ETV Bharat / state

New Visa Information Counter: বাংলাদেশের ভিসা চাই ? তথ্য দেবে কলকাতা স্টেশনের নয়া কেন্দ্র

কলকাতা স্টেশনে (Kolkata Station) চালু হয়ে গিয়েছে বাংলাদেশের ভিসার জন্য নতুন তথ্যকেন্দ্রে এবং অনুসন্ধান কেন্দ্র (Visa Information and Enquiry Counter) ৷ এতে দুই বাংলার যাত্রীরাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ৷

New Visa Information and Enquiry Counter starts at Kolkata Station
ফাইল ছবি
author img

By

Published : Mar 14, 2023, 8:33 PM IST

কলকাতা, 14 মার্চ: বাংলাদেশগামী যাত্রীদের জন্য সুখবর ৷ পড়শি দেশে যাওয়ার জন্য যে ভিসা তৈরি করতে হয়, এবার থেকে তাঁর সিংহভাগ কাজই সেরে ফেলা হবে এক ছাদের তলায় ৷ কারণ, কলকাতা স্টেশনে (Kolkata Station) চালু হয়ে গিয়েছে নয়া ভিসা তথ্যকেন্দ্রে এবং অনুসন্ধান কেন্দ্র (Visa Information and Enquiry Counter) ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এবং দুই দেশের যাত্রীদের যাত্রা সুগম করতে এই নয়া বন্দোবস্ত ৷ এর ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে ৷

কলকাতা স্টেশনের এই তথ্যকেন্দ্র থেকে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পাওয়া যাবে ৷ ভিসা পেতে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে আবেদনপত্র পূরণ করতে হয়, ভিসার জন্য কত টাকা জমা করতে হয় এবং সর্বোপরি ভিসা পেতে গেলে কী কী নথি প্রমাণপত্র হিসাবে পেশ করতে হয়, সেই সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে ৷ এককথায় এটি হল, 'ওয়ান স্টপ কাউন্টার' ৷ এই ভিসা কাউন্টার খুঁজে পেতে যাতে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য কলকাতা স্টেশনের বাংলাদেশের টিকিট কাউন্টারের ঠিক পাশেই এই নয়া তথ্যকেন্দ্র খোলা হয়েছে ৷ সম্প্রতি এই কাউন্টারের উদ্বোধন করেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস ও পূর্ব রেলের শিয়ালদা শাখার আধিকারিকরা ৷

কলকাতা স্টেশন থেকে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস ৷ এই ট্রেন দু'টি বাণিজ্যিকভাবে যেমন সফল, তেমনই জনপ্রিয় ৷ যাত্রীদের মধ্যে এই দু'টি ট্রেনের টিকিটের বিপুল চাহিদা রয়েছে ৷ বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে চিকিৎসার জন্য আসেন ৷ ঠিক একইভাবে কলকাতা থেকেও বহু সংখ্যক যাত্রী নিয়মিত ওপার বাংলায় যাতায়াত করেন ৷ তাই ভিসা পাওয়ার বিষয়টি সরল হলে তাঁদের সুবিধা হয় ৷ এবার তা সম্ভব হবে বলেই দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: নজরে ভারত-বাংলাদেশ বাণিজ্য, মহদিপুর স্থলবন্দর সচল করতে বৈঠক

কলকাতা স্টেশন চত্বরে অবস্থিত এই ভিসা অনুসন্ধান কেন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে ডিইউ ডিজিট্য়াল নামে একটি সংস্থা ৷ বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য রয়েছে দু'টি কেন্দ্র ৷ একটি সল্টলেকের সেক্টর ফাইভে এবং অপরটি রয়েছে শিলিগুড়িতে ৷ সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, এবার থেকে হাই কমিশন ভিসা তৈরি করে পাঠালে তা এই কেন্দ্র থেকেই সংগ্রহ করা যাবে ৷

কলকাতা, 14 মার্চ: বাংলাদেশগামী যাত্রীদের জন্য সুখবর ৷ পড়শি দেশে যাওয়ার জন্য যে ভিসা তৈরি করতে হয়, এবার থেকে তাঁর সিংহভাগ কাজই সেরে ফেলা হবে এক ছাদের তলায় ৷ কারণ, কলকাতা স্টেশনে (Kolkata Station) চালু হয়ে গিয়েছে নয়া ভিসা তথ্যকেন্দ্রে এবং অনুসন্ধান কেন্দ্র (Visa Information and Enquiry Counter) ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এবং দুই দেশের যাত্রীদের যাত্রা সুগম করতে এই নয়া বন্দোবস্ত ৷ এর ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে ৷

কলকাতা স্টেশনের এই তথ্যকেন্দ্র থেকে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পাওয়া যাবে ৷ ভিসা পেতে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে আবেদনপত্র পূরণ করতে হয়, ভিসার জন্য কত টাকা জমা করতে হয় এবং সর্বোপরি ভিসা পেতে গেলে কী কী নথি প্রমাণপত্র হিসাবে পেশ করতে হয়, সেই সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে ৷ এককথায় এটি হল, 'ওয়ান স্টপ কাউন্টার' ৷ এই ভিসা কাউন্টার খুঁজে পেতে যাতে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য কলকাতা স্টেশনের বাংলাদেশের টিকিট কাউন্টারের ঠিক পাশেই এই নয়া তথ্যকেন্দ্র খোলা হয়েছে ৷ সম্প্রতি এই কাউন্টারের উদ্বোধন করেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস ও পূর্ব রেলের শিয়ালদা শাখার আধিকারিকরা ৷

কলকাতা স্টেশন থেকে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা ও কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস ৷ এই ট্রেন দু'টি বাণিজ্যিকভাবে যেমন সফল, তেমনই জনপ্রিয় ৷ যাত্রীদের মধ্যে এই দু'টি ট্রেনের টিকিটের বিপুল চাহিদা রয়েছে ৷ বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে চিকিৎসার জন্য আসেন ৷ ঠিক একইভাবে কলকাতা থেকেও বহু সংখ্যক যাত্রী নিয়মিত ওপার বাংলায় যাতায়াত করেন ৷ তাই ভিসা পাওয়ার বিষয়টি সরল হলে তাঁদের সুবিধা হয় ৷ এবার তা সম্ভব হবে বলেই দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: নজরে ভারত-বাংলাদেশ বাণিজ্য, মহদিপুর স্থলবন্দর সচল করতে বৈঠক

কলকাতা স্টেশন চত্বরে অবস্থিত এই ভিসা অনুসন্ধান কেন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে ডিইউ ডিজিট্য়াল নামে একটি সংস্থা ৷ বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য রয়েছে দু'টি কেন্দ্র ৷ একটি সল্টলেকের সেক্টর ফাইভে এবং অপরটি রয়েছে শিলিগুড়িতে ৷ সংশ্লিষ্ট এক আধিকারিক জানান, এবার থেকে হাই কমিশন ভিসা তৈরি করে পাঠালে তা এই কেন্দ্র থেকেই সংগ্রহ করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.