ETV Bharat / state

WBBSE New President : দায়িত্বে এসেই পর্ষদকে দুর্নীতিমুক্ত করার বার্তা নয়া সভাপতির - মধ্যশিক্ষা পর্ষদের নয়া সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

সোমবার নয়া দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিক বৈঠক করে পর্ষদকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের নয়া সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়(WBBSE New President)৷

WBBSE
সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের নয়া ও বিদায়ী সভাপতি
author img

By

Published : Jun 27, 2022, 7:17 PM IST

কলকাতা, 27 জুন: সভাপতির দায়িত্বে এসেই পর্ষদকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের নয়া সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (New President of WBBSE Gives Message to the Board to be Free From Corruption)। সোমবার নয়া দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক বৈঠক করেন রামানুজবাবু ও প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । নতুন দায়িত্বে এসেই একাধিক নয়া ভাবনার কথা জানান তিনি । যার মধ্যে অন্যতম পর্ষদকে দুর্নীতিমুক্ত করা ।

শিক্ষক নিয়োগের মামলায় নাম উঠে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের । একাধিকবার তলব করা হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে । পর্ষদের অফিসে হানাও দিয়েছে সিবিআই । আর এর মধ্যেই এলো পর্ষদ সভাপতির অবসরের দিন । বিধানসভায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আইন সংশোধন করে 2017-তে পর্ষদ সভাপতির বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 68 বছর করা হয় । কল্যাণময়বাবুর সেই বয়সসীমা পেরিয়ে গিয়েছে । নিয়ম অনুযায়ী তিনি ওই পদে ছিলেন 2022 সালের 21 জুন পর্যন্ত ।

আরও পড়ুন : জেরার জন্য কল্যাণময়কে বাড়ি থেকে পর্ষদ অফিসে আনল সিবিআই

অন্যদিকে আইন-আদালতে জর্জরিত পর্ষদ । এই বিষয়ে প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "আমি যখন দায়িত্বে আসি তখন 9 লক্ষ পরীক্ষার্থী ছিল । এখন সেটা 11 লক্ষে দাঁড়িয়েছে । আগামিদিনে আরও বাড়বে ।"

শিক্ষক নিয়োগের মামলা প্রসঙ্গে তিনি বলেন, "কেস চলছে । পর্ষদের কাজ শুধু সই করা । খুব শীঘ্রই বিষয়টা স্পষ্ট হবে । দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে মধ্যশিক্ষা পর্ষদ ।" নতুন দায়িত্বে এসে রামানুজ গঙ্গোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ৷ ছাত্র-ছাত্রীদের যে কোনও সমস্যায় পর্ষদ সবসময় পাশে থাকার পাশাপাশি সোমবার তাঁর গলায় শোনা গেল পর্ষদকে দুর্নীতিমুক্ত করার কথা ।

আরও পড়ুন : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

কলকাতা, 27 জুন: সভাপতির দায়িত্বে এসেই পর্ষদকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের নয়া সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (New President of WBBSE Gives Message to the Board to be Free From Corruption)। সোমবার নয়া দায়িত্ব গ্রহণ করে সাংবাদিক বৈঠক করেন রামানুজবাবু ও প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । নতুন দায়িত্বে এসেই একাধিক নয়া ভাবনার কথা জানান তিনি । যার মধ্যে অন্যতম পর্ষদকে দুর্নীতিমুক্ত করা ।

শিক্ষক নিয়োগের মামলায় নাম উঠে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের । একাধিকবার তলব করা হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে । পর্ষদের অফিসে হানাও দিয়েছে সিবিআই । আর এর মধ্যেই এলো পর্ষদ সভাপতির অবসরের দিন । বিধানসভায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আইন সংশোধন করে 2017-তে পর্ষদ সভাপতির বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 68 বছর করা হয় । কল্যাণময়বাবুর সেই বয়সসীমা পেরিয়ে গিয়েছে । নিয়ম অনুযায়ী তিনি ওই পদে ছিলেন 2022 সালের 21 জুন পর্যন্ত ।

আরও পড়ুন : জেরার জন্য কল্যাণময়কে বাড়ি থেকে পর্ষদ অফিসে আনল সিবিআই

অন্যদিকে আইন-আদালতে জর্জরিত পর্ষদ । এই বিষয়ে প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "আমি যখন দায়িত্বে আসি তখন 9 লক্ষ পরীক্ষার্থী ছিল । এখন সেটা 11 লক্ষে দাঁড়িয়েছে । আগামিদিনে আরও বাড়বে ।"

শিক্ষক নিয়োগের মামলা প্রসঙ্গে তিনি বলেন, "কেস চলছে । পর্ষদের কাজ শুধু সই করা । খুব শীঘ্রই বিষয়টা স্পষ্ট হবে । দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে মধ্যশিক্ষা পর্ষদ ।" নতুন দায়িত্বে এসে রামানুজ গঙ্গোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ৷ ছাত্র-ছাত্রীদের যে কোনও সমস্যায় পর্ষদ সবসময় পাশে থাকার পাশাপাশি সোমবার তাঁর গলায় শোনা গেল পর্ষদকে দুর্নীতিমুক্ত করার কথা ।

আরও পড়ুন : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.