ETV Bharat / state

ক্ষতিপূরণের 8 লাখ টাকা দিতে হাসপাতালের টালবাহানা, নতুন নির্দেশ কমিশনের - Negligence of giving compensation of patient death case

চিকিৎসায় অবহেলার এই অভিযোগ 2018-র অগাস্টে কমিশনে দায়ের করা হয়। মৃত মহিলার স্বামী অভিযোগ দায়ের করেন কমিশনে‌। অভিযোগের শুনানিও হয়। মামলায় ওই হাসপাতালের খামতি খুঁজে পায় কমিশন।

কলকাতা
কলকাতা
author img

By

Published : Dec 17, 2020, 7:29 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় পার্কস্ট্রিটের‍ বেসরকারি একটি হাসপাতালকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (ডাব্লুবিসিইআরসি)। অথচ, ক্ষতিপূরণের সেই টাকা দেওয়ার ক্ষেত্রে ওই হাসপাতাল কর্তৃপক্ষ টালবাহানা করছিল বলে অভিযোগ। অবশেষে, আটটি কিস্তিতে সেই টাকা দেওয়ার নির্দেশ দিল কমিশন। প্রতিমাসের শেষ দিনে কিস্তির টাকা দিতে হবে। কোনও কিস্তি বাদ পড়লে দিতে হবে 10 শতাংশ সুদ।


ডাব্লুবিসিইআরসি অর্থাৎ রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিভিন্ন অসুস্থতার কারণে কম বয়সি এক মহিলাকে পার্কস্ট্রিটে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। সুস্থ হওয়ার পরে যেদিন হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরবেন, হাসপাতালের ওয়ার্ডের শৌচাগারে তিনি সেদিন মাথা ঘুরে পড়ে যান। সেখানে আধঘণ্টা পড়েছিলেন তিনি। হাসপাতাল খেয়াল রাখেনি‌‌। তাঁকে এর পরে শিফট করা হয় আইসিইউ-তে। মৃত্যু হয় তাঁর । চিকিৎসায় অবহেলার এই অভিযোগ 2018-র অগাস্টে এই কমিশনে দায়ের করা হয়। মৃতার স্বামী অভিযোগ দায়ের করেন কমিশনে‌। অভিযোগের শুনানিও হয়। মামলায় ওই হাসপাতালের খামতি খুঁজে পায় কমিশন। তারপরই ওই হাসপাতালকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন।

কমিশন জানিয়েছে, ওই আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছিল বেসরকারি ওই হাসপাতাল। রোগীর পরিজনদের ডেকে পাঠানো হয় ওই হাসপাতালে। বলা হয়, হাসপাতালের সঙ্গে পরিজনরা একটি চুক্তি করুক। ওই চুক্তি অনুযায়ী কিস্তিতে ক্ষতিপূরণের টাকা দিতে চায় ওই হাসপাতাল। তবে, এই বিষয়ে রাজি হননি পরিজনরা। এর পরে ওই হাসপাতালের তরফে কমিশনে আবেদন জানানো হয়, ওই হাসপাতাল একটি চ‍্যারিটি হাসপাতাল। একসঙ্গে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নেই। তাই কিস্তিতে এই টাকা দেওয়ার জন্য ব‍্যবস্থা করা হোক। কমিশন জানিয়েছে, আগামী 31 ডিসেম্বর থেকে প্রতি মাসের শেষ দিনে আটটি কিস্তিতে ক্ষতিপূরণের এই টাকা দেবে ওই হাসপাতাল।

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে অ্যাম্বুলেন্সে মৃত্যু রোগীর, অভিযোগ তুলে ভাঙচুর


কমিশন আরও জানিয়েছে, ক্ষতিপূরণের ওই আট লাখ টাকা আটটি কিস্তিতে ওই বেসরকারি হাসপাতালকে দিতে হবে। একটি কিস্তি যদি বাদ পড়ে, তা হলে বাকি যে টাকা থাকবে, সেই টাকার উপর 10 শতাংশ সুদ সহ পুরো টাকা দিতে হবে।

কলকাতা, 17 ডিসেম্বর : চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় পার্কস্ট্রিটের‍ বেসরকারি একটি হাসপাতালকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (ডাব্লুবিসিইআরসি)। অথচ, ক্ষতিপূরণের সেই টাকা দেওয়ার ক্ষেত্রে ওই হাসপাতাল কর্তৃপক্ষ টালবাহানা করছিল বলে অভিযোগ। অবশেষে, আটটি কিস্তিতে সেই টাকা দেওয়ার নির্দেশ দিল কমিশন। প্রতিমাসের শেষ দিনে কিস্তির টাকা দিতে হবে। কোনও কিস্তি বাদ পড়লে দিতে হবে 10 শতাংশ সুদ।


ডাব্লুবিসিইআরসি অর্থাৎ রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিভিন্ন অসুস্থতার কারণে কম বয়সি এক মহিলাকে পার্কস্ট্রিটে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। সুস্থ হওয়ার পরে যেদিন হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরবেন, হাসপাতালের ওয়ার্ডের শৌচাগারে তিনি সেদিন মাথা ঘুরে পড়ে যান। সেখানে আধঘণ্টা পড়েছিলেন তিনি। হাসপাতাল খেয়াল রাখেনি‌‌। তাঁকে এর পরে শিফট করা হয় আইসিইউ-তে। মৃত্যু হয় তাঁর । চিকিৎসায় অবহেলার এই অভিযোগ 2018-র অগাস্টে এই কমিশনে দায়ের করা হয়। মৃতার স্বামী অভিযোগ দায়ের করেন কমিশনে‌। অভিযোগের শুনানিও হয়। মামলায় ওই হাসপাতালের খামতি খুঁজে পায় কমিশন। তারপরই ওই হাসপাতালকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন।

কমিশন জানিয়েছে, ওই আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছিল বেসরকারি ওই হাসপাতাল। রোগীর পরিজনদের ডেকে পাঠানো হয় ওই হাসপাতালে। বলা হয়, হাসপাতালের সঙ্গে পরিজনরা একটি চুক্তি করুক। ওই চুক্তি অনুযায়ী কিস্তিতে ক্ষতিপূরণের টাকা দিতে চায় ওই হাসপাতাল। তবে, এই বিষয়ে রাজি হননি পরিজনরা। এর পরে ওই হাসপাতালের তরফে কমিশনে আবেদন জানানো হয়, ওই হাসপাতাল একটি চ‍্যারিটি হাসপাতাল। একসঙ্গে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নেই। তাই কিস্তিতে এই টাকা দেওয়ার জন্য ব‍্যবস্থা করা হোক। কমিশন জানিয়েছে, আগামী 31 ডিসেম্বর থেকে প্রতি মাসের শেষ দিনে আটটি কিস্তিতে ক্ষতিপূরণের এই টাকা দেবে ওই হাসপাতাল।

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে অ্যাম্বুলেন্সে মৃত্যু রোগীর, অভিযোগ তুলে ভাঙচুর


কমিশন আরও জানিয়েছে, ক্ষতিপূরণের ওই আট লাখ টাকা আটটি কিস্তিতে ওই বেসরকারি হাসপাতালকে দিতে হবে। একটি কিস্তি যদি বাদ পড়ে, তা হলে বাকি যে টাকা থাকবে, সেই টাকার উপর 10 শতাংশ সুদ সহ পুরো টাকা দিতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.