ETV Bharat / state

Primary Recruitment Scam: 2017 প্রাইমারি টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট, হাইকোর্টে জানাল পর্ষদ - omr sheet of primary recruitment

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে এবার সামনে এল নয়া তথ্য ৷ বুধবার কলকাতা হাইকোর্টে পর্ষদ জানিয়েছে 2017 টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে (OMR Sheet of Primary TET) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2023, 10:06 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: রাজ্যে 2014 প্রাথমিক টেট ও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের মাঝেই এবার উঠে এল নয়া অভিযোগ ৷ এই অভিযোগ 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষাকে ঘিরে ৷ বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে 2017 সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে ৷

পর্ষদের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি নির্দেশ দিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বৈঠকে ওই ওএমআর শিটগুলি নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বৈঠকের নথি বৃহস্পতিবার আদালতে জমা দিতে হবে ৷ একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও সিনিয়র অফিসারকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

2017 সালের ওই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 2021 সালের জানুয়ারি মাসে হয় প্রাইমারি টেট পরীক্ষা । গত বছর জানুয়ারিতে ফল প্রকাশ হয় সেই পরীক্ষার । প্রার্থীদের আরটিআই-এর জবাবে এপ্রিল মাস নাগাদ পর্ষদ ওএমআর সিটের কপিও দেয় । কিন্তু এদিন জানা গেল সেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে (2017 Primary Teacher Recruitment) ৷

আরও পড়ুন: সিবিআই যা করেছে সেটা অন্যায়, কেন তদন্তে দেরি ? ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

এই ঘটনায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের হাত রয়েছে কি না, অথবা দুর্নীতির প্রমাণ আড়াল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ 2017 সালের টেট পরীক্ষা নিয়ে দায়ের হাওয়া এক মামলাযর শুনানি এদিন ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ এর আগে 2014 সালের প্রাথমিক টেটের পাশাপাশি, 2016 সালের এসএসসি নবম ও দশম শ্রেণির পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার অভিযোগও উঠেছিল ৷ এর আগে গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছিল এসএসসি'র নবম ও দশম শ্রেণিতে নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ৷

কলকাতা, 1 ফেব্রুয়ারি: রাজ্যে 2014 প্রাথমিক টেট ও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের মাঝেই এবার উঠে এল নয়া অভিযোগ ৷ এই অভিযোগ 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষাকে ঘিরে ৷ বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে 2017 সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে ৷

পর্ষদের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি নির্দেশ দিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বৈঠকে ওই ওএমআর শিটগুলি নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বৈঠকের নথি বৃহস্পতিবার আদালতে জমা দিতে হবে ৷ একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও সিনিয়র অফিসারকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

2017 সালের ওই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 2021 সালের জানুয়ারি মাসে হয় প্রাইমারি টেট পরীক্ষা । গত বছর জানুয়ারিতে ফল প্রকাশ হয় সেই পরীক্ষার । প্রার্থীদের আরটিআই-এর জবাবে এপ্রিল মাস নাগাদ পর্ষদ ওএমআর সিটের কপিও দেয় । কিন্তু এদিন জানা গেল সেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে (2017 Primary Teacher Recruitment) ৷

আরও পড়ুন: সিবিআই যা করেছে সেটা অন্যায়, কেন তদন্তে দেরি ? ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

এই ঘটনায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের হাত রয়েছে কি না, অথবা দুর্নীতির প্রমাণ আড়াল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ 2017 সালের টেট পরীক্ষা নিয়ে দায়ের হাওয়া এক মামলাযর শুনানি এদিন ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ এর আগে 2014 সালের প্রাথমিক টেটের পাশাপাশি, 2016 সালের এসএসসি নবম ও দশম শ্রেণির পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার অভিযোগও উঠেছিল ৷ এর আগে গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছিল এসএসসি'র নবম ও দশম শ্রেণিতে নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.