ETV Bharat / state

Sourav : মজার খেলায় মেতেছেন মহারাজ ? ধাঁধাঁ বজায় রেখে অ্যাপ নিয়ে নয়া বার্তা সৌরভের - new App of Sourav Ganguly

বুধবার জানা গিয়েছিল মহারাজ শিক্ষামূলক অ্যাপ আনতে চলেছেন ৷ কিন্তু এখানেও এদিন ধাঁধা বজায় রেখেছেন তিনি ৷ বৃহস্পতিবারই আসছে সৌরভের অ্যাপ (new App of Sourav Ganguly) ৷

app of sourav ganguly
ধাঁধাঁ বজায় রেখে অ্যাপ নিয়ে নয়া বার্তা সৌরভের
author img

By

Published : Jun 2, 2022, 11:37 AM IST

Updated : Jun 2, 2022, 12:39 PM IST

কলকাতা, 2 জুন : যাবতীয় জল্পনা, ধাঁধাঁর উত্তর মিলবে আজই ৷ তাঁর নতুন অ্যাপ আজ, বৃহস্পতিবারই প্রকাশ্যে আনতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে মহারাজ নিজেই জানিয়েছেন, দুপুর 12টায় তিনি তাঁর এই নয়া উদ্যোগ সামনে আনবেন (new message from Sourav Ganguly on his new app) ৷ সৌরভের দাবি, তাঁর এই অ্যাপ ভারতের বাজারে থাকা বর্তমান অ্যাপগুলি থেকে সম্পূর্ণ আলাদা ৷ সৌরভের কথায়, "ভারতে এই ধরনের অ্যাপ এই প্রথম" ৷ তাঁর এই অ্যাপের নাম অবশ্য জানা যায়নি ৷ তবে বুধবার জানা গিয়েছিল মহারাজ শিক্ষামূলক অ্যাপ আনতে চলেছেন ৷ কিন্তু এখানেও এদিন ধাঁধা বজায় রেখেছেন তিনি ৷ লিখেছেন, "নট অ্যান এডুকেশনাল অ্যাপ" ৷

এর আগে, বুধবার একটি টুইট করে সকলকে চমকে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই টুইটে বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে টুইটে কিছু খোলসা না করলেও তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানান বিসিসিআই প্রেসিডেন্ট ৷ জল্পনা ছড়ায় তবে কি ক্রিকেট প্রশাসক পদ ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন সৌরভ !

আরও পড়ুন : বাজারে আনছেন শিক্ষামূলক অ্যাপ, বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা উড়িয়ে জানালেন সৌরভ

তবে সেই জল্পনা উড়িয়ে বুধবারই সৌরভ জানিয়ে দেন তিনি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছেন ৷ বলেন, "ক্রিকেট প্রশাসকের পদ থেকে ইস্তফার কোনও বিযয়ই নেই এতে ৷ সিম্পল টুইট এটা ৷ একটা কমার্শিয়াল এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছি আমি। যেটা আমার নিজস্ব ভেঞ্চার ৷"

কলকাতা, 2 জুন : যাবতীয় জল্পনা, ধাঁধাঁর উত্তর মিলবে আজই ৷ তাঁর নতুন অ্যাপ আজ, বৃহস্পতিবারই প্রকাশ্যে আনতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এদিন এক ইনস্টাগ্রাম পোস্টে মহারাজ নিজেই জানিয়েছেন, দুপুর 12টায় তিনি তাঁর এই নয়া উদ্যোগ সামনে আনবেন (new message from Sourav Ganguly on his new app) ৷ সৌরভের দাবি, তাঁর এই অ্যাপ ভারতের বাজারে থাকা বর্তমান অ্যাপগুলি থেকে সম্পূর্ণ আলাদা ৷ সৌরভের কথায়, "ভারতে এই ধরনের অ্যাপ এই প্রথম" ৷ তাঁর এই অ্যাপের নাম অবশ্য জানা যায়নি ৷ তবে বুধবার জানা গিয়েছিল মহারাজ শিক্ষামূলক অ্যাপ আনতে চলেছেন ৷ কিন্তু এখানেও এদিন ধাঁধা বজায় রেখেছেন তিনি ৷ লিখেছেন, "নট অ্যান এডুকেশনাল অ্যাপ" ৷

এর আগে, বুধবার একটি টুইট করে সকলকে চমকে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই টুইটে বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে টুইটে কিছু খোলসা না করলেও তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানান বিসিসিআই প্রেসিডেন্ট ৷ জল্পনা ছড়ায় তবে কি ক্রিকেট প্রশাসক পদ ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন সৌরভ !

আরও পড়ুন : বাজারে আনছেন শিক্ষামূলক অ্যাপ, বোর্ড প্রধানের পদ ছাড়ার জল্পনা উড়িয়ে জানালেন সৌরভ

তবে সেই জল্পনা উড়িয়ে বুধবারই সৌরভ জানিয়ে দেন তিনি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছেন ৷ বলেন, "ক্রিকেট প্রশাসকের পদ থেকে ইস্তফার কোনও বিযয়ই নেই এতে ৷ সিম্পল টুইট এটা ৷ একটা কমার্শিয়াল এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছি আমি। যেটা আমার নিজস্ব ভেঞ্চার ৷"

Last Updated : Jun 2, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.