ETV Bharat / state

হাইকোর্টে মামলা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফর্মে তৃতীয় লিঙ্গের পৃথক স্থান - Calcutta High Court

রূপান্তরকামী হওয়ার কারণে ভরতি হতে পারছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে অভিযোগও করছিলেন রূপান্তরকামী আলিয়া শেখ ৷ অভিযোগকারী আলিয়া শেখ ক্লিনিকাল সাইকোলজিতে MPhil করার আবেদন জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ে । কিন্ত ভর্তির আবেদনপত্রে পুরুষ ও নারীদের আলাদা ক্যাটেগরির কথা লেখা থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য পৃথক কোনো ক্যাটেগরি ছিল না ফর্মে । ফলে তিনি ভর্তি হতে পারছিলেন না । এদিকে আজই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ।

high court
হাইকোর্ট
author img

By

Published : Nov 27, 2019, 6:54 PM IST

কলকাতা, 27 নভেম্বর : রূপান্তরকামী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের M.Phil কোর্সে ভরতিতে সমস্যায় পড়েন এক আবেদনকারী । এই মর্মে কলকাতা হাইকোর্টে অভিযোগও করছিলেন রুপান্তরকামী আলিয়া শেখ ৷ বাড়ি মহেশতলার দক্ষিণ বেলেডাঙা । মামলার প্রেক্ষিতে আজই ভরতির নতুন ফর্ম চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ নতুন এই আবেদনপত্রে পৃথকভাবে তৃতীয় লিঙ্গের উল্লেখ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

অভিযোগকারী আলিয়া শেখ ক্লিনিকাল সাইকোলজিতে MPhil করার আবেদন জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ে । কিন্ত ভর্তির আবেদনপত্রে পুরুষ ও নারীদের ক্যাটেগরির কথা লেখা থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য পৃথক কোনো ক্যাটেগরি ছিল না ফর্মে । ফলে তিনি ভর্তি হতে পারছিলেন না । এদিকে আজই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ।

আলিয়া শেখ দাবি করেছিলেন আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের জন্য পৃথক একটি ক্যাটেগরি করা হোক ৷ পাশাপাশি রূপান্তরকামী হওয়ার জন্য সংরক্ষণের সুযোগও তাঁর পাওয়া উচিত ৷ কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে OBC ক্যাটেগরিতে একটি শূন্যপদ পড়ে রয়েছে । এদিকে সুপ্রিম কোর্ট 2014 সালে একটি মামলার নির্দেশে জানিয়েছিল একজন রূপান্তরকামীকে যতটা সম্ভব সংরক্ষণের সুযোগ দিতে হবে । তাহলে তাঁকে কেন সুযোগ দেওয়া হবে না? এই দাবিতে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলিয়া ৷ এমনই জানালেন আলিয়া শেখের আইনজীবী ইন্দ্রজিৎ দে ও সাগ্নিক মুখার্জি ৷

আরও পড়ুন : "ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি", বললেন রূপান্তরকামী কুসুম

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল । আজ মামলাটি শুনানির জন্য উঠলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি বলেন, "ফর্মে তৃতীয় লিঙ্গের উল্লেখ ছিল না । সেটা আমরা সংশোধন করে দিচ্ছি । তবে তৃতীয় লিঙ্গের কেউ OBC ক্যাটেগরির সুযোগ পাবে কিনা সেটা চূড়ান্ত হয়নি । কারণ এই ব্যাপারে রাজ্য সরকারের কোন সুনির্দিষ্ট আইন নেই । এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের থেকে নির্দেশ নিয়ে তারপর জানানো সম্ভব হবে । " এই বক্তব্য শোনার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী শুক্রবার ধার্য করেন । শুক্রবার বিশ্ববিদ্যালয় জানাবে OBC ক্যাটেগরিতে আলিয়া শেখকে ভর্তি করা যাবে কিনা ।

কলকাতা, 27 নভেম্বর : রূপান্তরকামী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের M.Phil কোর্সে ভরতিতে সমস্যায় পড়েন এক আবেদনকারী । এই মর্মে কলকাতা হাইকোর্টে অভিযোগও করছিলেন রুপান্তরকামী আলিয়া শেখ ৷ বাড়ি মহেশতলার দক্ষিণ বেলেডাঙা । মামলার প্রেক্ষিতে আজই ভরতির নতুন ফর্ম চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ নতুন এই আবেদনপত্রে পৃথকভাবে তৃতীয় লিঙ্গের উল্লেখ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

অভিযোগকারী আলিয়া শেখ ক্লিনিকাল সাইকোলজিতে MPhil করার আবেদন জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ে । কিন্ত ভর্তির আবেদনপত্রে পুরুষ ও নারীদের ক্যাটেগরির কথা লেখা থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য পৃথক কোনো ক্যাটেগরি ছিল না ফর্মে । ফলে তিনি ভর্তি হতে পারছিলেন না । এদিকে আজই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ।

আলিয়া শেখ দাবি করেছিলেন আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের জন্য পৃথক একটি ক্যাটেগরি করা হোক ৷ পাশাপাশি রূপান্তরকামী হওয়ার জন্য সংরক্ষণের সুযোগও তাঁর পাওয়া উচিত ৷ কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে OBC ক্যাটেগরিতে একটি শূন্যপদ পড়ে রয়েছে । এদিকে সুপ্রিম কোর্ট 2014 সালে একটি মামলার নির্দেশে জানিয়েছিল একজন রূপান্তরকামীকে যতটা সম্ভব সংরক্ষণের সুযোগ দিতে হবে । তাহলে তাঁকে কেন সুযোগ দেওয়া হবে না? এই দাবিতে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলিয়া ৷ এমনই জানালেন আলিয়া শেখের আইনজীবী ইন্দ্রজিৎ দে ও সাগ্নিক মুখার্জি ৷

আরও পড়ুন : "ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি", বললেন রূপান্তরকামী কুসুম

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল । আজ মামলাটি শুনানির জন্য উঠলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি বলেন, "ফর্মে তৃতীয় লিঙ্গের উল্লেখ ছিল না । সেটা আমরা সংশোধন করে দিচ্ছি । তবে তৃতীয় লিঙ্গের কেউ OBC ক্যাটেগরির সুযোগ পাবে কিনা সেটা চূড়ান্ত হয়নি । কারণ এই ব্যাপারে রাজ্য সরকারের কোন সুনির্দিষ্ট আইন নেই । এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের থেকে নির্দেশ নিয়ে তারপর জানানো সম্ভব হবে । " এই বক্তব্য শোনার পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী শুক্রবার ধার্য করেন । শুক্রবার বিশ্ববিদ্যালয় জানাবে OBC ক্যাটেগরিতে আলিয়া শেখকে ভর্তি করা যাবে কিনা ।

Intro:রুপান্তরকামী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম ফিলে ভর্তিতে সমস্যার সম্মুখীন এক প্রার্থী Body:মানস নস্কর

রুপান্তরকামী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম ফিলে ভর্তিতে সমস্যার সম্মুখীন এক প্রার্থী

কলকাতা ২৭ নভেম্বর ঃ
রুপান্তরকামী বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম ফিলে ভর্তিতে সমস্যার সম্মুখীন এক প্রার্থী। হাইকোর্টের নির্দেশে এই প্রথম ভর্তির ফর্মে তৃতীয় লিঙ্গের উল্লেখ করা হল।

রুপান্তরকামী আলিয়া শেখ, বাড়ি দক্ষিন বেলেডাঙা মহেশতলা।ক্লিনিকাল সাইকোলজিতে এম.ফিল করার আবেদন জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্ত ভর্তির ফর্মে পুরুষ ও নারীদের ক্যাটেগরির কথা লেখা থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য ফর্মে কোন জায়গা ছিল না।ফলে তিনি ভর্তি হতে পারছিলেন না। এদিকে আজকে ভর্তির শেষ দিন ছিল।আলিয়া শেখ দাবি করেছিলেন ফর্মে তৃতীয় লিঙ্গের জন্য একটা ক্যাটেগরি করা হোক।এবং রুপান্তরকামী হওয়ার জন্যই সংরক্ষণের সুজোগ তার পাওয়া উচিত!কারন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে OBC ক্যাটেগরিতে একটা শুন্যপদ পড়ে রয়েছে। এদিকে সুপ্রিমকোর্ট ২০১৪ সালে একটি মামলার নির্দেশে বলেছে একজন রুপান্তরকামীকে যতটা সম্ভব সংরক্ষণের সুজোগ দিতে হবে।তাহলে তাকে ঐ শুন্যপদে কেন সুজোগ দেওয়া হবে না? এই দাবিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গতকাল বলে জানালেন তার আইনজীবী ইন্দ্রজিৎ দে ও সাগ্নিক মুখার্জি ।বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিংগল বেঞ্চে মামলা দায়ের করেন।

আজ মামলাটি শুনানির জন্য উঠলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি বলেন, "ফর্মটাতে তৃতীয় লিঙ্গের উল্লেখ ছিল না। সেটা আমরা সংশোধন করে দিচ্ছি।তবে তৃতীয় লিঙ্গের কেউ OBCক্যাটেগরির সুজোগ পাবে কিনা সেটা এই মুহুর্তে বলতে পারবো না। কারন এই ব্যাপারে রাজ্য সরকারের কোন সুনির্দিষ্ট আইন নেই।এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের থেকে নির্দেশ নিয়ে তারপর জানানো সম্ভব। "
এই বক্তব্য শোনার পর বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলাটি আবার শুক্রবার শুনবেন বলে জানান।শুক্রবার বিশ্ববিদ্যালয় জানাবে OBC ক্যাটেগরিতে আলিয়া শেখকে ভর্তি করা যাবে কিনা।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.