কলকাতা, 6 এপ্রিল: শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে চলমান সিঁড়ি (new escalator at Shyam bazar metro)। পুরনো এসকেলেটর সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি (Kolkata metro)। প্ল্যাটফর্ম থেকে মেজেনাইন ফ্লোর পর্যন্ত বসানো হল দুটি নতুন এসকেলেটর । যাত্রী সুরক্ষার (Kolkata news) কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে, 20 থেকে 25 বছরের পুরনো এসকেলেটরগুলিকে বদলে তার জায়গায় নতুন এসকেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সেই কাজ । কলকাতা মেট্রোর সবকটি এসকেলেটরই ওটিস নামক একটি সংস্থার তৈরি করা ।
এর আগেও বেশ কয়েকটি স্টেশনের পুরনো এসকেলেটর সরিয়ে তার পরিবর্তে এসেছে আন্তর্জাতিক মানের এসকেলেটর (new escalator commissioned at Shyam bazar metro station)। কলকাতা মেট্রোরেল কর্তৃৃপক্ষ জানিয়েছে যে, এই অত্যাধুনিক ও আন্তর্জতিক মানের এসকেলেটরগুলি অনেক বেশি নিরাপদ । এমনকী এতে বিদ্যুত্ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । সাশ্রয় হবে প্রায় 50 শতাংশ বিদ্যুৎ । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসকেলেটরটির গতি নিয়ন্ত্রিত হয় । বাকি চলমান সিঁড়ির তুলনায় যেহেতু এই এসকেলেটরগুলির পাদানি বেশি চওড়া, তাই শিশু বা প্রবীণদের বেশ সুবিধা হবে । মেট্রো কর্তৃপক্ষের দাবি যে, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এসকেলেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম' ।