশোধনের প্ল্যান্টে ভয়াবহ আগুন
শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থানে এসেছে দমকলের 9 টি ইঞ্জিন ৷ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷
3) রাজস্থান সংকটকে পাশ কাটিয়ে নিজের "মন কি বাত" ঘোষণা রাহুলের
টুইট করলেন তিনি ঠিকই ৷ কিন্তু রাজস্থানে চলতে থাকা রাজনৈতিক সংকট নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা গেল না রাহুল গান্ধিকে ৷ অন্তত সরাসরি তো নয়ই ৷
4) গেহলটের সংখ্যাগরিষ্ঠতার দাবি, পালটা বিধায়কদের নিয়ে ভিডিয়ো প্রকাশ পাইলটশিবিরের
অশোক গেহলট শিবির মুখে সংখ্যা গরিষ্ঠতার দাবি করলেও বিধায়কদের একজোট রাখতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে । এরই মধ্যে গেহলটের দুশ্চিন্তা বাড়িয়েছে এক আঞ্চলিক দল । তাদের দুই বিধায়ক নাকি ইতিমধ্যেই কংগ্রেসর উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন ৷ আবার আস্থাভোট হলে ভারতীয় ট্রাইবাল দলের সমর্থন নাও পেতে পারেন গেহলট ।
5) আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন
আজ সকাল আটটায় আলিপুর জজ কোর্টের রেকর্ড রুমে আগুন লাগে ৷ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷
6) পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, রায়গঞ্জে গ্রেপ্তার BJP-র 16 নেতা-কর্মী
জোর করে বনধ পালনের অভিযোগে পুলিশ BJP-র 16 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করল ৷ পাশাপাশি আটটি বাইক আটক করা হয়েছে।
7) রাজ্যে কনটেইনমেন্ট জ়োন বেড়ে 512
রাজ্যে বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার । কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও বেশি এই চার জেলাতেই ৷
8) মৃত অবস্থায় আনা হয়েছিল রোগীদের, দাবি কলকাতা মেডিকেল কর্তৃপক্ষের
সোমবার যে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে, সেই দুই রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল । জানাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷
9) এবছর মোহনবাগান রত্ন গুরুবক্স সিং ও পলাশ নন্দীকে
এবার মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন অলিম্পিয়ান গুরুবক্স সিং ও বাংলার প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী ৷
10) বারবার সুযোগ পেয়েও ব্যর্থ এইসব স্টারকিডরা
বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয় স্টারের ছেলেমেয়েরা ক্যারিয়ার হিসেবে অভিনয়কেই বেছে নেন । আর বেশিরভাগ ক্ষেত্রেই বারবার সুযোগ পাওয়ার পরও তাঁরা বাবা-মায়ের মতো সফল হতে পারেন না । কখনও দর্শকের প্রত্যাশার চাপে হারিয়ে যান, তো কোনও কোনও ক্ষেত্রে অভিনয়ে নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন তাঁরা । তেমনই কয়েকজন তারকাদের দেখে নেওয়া যাক...