নয়াদিল্লি, 12 মে: ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় দিঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর থেকে 8টি দল ও 200 জন উদ্ধারকারীকে মোতায়েন করা হল ৷ আইএমডি-র তরফ থেকে জানানো হয়েছে, 14 মে-র মধ্যে ঘূর্ণিঝড় মোকা শক্তি আরও বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ৷ তার আগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে এনডিআরএফের দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট গুরমিন্দর সিং বলেন,"মোকা 12 মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর শক্তি বাড়িয়ে তা 14 মে অর্থাৎ রবিবার অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ তার আগে আমরা 8টি দল মোতায়েন করেছি ৷ এনডিআরএফের 200 জন উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে ৷ এছাড়াও 100 জন উদ্ধারকারীকে তৈরি রাখা হয়েছে ৷"
-
The SCS “Mocha" intensified into a Very Severe Cyclonic Storm, lay centered at 0530 hours IST of 12th May 2023 over Central adjoining Southeast Bay of Bengal near lat 13.2N & long 88.1E, about 520 km west-northwest of Port Blair. pic.twitter.com/RpysOvzvew
— India Meteorological Department (@Indiametdept) May 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The SCS “Mocha" intensified into a Very Severe Cyclonic Storm, lay centered at 0530 hours IST of 12th May 2023 over Central adjoining Southeast Bay of Bengal near lat 13.2N & long 88.1E, about 520 km west-northwest of Port Blair. pic.twitter.com/RpysOvzvew
— India Meteorological Department (@Indiametdept) May 12, 2023The SCS “Mocha" intensified into a Very Severe Cyclonic Storm, lay centered at 0530 hours IST of 12th May 2023 over Central adjoining Southeast Bay of Bengal near lat 13.2N & long 88.1E, about 520 km west-northwest of Port Blair. pic.twitter.com/RpysOvzvew
— India Meteorological Department (@Indiametdept) May 12, 2023
আইএমডির প্রবীণ বিজ্ঞানী সঞ্জীব দ্বিবেদী একটি আপডেট শেয়ার করার সময় জানিয়েছিলেন, ঘূর্ণিঝড়টি হালকাভাবে ফিরে আসবে ৷ 12 মে অর্থাৎ আজ শুক্রবার সন্ধ্যায় এটি মধ্য বঙ্গোপসাগরে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ ঘূর্ণিঝড়টি পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে ৷ 13 মে এটি সর্বোচ্চ তীব্রতা নেবে ৷ তবে বিষয়টি পুরোটাই ক্রমাগত নজরদারির অধীনে রয়েছে বলে জানান তিনি ৷
আজ সকালে আইএমডি জানিয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয়েছে ৷ এই বিষয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ড একটি অফিসিয়াল বিবৃতিও জারি করেছে যে, ঘূর্ণিঝড় মোকার জন্য আইএমডি-র সতর্কতার মধ্যে তাদের ইউনিটগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ৷
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আইএমডি দ্বারা নির্দেশিত ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়ার জন্য আইসিজি প্রস্তুত রয়েছে ৷ আবহাওয়ার প্রতিমুহূর্তের সমস্ত আপডেট মৎস্য ও বেসামরিক প্রশাসনকেও জানানো হয়েছে ৷ বিবৃতিটিও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোকা'র প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি ৷ মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: বঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে চলবে তাপপ্রবাহ