ETV Bharat / state

Lalbazar on Cyber Crime: নেট জগতের অপরাধ রুখতে লালবাজারের নয়া হাতিয়ার 'সাইবার সাথী' - new plan of lalbazar to control cyber crime

বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ে চিন্তিত কলকাতা পুলিশ ৷ সাইবার ক্রাইম নিয়ে এবার শহরের স্কুলে সচেতনতা শিবির করার পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police on Cyber Crime) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 23, 2023, 9:48 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন সাইবার ক্রাইমের মোকাবিলাই তাঁর কাছে প্রধান চ্যালেঞ্জ ৷ এর কারণ যতই দিন অতিক্রান্ত হচ্ছে ততোই বাড়ছে সাইবার অপরাধ ৷ অপরাধীরা নিশানা করছে ছাত্র,ছাত্রী-সহ বয়স্কদের । লালবাজারের কর্তারা মনে করছেন, যদি ছাত্র-ছাত্রীদের সাইবার অপরাধ সম্পর্কে ওয়াকিবহাল এবং সাবধান করা যায় তাহলে ভবিষ্যতে কিছুটা হলেও লাগাম টানা যেতে পারে এই অপরাধে (Lalbazar special project on Cyber Crime) ৷

আর এই লক্ষ্যে শহরের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি শুরু করতে চাইছে কলকাতা পুলিশ ৷ এই বিশেষ প্রজেক্ট-এর নাম দেওয়া হয়েছে 'সাইবার সাথী' ৷ এই কর্মসূচিকে মূলত দুটি ভাগে ভাগ করে ভবিষ্যতে বাস্তবায়িত করতে চাইছেন লালবাজারের কর্তারা । পরিকল্পনা অনুযায়ী, শহরের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে সরাসরি ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করবেন স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা ।

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের ভিত্তিতে সপ্তাহে অন্তত দু'দিন একটি নির্দিষ্ট সময়ে স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে সাইবার অপরাধ কী এবং তার কী বৈশিষ্ট্য তা বোঝানো হবে ৷ এই অপরাধ থেকে বাঁচতে কী কী বিষয়ে সচেতন থাকতে হবে পাশাপাশি কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে পরবর্তী পদক্ষেপ করবেন সেই বিষয়েও প্রচার চালানো হবে (awareness on Cyber Crime) ৷

দ্বিতীয় ভাগে শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট স্কুলের কয়েকজন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেছে নিয়ে তাঁদের সাইবার অপরাধ নিয়ে সচেতন থাকতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পুলিশের থেকে সেই বিশেষ প্রশিক্ষণ পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষক বা অশিক্ষক কর্মী তা পড়ুয়া ও অভিভাবকদের বোঝাবেন ৷

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, আবাসনের নীচে উদ্ধার স্কুল পড়ুয়ার দেহ

লালবাজার সূত্রে খবর, এই বিশেষ কর্মসূচি আগামী মাস থেকেই বাস্তবায়িত করার প্রচেষ্টা করা হবে । এর আগে সাইবার অপরাধের কিনারা করতে কলকাতা পুলিশের আওতাধীন প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের এই অপরাধ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ।

কলকাতা, 23 ফেব্রুয়ারি: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন সাইবার ক্রাইমের মোকাবিলাই তাঁর কাছে প্রধান চ্যালেঞ্জ ৷ এর কারণ যতই দিন অতিক্রান্ত হচ্ছে ততোই বাড়ছে সাইবার অপরাধ ৷ অপরাধীরা নিশানা করছে ছাত্র,ছাত্রী-সহ বয়স্কদের । লালবাজারের কর্তারা মনে করছেন, যদি ছাত্র-ছাত্রীদের সাইবার অপরাধ সম্পর্কে ওয়াকিবহাল এবং সাবধান করা যায় তাহলে ভবিষ্যতে কিছুটা হলেও লাগাম টানা যেতে পারে এই অপরাধে (Lalbazar special project on Cyber Crime) ৷

আর এই লক্ষ্যে শহরের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি শুরু করতে চাইছে কলকাতা পুলিশ ৷ এই বিশেষ প্রজেক্ট-এর নাম দেওয়া হয়েছে 'সাইবার সাথী' ৷ এই কর্মসূচিকে মূলত দুটি ভাগে ভাগ করে ভবিষ্যতে বাস্তবায়িত করতে চাইছেন লালবাজারের কর্তারা । পরিকল্পনা অনুযায়ী, শহরের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে সরাসরি ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করবেন স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা ।

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের ভিত্তিতে সপ্তাহে অন্তত দু'দিন একটি নির্দিষ্ট সময়ে স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে সাইবার অপরাধ কী এবং তার কী বৈশিষ্ট্য তা বোঝানো হবে ৷ এই অপরাধ থেকে বাঁচতে কী কী বিষয়ে সচেতন থাকতে হবে পাশাপাশি কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে পরবর্তী পদক্ষেপ করবেন সেই বিষয়েও প্রচার চালানো হবে (awareness on Cyber Crime) ৷

দ্বিতীয় ভাগে শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট স্কুলের কয়েকজন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেছে নিয়ে তাঁদের সাইবার অপরাধ নিয়ে সচেতন থাকতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পুলিশের থেকে সেই বিশেষ প্রশিক্ষণ পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষক বা অশিক্ষক কর্মী তা পড়ুয়া ও অভিভাবকদের বোঝাবেন ৷

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, আবাসনের নীচে উদ্ধার স্কুল পড়ুয়ার দেহ

লালবাজার সূত্রে খবর, এই বিশেষ কর্মসূচি আগামী মাস থেকেই বাস্তবায়িত করার প্রচেষ্টা করা হবে । এর আগে সাইবার অপরাধের কিনারা করতে কলকাতা পুলিশের আওতাধীন প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের এই অপরাধ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.