ETV Bharat / state

এবার 100 ডায়াল করলেই হাজির হবে পুলিশ, লালবাজারে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি

কলকাতা, 30 অগাস্ট : কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর পুলিশ । এবার যে কোনও ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল । এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার । গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

kolkata police
author img

By

Published : Aug 30, 2019, 10:47 AM IST

কলকাতা, 30 অগাস্ট : কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর পুলিশ । এবার যে কোনও ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল । এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার । গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

আরও পড়ুন : শহরবাসীর সুরক্ষায় নতুন PCR ভ্যান

ইদানিং, কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোনের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই । বহু নাগরিক 100 ডায়ালে ফোন করে জানাচ্ছেন নিজের অসুবিধার কথা । তাদের কথা শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্প্রতি বাসের মধ্যে এক মা এবং মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে একদল যুবক । তখন মা 100 ডায়ালে ফোন করেন । রাস্তাতেই আটক করা হয় অভিযুক্তদের ।

আবার , গত বুধবার রাতে হঠাৎই 100 ডায়ালে ফোন আসে । এক ব্যক্তি জানান যে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছেন এক মহিলা । দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ । দক্ষিণ 24 পরগনার আমতলা থানা এলাকার ওই মহিলার প্রাণ বাঁচেন । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুলিশ কন্ট্রোল রুমের থেকে ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছতে সময় লেগে যায় । আর সেই জন্য লালবাজারের পুলিশকর্তারা চিন্তাভাবনা শুরু করেন ।

রাস্তায় থাকবে কন্ট্রোল রুমের টিম । সেইমতো সম্প্রতি কেনা হয় 72 টি গাড়ি । সেখানে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ভ্যান বা PCR ভ্যান । গাড়িগুলোতে থাকছে সাইরেন এবং হুটার । এর সঙ্গে থাকবে অত্যাধুনিক ট্যাব । যাতে সব সময় চালু থাকবে GPS । ফলে এই গাড়িগুলোর অবস্থান কোথায় আছে তা পুলিশের কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে । এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে । থাকছে ওয়ারলেস রেডিও ।

লালবাজার সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশের 26 টি RCP পয়েন্ট রয়েছে । সেখানে 24 ঘন্টার জন্য প্রয়োজন 52টি গাড়ি । প্রতিটি গাড়িতে থাকবেন একজন ASI , দু'জন কনস্টেবল । কন্ট্রোল রুম থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে চলে যাবে এই গাড়ি । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, " আমরা আগের RFS গাড়িগুলির সঙ্গে এটি যুক্ত করলাম । যাতে কেউ 100 ডায়াল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় । "

কলকাতা, 30 অগাস্ট : কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর পুলিশ । এবার যে কোনও ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল । এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার । গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

আরও পড়ুন : শহরবাসীর সুরক্ষায় নতুন PCR ভ্যান

ইদানিং, কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোনের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই । বহু নাগরিক 100 ডায়ালে ফোন করে জানাচ্ছেন নিজের অসুবিধার কথা । তাদের কথা শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । সম্প্রতি বাসের মধ্যে এক মা এবং মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে একদল যুবক । তখন মা 100 ডায়ালে ফোন করেন । রাস্তাতেই আটক করা হয় অভিযুক্তদের ।

আবার , গত বুধবার রাতে হঠাৎই 100 ডায়ালে ফোন আসে । এক ব্যক্তি জানান যে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছেন এক মহিলা । দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ । দক্ষিণ 24 পরগনার আমতলা থানা এলাকার ওই মহিলার প্রাণ বাঁচেন । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুলিশ কন্ট্রোল রুমের থেকে ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছতে সময় লেগে যায় । আর সেই জন্য লালবাজারের পুলিশকর্তারা চিন্তাভাবনা শুরু করেন ।

রাস্তায় থাকবে কন্ট্রোল রুমের টিম । সেইমতো সম্প্রতি কেনা হয় 72 টি গাড়ি । সেখানে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ভ্যান বা PCR ভ্যান । গাড়িগুলোতে থাকছে সাইরেন এবং হুটার । এর সঙ্গে থাকবে অত্যাধুনিক ট্যাব । যাতে সব সময় চালু থাকবে GPS । ফলে এই গাড়িগুলোর অবস্থান কোথায় আছে তা পুলিশের কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে । এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে । থাকছে ওয়ারলেস রেডিও ।

লালবাজার সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশের 26 টি RCP পয়েন্ট রয়েছে । সেখানে 24 ঘন্টার জন্য প্রয়োজন 52টি গাড়ি । প্রতিটি গাড়িতে থাকবেন একজন ASI , দু'জন কনস্টেবল । কন্ট্রোল রুম থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থানে চলে যাবে এই গাড়ি । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, " আমরা আগের RFS গাড়িগুলির সঙ্গে এটি যুক্ত করলাম । যাতে কেউ 100 ডায়াল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় । "

Intro:কলকাতা, 29 অগাস্ট: কলকাতাবাসীর সুরক্ষায় আরও বেশি করে তৎপর হলো পুলিশ। এবার যে কোনো ঘটনায় 100 ডায়াল করলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে কলকাতা পুলিশের দল। এর জন্য 58 টি নতুন প্রযুক্তির গাড়ি আনল লালবাজার। আজ গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।



Body:ইদানিং কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে বিপদগ্রস্ত মানুষের ফোনের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই। বহু নাগরিক 100 ডায়ালে ফোন করে জানাচ্ছেন নিজের অসুবিধার কথা। বিপদগ্রস্ত মানুষের কথা শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। সম্প্রতি বাসে মা এবং মেয়ের শ্লীলতাহানীর চেষ্টা করে একদল যুবক। মা 100 ডায়ালে ফোন করেন। রাস্তাতেই বাস আটকে আটক করা হয় অভিযুক্তদের। আবার গত বুধবার রাতে হঠাৎই 100 ডায়ালে ফোন আসে। এক ব্যক্তি জানান ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছেন এক মহিলা। দ্রুত সেই সম্পর্কে ব্যবস্থা নেয় পুলিশ। দক্ষিণ 24 পরগণা আমতলা থানা এলাকার ওই মহিলার প্রাণ বাঁচে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুলিশ কন্ট্রোল রুমের থেকে ফোন পেয়ে সংশ্লিষ্ট থানার ঘটনা স্থানে পৌঁছতে সময় লেগে যায় অনেকটাই। আর তাই লালবাজারের পুলিশকর্তারা চিন্তাভাবনা শুরু করেন। তখনই ঠিক হয় পুলিশের ওয়্যারলেস ব্যবস্থাকে ঢেলে সাজা হবে। রাস্তায় থাকবে কন্ট্রোল রুমের টিম। সেইমতো সম্প্রতি কেনা হয় 72 টি গাড়ি। সেখানে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ভ্যান বা PCR ভ‍্যান। গাড়িগুলোতে থাকছে সাইরেন এবং হুটার। গাড়িতে থাকছে অত্যাধুনিক ট্যাব। যাতে সব সময় চালু থাকবে জিপিএস। তার ফলে এই গাড়িগুলো অবস্থান কোথায় আছে তা পুলিশ কন্ট্রোল রুমে বসেই দেখা যাবে। এই ট‍্যাবের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে। আর ওয়ারলেস রেডিও তো থাকছেই।



Conclusion:লালবাজার সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা পুলিশের 26 টি RCP পয়েন্ট রয়েছে। সেখানে 24 ঘন্টার জন্য প্রয়োজন 52 টি গাড়ি। সঙ্গে রিজার্ভ করা হচ্ছে আরও ছটি গাড়ি। প্রতিটি গাড়িতে থাকবেন একজন এএসআই, দুজন কনস্টেবল। কন্ট্রোলরুম থেকে খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে পৌঁছবে এই গাড়ি। প্রাথমিকভাবে বিপদগ্রস্তকে রক্ষা করবেন তারাই। গাড়িগুলো উদ্বোধন করার পর কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন,“ আমরা আগের RFS গাড়ি গুলির সঙ্গে এটি যুক্ত করলাম। কেউ ১০০ ডায়াল করলে যাতে দ্রুত ব‍্যবস্থা নেওয়া যায়। থানা এলাকা প্রতি এগুলির বিশেষ দায়িত্ব থাকবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.