ETV Bharat / state

ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি কিন্তু গভর্নমেন্ট শুনিনি, কটাক্ষ মমতার - mamata attacks bjp on formation of maharastra government

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।

মমতা
ছবি
author img

By

Published : Nov 26, 2019, 7:13 PM IST

Updated : Nov 26, 2019, 8:43 PM IST

কলকাতা, 26 নভেম্বর : এবার মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিধানসভা থেকে বেরিয়ে মমতা বলেন, "ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, " ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে ।" মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, "মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন ।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মহারাষ্ট্রে নাটক অব্যাহত । শনিবার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । রাতারাতি কংগ্রেস, NCP ও শিবসেনা জোটকে চমকে দিয়ে সরকার গড়েছিল BJP । কিন্তু তিনদিনের পরই আবার আমূল পরিবর্তন । বিকেলেই পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । শোনা যাচ্ছে সব ঠিক থাকলে কালই মহারাষ্ট্রের মসনদে বসবেন উদ্ধব ঠাকরে ।

আজ বিধানসভা থেকে বেরিয়ে মাস খানেক ধরে চলা এই নাটক ও সরকার গঠনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সমালোচনা করলেন রাজ্যপালের ক্ষমতারও ।

এ বছরের গোড়ায় BJP বিরোধী একাধিক দল নিয়ে জোট গঠনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতার সঙ্গে BJP বিরোধী জোট গঠনের প্রস্তাব নিয়ে একাধিক সময় বাংলায় ছুটে গেছেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াররা । আজ যেভাবে উদ্ধবকে সামনে রেখে কংগ্রেস, NCP জোট গঠন করে BJP কে ধাক্কা দিল । মমতাপন্থী রাজনীতিকরা তাতে তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা খোঁজার চেষ্টা করছে ।

কলকাতা, 26 নভেম্বর : এবার মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিধানসভা থেকে বেরিয়ে মমতা বলেন, "ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, " ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে ।" মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, "মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন ।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মহারাষ্ট্রে নাটক অব্যাহত । শনিবার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । রাতারাতি কংগ্রেস, NCP ও শিবসেনা জোটকে চমকে দিয়ে সরকার গড়েছিল BJP । কিন্তু তিনদিনের পরই আবার আমূল পরিবর্তন । বিকেলেই পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । শোনা যাচ্ছে সব ঠিক থাকলে কালই মহারাষ্ট্রের মসনদে বসবেন উদ্ধব ঠাকরে ।

আজ বিধানসভা থেকে বেরিয়ে মাস খানেক ধরে চলা এই নাটক ও সরকার গঠনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সমালোচনা করলেন রাজ্যপালের ক্ষমতারও ।

এ বছরের গোড়ায় BJP বিরোধী একাধিক দল নিয়ে জোট গঠনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতার সঙ্গে BJP বিরোধী জোট গঠনের প্রস্তাব নিয়ে একাধিক সময় বাংলায় ছুটে গেছেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াররা । আজ যেভাবে উদ্ধবকে সামনে রেখে কংগ্রেস, NCP জোট গঠন করে BJP কে ধাক্কা দিল । মমতাপন্থী রাজনীতিকরা তাতে তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা খোঁজার চেষ্টা করছে ।

Intro:

কলকাতা, ২১ নভেম্বর: আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এই বৈঠকের কথা আজ‌ নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল সন্ধ্যায় তাজ বেঙ্গলে হবে বিশেষ এই বৈঠক।



Body:আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের‌ টেস্ট খেলা। দু'দেশের বিশেষ এই খেলা দেখতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । শেখ হাসিনা এ রাজ্যে আসায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা বার বারই আসুন। আমরা ভারতবর্ষের মানুষ তাঁকে ভালোবাসি। বাংলার মানুষতো ভালবাসিই। আমাদের ভাষা বৈচিত্র সংস্কৃতি শিক্ষা সবই এক। হাসিনার সঙ্গে আমার দুটো প্রোগ্রামে দেখা হবে। দুপুরে দেখা হবে ইডেনে। সন্ধ্যেবেলায় ইডেনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানেও দেখা হবে। তৃতীয় কর্মসূচি আজই ঠিক হয়েছে একটি সৌজন্যমূলক সাক্ষাৎকারের। সেটা তাজ বেঙ্গলে হবে। তারপর আগামীকালই উনি বাংলাদেশে ফিরে যাবেন।Conclusion:
Last Updated : Nov 26, 2019, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.