ETV Bharat / state

অবশেষে SSKM-এ খুলল নিউরো OPD, বন্ধ বাকি আউটডোর পরিষেবা - patient

খুলল SSKM হাসপাতালের নিউরো OPD । ডাক্তার দেখাতে ভিড় রোগীদের । তবে বন্ধ বাকি আউটডোর পরিষেবা ।

SSKM-এ খুলল নিউরো OPD
author img

By

Published : Jun 17, 2019, 3:25 PM IST

Updated : Jun 17, 2019, 3:57 PM IST

কলকাতা, 17 জুন : অবশেষে SSKM হাসপাতালে খুলল নিউরো OPD । খুলতেই দেখা গেল রোগীদের লম্বা লাইন । চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় খুশি রোগীরা । কিন্তু উলটো চিত্র দেখা গেল অন্যান্য বিভাগের আউটডোরগুলিতে । সেগুলির হাল রয়েছে একই । সব বন্ধ । দেওয়া হচ্ছে না আউটডোরের টিকিট । ক্রমশই ক্ষোভ আরও বাড়ছে রোগী ও পরিজনদের মধ্যে ।

মহম্মদ মুস্তাকিন। বয়স ষাটের কোঠায় । ভুগছেন স্নায়ু রোগের সমস্যায় । কোমর ও পায়ের বিভিন্ন অংশে তীব্র যন্ত্রণা । এর আগে একদিন এসে ফিরে যেতে হয়েছিল । আজ নিউরো OPD খুলে যাওয়ায় পরিষেবা পেয়ে খুশি তিনি । বলেন, "ডাক্তারবাবু দেখলেন ভালোভাবেই । চিকিৎসা চালু হয়েছে । এটা বেশ ভালো ।"

উলুবেড়িয়া থেকে এসেছেন নবকুমার মণ্ডল । জুন মাসে অজ্ঞান হয়ে গেছিলেন তিনি । তারপর থেকেই SSKM হাসপাতালে চিকিৎসাধীন । আজ আউটডোর খুলতেই লাইনে দেখা গেল তাঁকেও । সুন্দরবন থেকে আসা সালমা বিবিও পেলেন চিকিৎসা । জানালেন, ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসক ।

দেখুন ভিডিয়ো

নিউরো বিভাগের চিকিৎসা চালু হলেও অন্যান্য আউটডোরগুলো আগের মতই বন্ধ । দূরদূরান্ত থেকে মানুষ এসে পড়ে রয়েছেন চিকিৎসা পাওয়ার আশায় । কিন্তু বন্ধ আউটডোর টিকিট কাউন্টারগুলো । সেই কাউন্টারগুলোও খোলার অপেক্ষায় দিন গুনছেন সকলে ।

কলকাতা, 17 জুন : অবশেষে SSKM হাসপাতালে খুলল নিউরো OPD । খুলতেই দেখা গেল রোগীদের লম্বা লাইন । চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় খুশি রোগীরা । কিন্তু উলটো চিত্র দেখা গেল অন্যান্য বিভাগের আউটডোরগুলিতে । সেগুলির হাল রয়েছে একই । সব বন্ধ । দেওয়া হচ্ছে না আউটডোরের টিকিট । ক্রমশই ক্ষোভ আরও বাড়ছে রোগী ও পরিজনদের মধ্যে ।

মহম্মদ মুস্তাকিন। বয়স ষাটের কোঠায় । ভুগছেন স্নায়ু রোগের সমস্যায় । কোমর ও পায়ের বিভিন্ন অংশে তীব্র যন্ত্রণা । এর আগে একদিন এসে ফিরে যেতে হয়েছিল । আজ নিউরো OPD খুলে যাওয়ায় পরিষেবা পেয়ে খুশি তিনি । বলেন, "ডাক্তারবাবু দেখলেন ভালোভাবেই । চিকিৎসা চালু হয়েছে । এটা বেশ ভালো ।"

উলুবেড়িয়া থেকে এসেছেন নবকুমার মণ্ডল । জুন মাসে অজ্ঞান হয়ে গেছিলেন তিনি । তারপর থেকেই SSKM হাসপাতালে চিকিৎসাধীন । আজ আউটডোর খুলতেই লাইনে দেখা গেল তাঁকেও । সুন্দরবন থেকে আসা সালমা বিবিও পেলেন চিকিৎসা । জানালেন, ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসক ।

দেখুন ভিডিয়ো

নিউরো বিভাগের চিকিৎসা চালু হলেও অন্যান্য আউটডোরগুলো আগের মতই বন্ধ । দূরদূরান্ত থেকে মানুষ এসে পড়ে রয়েছেন চিকিৎসা পাওয়ার আশায় । কিন্তু বন্ধ আউটডোর টিকিট কাউন্টারগুলো । সেই কাউন্টারগুলোও খোলার অপেক্ষায় দিন গুনছেন সকলে ।

Intro:কলকাতা, ১৭ জুন: অবশেষে এসএসকেএম হাসপাতালে খুলল নিউরো ও পি ডি। খুলতেই দেখা গেল রোগীদের লম্বা লাইন। চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় অনেক খুশি রোগীরা। কিন্তু সম্পূর্ণ অন্য চিত্র অন্যান্য বিভাগের আউটডোর গুলিতে। সেই আউটডোর গুলির হাল একই। সব বন্ধ। দেওয়া হচ্ছে না আউটডোরের টিকিট। ক্রমশই ক্ষোভ আরও বাড়ছে চিকিৎসা প্রত্যাশী মানুষের মধ্যে।


Body:মহম্মদ মুস্তাকিন। বয়স ষাটের কোঠায়। ভুগছেন স্নায়ু রোগের সমস্যায়। কোমর পায়ের বিভিন্ন অংশে তীব্র যন্ত্রণা। এর আগে একদিন এসেছিলেন আউটডোরে দেখানোর জন্য। ফিরে যেতে হয়েছিল। আজ নিউরো ওপিডি খুলে যাওয়ায় খুশি। তিনি পরিষেবা পেয়েছেন। বললেন, “ ডাক্তারবাবু দেখলেন ভালোভাবেই। চিকিৎসা চালু হয়েছে। এটা বেশ ভালো।"

উলুবেরিয়া থেকে এসেছিলেন নব কুমার মন্ডল। গত জুন মাসে দশ মিনিট ধরে সেন্সলেস হয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ আউটডোর খুলতেই লাইনে দেখা গেল তাকেও। সুন্দরবন থেকে আসা সালমা বিবিও পেলেন চিকিৎসা। জানিয়ে দিলেন, ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসক।



Conclusion:নিউরো বিভাগের এই ফিল গুড পরিবেশের পাশে অন্যান্য আউটডোর গুলো আগের মতই বন্ধ। দূরদূরান্ত থেকে মানুষ এসে পড়ে রয়েছেন একটু চিকিৎসা পাওয়ার আশায়। কিন্তু আউটডোর টিকিটের জালনা গুলো বন্ধ। বিভিন্ন বিভাগের আউটডোরের মূল গেট বন্ধ। হয়তো সেই কারণেই নিউরো আউটডোরের টিকিট দেওয়া ব্যক্তি ফিসফিসিয়ে বলছিলেন, “ মনে হচ্ছে আমরা খুলে ভুল করে ফেলেছি। এরপর কি হবে জানি না!” কিছুটা ভয়ের আভাস গলায়!
Last Updated : Jun 17, 2019, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.