কলকাতা, 21 মার্চ: কলকাতা, বিধাননগর এবং ব্যরাকপুরে 3 হাজার নতুন অটো পারমিট দেবে রাজ্য পরিবহণ দফতর (new auto routs in kolkata saltlake barrackpore)। নয়া পারমিটে একগুচ্ছ নতুন রুটে চলবে অটো। জনবসতি বৃদ্ধি হওয়ার যানবাহনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে ৷ আর শহরের যে সমস্ত রাস্তায় বাস অথবা অন্যান্য পরিবহণ মাধ্যম পাওয়া যায় না, সেখানে অটো-রিকশা যাত্রীদের জন্য প্রয়োজনীয় পরিবহন মাধ্যম । তাই জন সাধারণের সুবিধার্থে কলকাতা, বিধাননগর এবং ব্যরাকপুর মিলিয়ে 60টি নতুন রুট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর । এছাড়াও আরও 3 হাজার অটোর নতুন পারমিট দেওয়া হবে ।
কিছুদিন আগেই অটো পরিবহনকে নিয়মের মধ্যে আনতে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয় পরিবহণ দফতর । তাই একটি নতুন কমিটিও গঠন করা হয় । মূলত কোন রুটে কতগুলি অটো-রিকশা চলছে বা কোন রুটে আরও কত অটোর প্রয়োজন এই সব জানতে এই নতুন কমিটি গঠন করা হয়েছিল । তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই প্রসঙ্গেই বেলতলা পাবলিক ভেহিক্যাল বিভাগের এক আধিকারিক জানান, যে ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেসব জায়গায় জনবহুল অথচ সেখানে গণ-পরিবহণের তেমন সুবিধা নেই সেই সব জায়গায় নতুন অটো রুট তৈরি করা হচ্ছে । অন্যদিকে যেসমস্ত অটো রুটে যাত্রী সংখ্যা অনেক বেশি অথচ গাড়ির অভাব রয়েছে সেই সব রুটে যাতে আরও বেশি সংখ্যক অটো চলাচল করতে পারে তাই নতুন পারমিট দেওয়া হচ্ছে । তিনি আরও বলেন, "এই মাসের মধ্যেই সরকারি নোটিফিকেশন জারি হয়ে যাবে, তারপর আগামী মাস থেকেই শুরু হবে নতুন পারমিট দেওয়ার কাজ ।"
যে 60টি নতুন রুট করা হয়েছে তার মধ্যে কয়েকটি হল শিবপুর, উল্টোডাঙ্গা, কলকাতা স্টেশন, নর্থ কলকাতার একাধিক জায়গা, বারাসাত এবং ব্যারাকপুর । ঠিক একই ভাবে নর্থ সাউথ মেট্রো পরিষেবা আরও বেড়েছে ৷ তাই ফিডার সিস্টেমের মত করে সেই সব রুটে মেট্রোর যাত্রীদের সুবিধার জন্য অটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন: লেকটাউনে অটো পরিষেবা বন্ধের জেরে চরম ভোগান্তি যাত্রীদের
প্রসঙ্গত, শহর ও শহরতলীর সমস্ত অটোরুটগুলোকে নিয়মের মধ্যে বাঁধতে এবং বেআইনি অটোর উপর রাশ টানতে গত ডিসেম্বর মাসে পরিবহণ দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছিল । এই বৈঠকে অটো সম্পর্কিত বিষয়গুলি নিয়ে একটি 11 জন সদস্যের কমিটি গঠন করা হয় । শহর ও শহরতলীর অটোগুলিকে নিয়ন্ত্রণ করতেই পরিবহণ বিভাগের এই পদক্ষেপ । এছাড়াও 2019 সাল থেকে কোন কোন রুটে কতগুলি অবৈধ অটো চলাচল করছে সেগুলির ইঞ্জিন ও চেসিস নম্বর-সহ উলেখ্য করতে হবে রিপোর্টে ।