কলকাতা, 17 জুন : অবশেষে SSKM হাসপাতালে খুলল নিউরো OPD । খুলতেই দেখা গেল রোগীদের লম্বা লাইন । চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় খুশি রোগীরা । কিন্তু উলটো চিত্র দেখা গেল অন্যান্য বিভাগের আউটডোরগুলিতে । সেগুলির হাল রয়েছে একই । সব বন্ধ । দেওয়া হচ্ছে না আউটডোরের টিকিট । ক্রমশই ক্ষোভ আরও বাড়ছে রোগী ও পরিজনদের মধ্যে ।
মহম্মদ মুস্তাকিন। বয়স ষাটের কোঠায় । ভুগছেন স্নায়ু রোগের সমস্যায় । কোমর ও পায়ের বিভিন্ন অংশে তীব্র যন্ত্রণা । এর আগে একদিন এসে ফিরে যেতে হয়েছিল । আজ নিউরো OPD খুলে যাওয়ায় পরিষেবা পেয়ে খুশি তিনি । বলেন, "ডাক্তারবাবু দেখলেন ভালোভাবেই । চিকিৎসা চালু হয়েছে । এটা বেশ ভালো ।"
উলুবেড়িয়া থেকে এসেছেন নবকুমার মণ্ডল । জুন মাসে অজ্ঞান হয়ে গেছিলেন তিনি । তারপর থেকেই SSKM হাসপাতালে চিকিৎসাধীন । আজ আউটডোর খুলতেই লাইনে দেখা গেল তাঁকেও । সুন্দরবন থেকে আসা সালমা বিবিও পেলেন চিকিৎসা । জানালেন, ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসক ।
নিউরো বিভাগের চিকিৎসা চালু হলেও অন্যান্য আউটডোরগুলো আগের মতই বন্ধ । দূরদূরান্ত থেকে মানুষ এসে পড়ে রয়েছেন চিকিৎসা পাওয়ার আশায় । কিন্তু বন্ধ আউটডোর টিকিট কাউন্টারগুলো । সেই কাউন্টারগুলোও খোলার অপেক্ষায় দিন গুনছেন সকলে ।