ETV Bharat / state

Kolkata Police: পানশালার জন্য নয়া নির্দেশিকা, দুর্ঘটনা এড়াতে নেশার মাত্রা পরিমাপের ব্যবস্থা - পুলিশের নগরপাল বিনীত গোয়েল

পানশালায় মদ্য পানের পর দিতে হবে ব্রিদিং অ্যানালাইজারে ফুঁ (New order By kolkata police) ৷ তার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট পানশালাগুলিকেই ৷ ঘোষণা করলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ ৷

Kolkata Police
দুর্ঘটনা এড়াতে নেশার মাত্রা পরিমাপের ব্যবস্থা
author img

By

Published : Jan 7, 2023, 10:58 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: রাজ্যের পানশালা নিয়ে আরও এক নয়া পদক্ষেপ (kolkata police) ৷ এবার পানশালা গুলিতে রাখতে হবে ব্রিদিং অ্য়ানালাইজার ৷ পানশালায় মদ্যপানের পর গ্রাহককে দিতে হবে ব্রিদিং অ্য়ানালাইজার ফুঁ। আর এই ব্রিদিং অ্য়ানালাইজারের যাবতীয় ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট পানশালাগুলোকেই । শনিবার লালবাজারে একটি অনুষ্ঠানে একথাই জানান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।

এই প্রসঙ্গেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দুর্ঘটনা কমানোর জন্য একটি 'সেভ ড্রাইভ সেভ লাইফ' নামে একটি কর্মসূচি গ্রহণ করেছেন । এই কর্মসূচির গ্রহণের পর একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে শহরে পথ দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও কমেছে । মানুষের মধ্যে সচেতনতার পরিমাণও বেড়েছে । কিন্তু বিনা হেলমেটে বাইক চালানো এবং বিশেষ করে মদ্যপান করে গাড়ি চালানোর ফলে শহরে ক্রমাগত দুর্ঘটনা ঘটে চলেছে ।"

আরও পড়ুন: শহরে মহিলা সুরক্ষায় এবার কলকাতা পুলিশের 'হাতিয়ার' বাইক

তাই কলকাতা পুলিশের আওতাধীন সকল পানশালাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যে সেখানকার গ্রাহকদের যেন মদ্যপানের পর অ্যানালাইজার টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় নেশার মাত্রা । এরপরে যদি মদ্যপানের পর গাড়ি চালাতে গিয়ে রাজপথে নেশাগ্রস্ত অবস্থায় নাকা চেকিংয়ে কেউ ধরা পড়েন তবে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ কারণ ব্রিদিং অ্যানালাইজারে ফুঁ-দিলে নেশার মাত্রা বোঝা যাবে ৷ তখনই সংশ্লিষ্ট ব্যক্তি গাড়ি চালাতে পারবেন কি না, তা পানশালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ৷ সেই মর্মে একটি সম্মতিপত্র দেওয়া হবে ৷ তা দেখেও পুলিশ বুঝতে পারবে ওই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন কি না ৷

লালবাজারে একটি অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান, আগের থেকে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গিয়েছে । তবে 'ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ' বন্ধ করতে পুলিশের পাশাপাশি পানশালা গুলোকেও এগিয়ে আসতে হবে (new order by kolkata police to stop road accident) । সকলে মিলে কাজ করলে দুর্ঘটনার হাত থেকে বহু মানুষকে বাঁচানো সম্ভব হবে ৷

কলকাতা, 7 জানুয়ারি: রাজ্যের পানশালা নিয়ে আরও এক নয়া পদক্ষেপ (kolkata police) ৷ এবার পানশালা গুলিতে রাখতে হবে ব্রিদিং অ্য়ানালাইজার ৷ পানশালায় মদ্যপানের পর গ্রাহককে দিতে হবে ব্রিদিং অ্য়ানালাইজার ফুঁ। আর এই ব্রিদিং অ্য়ানালাইজারের যাবতীয় ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট পানশালাগুলোকেই । শনিবার লালবাজারে একটি অনুষ্ঠানে একথাই জানান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।

এই প্রসঙ্গেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দুর্ঘটনা কমানোর জন্য একটি 'সেভ ড্রাইভ সেভ লাইফ' নামে একটি কর্মসূচি গ্রহণ করেছেন । এই কর্মসূচির গ্রহণের পর একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে শহরে পথ দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও কমেছে । মানুষের মধ্যে সচেতনতার পরিমাণও বেড়েছে । কিন্তু বিনা হেলমেটে বাইক চালানো এবং বিশেষ করে মদ্যপান করে গাড়ি চালানোর ফলে শহরে ক্রমাগত দুর্ঘটনা ঘটে চলেছে ।"

আরও পড়ুন: শহরে মহিলা সুরক্ষায় এবার কলকাতা পুলিশের 'হাতিয়ার' বাইক

তাই কলকাতা পুলিশের আওতাধীন সকল পানশালাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যে সেখানকার গ্রাহকদের যেন মদ্যপানের পর অ্যানালাইজার টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় নেশার মাত্রা । এরপরে যদি মদ্যপানের পর গাড়ি চালাতে গিয়ে রাজপথে নেশাগ্রস্ত অবস্থায় নাকা চেকিংয়ে কেউ ধরা পড়েন তবে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ কারণ ব্রিদিং অ্যানালাইজারে ফুঁ-দিলে নেশার মাত্রা বোঝা যাবে ৷ তখনই সংশ্লিষ্ট ব্যক্তি গাড়ি চালাতে পারবেন কি না, তা পানশালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ৷ সেই মর্মে একটি সম্মতিপত্র দেওয়া হবে ৷ তা দেখেও পুলিশ বুঝতে পারবে ওই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন কি না ৷

লালবাজারে একটি অনুষ্ঠানে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান, আগের থেকে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গিয়েছে । তবে 'ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ' বন্ধ করতে পুলিশের পাশাপাশি পানশালা গুলোকেও এগিয়ে আসতে হবে (new order by kolkata police to stop road accident) । সকলে মিলে কাজ করলে দুর্ঘটনার হাত থেকে বহু মানুষকে বাঁচানো সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.