কলকাতা, 14 মে : আগামী সপ্তাহ থেকে রাজ্যে চালু হতে পারে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, প্রায় দু'মাস পর আবার রাস্তায় নামতে প্রস্তুত হচ্ছে বেসরকারি বাস সংগঠনগুলি । তাই এবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করা হল । গতকাল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি বাস সংগঠনগুলি ।
বেসরকারি বাসের ক্ষেত্রে তোলা যাবে মোট 20 জন যাত্রী । অন্যদিকে, মিনিবাসের ক্ষেত্রে তোলা যাবে মোট 15 জন যাত্রী । তবে কনটেনমেন্ট জ়োন থেকে যাত্রী তোলা বা নামানো যাবে না । বেসরকারি বাস সংগঠনগুলিকে 15 মে অর্থাৎ আগামীকালের মধ্যে নিজেদের প্রস্তাবিত তালিকা জমা দিতে হবে । সেগুলি দেখেই ভাড়া চূড়ান্ত করা হবে ।
ইতিমধ্যেই গতকাল ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রস্তাবিত ভাড়া ঘোষণা করা হয় । বেসরকারি বাসের ক্ষেত্রে প্রথম স্টেজে ভাড়া বাড়িয়ে 25 টাকা করার প্রস্তাব দেওয়া হয় । পরে তা কমিয়ে 20 টাকা করার প্রস্তাব দেওয়া হয় । এর ফলে সংগঠনগুলির নিজেদের মধ্যেই বিভ্রান্তির তৈরি হচ্ছে ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে প্রস্তাবিত ভাড়া
- 4 কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে 20 টাকা
- 4 থেকে 8 কিলোমিটার পর্যন্ত ভাড়া 25 টাকা
- 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া 30 টাকা
- 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত ভাড়া 35 টাকা
- 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ভাড়া 40 টাকা
এরপর প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে এক টাকা করে । জেলার মধ্যে যে বেসরকারি বাসগুলো চলাচল করবে তার ভাড়া বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে । জেলার ক্ষেত্রে 4 কিলোমিটার পর্যন্ত 15 টাকা ভাড়া রাখার প্রস্তাব দেওয়া হয়েছে । তারপর প্রতি কিলোমিটারে দেড় টাকা করে বাড়ানোর কথা বলা হয়েছে ।
অন্যদিকে, যে সব বেসরকারি বাস দূরপাল্লায় চলবে বা জেলা থেকে শহর ও শহরতলীতে আসবে সেগুলির ক্ষেত্রেও নতুন ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে । 0 থেকে 4 কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে 20 টাকা । তারপর প্রতি কিলোমিটারে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে । এক্সপ্রেস বাসের ক্ষেত্রে ঠিক করা হয়েছে, 6 কিলোমিটার পর্যন্ত 20 টাকা থাকবে । তারপর প্রতি কিলোমিটারে দেড় টাকা করে বাড়ানো হবে । AC বাসগুলির ক্ষেত্রে 6 কিলোমিটার পর্যন্ত 50 টাকা ঠিক হয়েছে । তারপর প্রতি কিলোমিটারে আড়াই টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ।