কলকাতা, 17 জানুয়ারি: একমাসও হয়নি রাজ্য পুলিশের ডিজি পদে আসীন হয়েছেন রাজীব কুমার। এর মধ্যেই রাজ্য পুলিশের প্রতিটি স্থরকে সাজাতে চাইছেন রাজীব কুমার। রাজ্য পুলিশ সূত্রের খবর, এক সপ্তাহ আগে নয়া ডিজি রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকটি জেলার এসপি, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্যের আইটি স্পেশাল আইজি এবং এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা।
রাজ্য পুলিশের প্রতিটি স্তরকে ভালোভাবে সাজানোর জন্য একগুচ্ছ নির্দেশিকা সেখানে দিয়েছেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। প্রথম নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য পুলিশের প্রতিটি এসপি লাইনে নতুনভাবে তৈরি করতে হবে অত্যাধুনিক ল্যাবরেটরি থেকে শুরু করে ডগ স্কোয়াড বা সারমেয় বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের মতে রাজ্যের কমিশনারেটগুলিতে ডগ স্কোয়াড বা সারমেয় বাহিনী আলাদাভাবে থাকলেও রাজ্যের জেলাস্তরে একাধিক পুলিশ লাইনে এখনও সারমেয় বাহিনী নেই।
সেক্ষেত্রে প্রয়োজন হলে অন্য জেলা থেকে সারমেয় বাহিনী এনে সেই জেলায় কাজকর্ম চালানো হয়। এছাড়াও রাজ্যর বিভিন্ন জেলা পুলিশ লাইনে এমন কিছু বাছাই করা পুলিশ কর্মীদের তৈরি করা হবে, প্রয়োজন পড়লে তাদের প্রশিক্ষণও দেওয়া হবে যারা সাইবার ক্রাইম এবং ফরেনসিক নমুনা সংগ্রহে পারদর্শী হবে। অর্থাৎ কোথাও কোনও ঘটনা ঘটলে চটজলদি সেখানে পুলিশকর্মীরা গিয়ে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে পারবেন এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্তের নতুন করে গতি আসবে।
এছাড়াও প্রত্যেকটি জেলা পুলিশ লাইনে তৈরি করা হবে নতুন করে বম্ব স্কোয়াড ইউনিট। কোনও জায়গায় বোমাতঙ্কের ঘটনা ঘটলে সেখানে সিআইডি থেকে আনা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডের গোয়েন্দাদের। সেক্ষেত্রে বিষয়গুলি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে। বহু আইনি জটিলতা পার করার পর অবশেষে রাজ্য পুলিশের ডিজিপি করা হয়েছে রাজীব কুমারকে।
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "রাজীব কুমার আসার ফলে রাজ্য পুলিশে এতদিন ধরে যে সকল কাজগুলি থমকে ছিল সেগুলিতে নতুন করে জোয়ার আসবে। পাশাপাশি যেহেতু রাজীব কুমার কলকাতা পুলিশের প্রথম দায়িত্ব পেয়ে সাফল্যের সঙ্গে কাজ করেছিলেন, ফলে এক্ষেত্রেও তিনি তাঁর সেই প্রতিভাকে কাজে লাগিয়ে রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের ইউনিটিকেও শক্তিশালী করে তুলবেন।"
আরও পড়ুন: