ETV Bharat / state

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাস - state election commissioner

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন সৌরভ দাস । আগে এই পদে ছিলেন অমরেন্দ্রকুমার সিং । 7 মে অবসর নেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 27, 2019, 7:27 PM IST

কলকাতা, 27 মে : রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন সৌরভ দাস । 7 মে এই পদ থেকে অবসর নেন অমরেন্দ্রকুমার সিং ।

প্রত্যাশিতই ছিল। গতবছর পঞ্চায়েত ভোট মিটতেই তৈরি হয়েছিল সেই সম্ভাবনা। তখনই ছড়িয়ে পড়েছিল খবরটা। শোনা যাচ্ছিল, পঞ্চায়েত দপ্তরের OSD সৌরভ দাস হতে পারেন পরবর্তী নির্বাচন কমিশনার। কিন্তু তখন সেটা হয়নি। এই মাসের 7 তারিখ অবসর নেন রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং। সেদিন Etv Bharat-এ প্রথম প্রকাশিত হয় খবর। পরবর্তী নির্বাচন কমিশনার হতে চলেছেন সৌরভ।

নিয়মানুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনারের পদে কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর থাকতে পারেন। অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। ২০১৮ সালের ৩১ মার্চ অবসর নেন প্রাক্তন IAS সৌরভ। তারপর থেকেই তিনি ওই দপ্তরের OSD হিসেবে কাজ করছিলেন। তাঁকে নিয়োগ করায় ২০২৩ সাল পর্যন্ত কাজ চালাতে পারবেন সৌরভ। গত পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন পঞ্চায়েত সচিব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের সময় সরকারের পক্ষে আইনি জটিলতার বিষয়ে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

1982 ব্যাচের IAS অমরেন্দ্র 2014 সালের মে মাসে ভূমি সংস্কার কমিশনারের পদ থেকে অবসর নেন । সূত্র জানাচ্ছে, তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক হওয়ায় তাঁকে নজিরবিহীন ভাবে ওই পদে আরও এক বছরের বেশি সময় পুনর্নিয়োগ করে রাখা হয় । ২০১৫ সালের অগাস্ট মাসে ওই পদ থেকে অব্যাহতি পান মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ এই অফিসার। সেই সময় তাঁকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিন পৌরসভার নির্বাচনে বিতর্কের জেরে সরে যান তৎকালীন রাজ্যের নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়। তাঁর পরিবর্তে অস্থায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর জায়গায় স্থায়ী দায়িত্ব পান অমরেন্দ্র। গত পঞ্চায়েত নির্বাচনে অমরেন্দ্র ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিরোধী দলগুলি কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল। তাঁকে না কি ধমকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ এক নোটিফিকেশন বাতিল করতে বাধ্য করে শাসক দল।

সূত্রের খবর, সেই সময় আইনি জটিলতা চলাকালীন নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের থেকে নানা বিষয়ে খোঁজখবর নিতেন সৌরভ। নির্বাচন কমিশনার কী কী সুবিধা পান সে বিষয়েও খোঁজখবর নিতেন তিনি । সেই সূত্রেই তখন থেকে ছড়িয়ে পড়ে নানা খবর। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনার করা হল সৌরভ দাসকে ।

কলকাতা, 27 মে : রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন সৌরভ দাস । 7 মে এই পদ থেকে অবসর নেন অমরেন্দ্রকুমার সিং ।

প্রত্যাশিতই ছিল। গতবছর পঞ্চায়েত ভোট মিটতেই তৈরি হয়েছিল সেই সম্ভাবনা। তখনই ছড়িয়ে পড়েছিল খবরটা। শোনা যাচ্ছিল, পঞ্চায়েত দপ্তরের OSD সৌরভ দাস হতে পারেন পরবর্তী নির্বাচন কমিশনার। কিন্তু তখন সেটা হয়নি। এই মাসের 7 তারিখ অবসর নেন রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং। সেদিন Etv Bharat-এ প্রথম প্রকাশিত হয় খবর। পরবর্তী নির্বাচন কমিশনার হতে চলেছেন সৌরভ।

নিয়মানুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনারের পদে কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর থাকতে পারেন। অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। ২০১৮ সালের ৩১ মার্চ অবসর নেন প্রাক্তন IAS সৌরভ। তারপর থেকেই তিনি ওই দপ্তরের OSD হিসেবে কাজ করছিলেন। তাঁকে নিয়োগ করায় ২০২৩ সাল পর্যন্ত কাজ চালাতে পারবেন সৌরভ। গত পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন পঞ্চায়েত সচিব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের সময় সরকারের পক্ষে আইনি জটিলতার বিষয়ে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

1982 ব্যাচের IAS অমরেন্দ্র 2014 সালের মে মাসে ভূমি সংস্কার কমিশনারের পদ থেকে অবসর নেন । সূত্র জানাচ্ছে, তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক হওয়ায় তাঁকে নজিরবিহীন ভাবে ওই পদে আরও এক বছরের বেশি সময় পুনর্নিয়োগ করে রাখা হয় । ২০১৫ সালের অগাস্ট মাসে ওই পদ থেকে অব্যাহতি পান মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ এই অফিসার। সেই সময় তাঁকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিন পৌরসভার নির্বাচনে বিতর্কের জেরে সরে যান তৎকালীন রাজ্যের নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়। তাঁর পরিবর্তে অস্থায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর জায়গায় স্থায়ী দায়িত্ব পান অমরেন্দ্র। গত পঞ্চায়েত নির্বাচনে অমরেন্দ্র ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিরোধী দলগুলি কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল। তাঁকে না কি ধমকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ এক নোটিফিকেশন বাতিল করতে বাধ্য করে শাসক দল।

সূত্রের খবর, সেই সময় আইনি জটিলতা চলাকালীন নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের থেকে নানা বিষয়ে খোঁজখবর নিতেন সৌরভ। নির্বাচন কমিশনার কী কী সুবিধা পান সে বিষয়েও খোঁজখবর নিতেন তিনি । সেই সূত্রেই তখন থেকে ছড়িয়ে পড়ে নানা খবর। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনার করা হল সৌরভ দাসকে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.