ETV Bharat / state

Sound Pollution: শব্দ দূষণের প্রতিবাদ করে খুন ! পুলিশকে চিঠি সবুজ মঞ্চের - কলকাতার খবর

মালদায় শব্দ দূষণের (Sound Pollution) প্রতিবাদ (Protest) করে খুন হতে হয় (Beating to Death) এক ব্যক্তিকে ৷ সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য়ের শীর্ষ পুলিশকর্তাকে চিঠি পাঠাল পরিবেশপ্রেমী সংগঠন 'সবুজ মঞ্চ' (Sabuj Mancha) ৷

nature lover organization Sabuj Mancha sends letter to Police expresses concern over Sound Pollution
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 7, 2023, 6:56 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: শব্দ দূষণের (Sound Pollution) প্রতিবাদ (Protest) করায় দিনদু'য়েক আগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (Beating to Death) অভিযোগ ওঠে ৷ সূত্রের দাবি, প্রবল জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় মালদার বাসিন্দা আফজল মোমিনকে নৃশংসভাবে খুন করা হয় ! এবার সেই ঘটনার উদাহরণ টেনে দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের শীর্ষ পুলিশকর্তাকে চিঠি পাঠাল পরিবেশপ্রেমী সংগঠন 'সবুজ মঞ্চ' (Sabuj Mancha) ৷ তাদের বক্তব্য, ইংরেজি নববর্ষের আগেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সামগ্রিকভাবে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরও কাজের কাজ কিছু হয়নি ৷ উলটে শব্দ দূষণের প্রতিবাদ করায় এক নাগরিককে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে !

মালদার ঘটনায় হতবাক এবং মর্মাহত পরিবেশবিদরা ৷ তাঁদের এক প্রতিনিধি বলেন, "শব্দের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমাগত আবেদন করা হচ্ছে ৷ কিন্তু কিছুই হচ্ছে না ৷ পুলিশ, প্রশাসন একেবারে উদাসীন ৷ রাজ্যের সর্বত্রই এখন নিয়ম লঙ্ঘনকারীদের দাপাদাপি চলছে ! আমরা বুঝতে পারছি না আইন ও সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করছে না !"

আরও পড়ুন: উৎসবে বাজি-ডিজে নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবেশমন্ত্রী, চিঠি দিচ্ছেন জনপ্রতিনিধিদের

সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, "পশ্চিমবঙ্গে শব্দ শহিদদের তালিকা আবার বাড়ল ৷ ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় মালদা জেলার আফজল মোমিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ তাই, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আবার চিঠি পাঠিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে ৷"

রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে সবুজ মঞ্চের তরফে বলা হয়েছে, আমাদের চিঠিটি পড়ুন ৷ শব্দ দূষণ রোধে আদেশ এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে আপনাকে অনুরোধ করছি ৷ দুর্ভাগ্যবশত আমাদের অভিজ্ঞতা তিক্ত ৷ ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের সময় যথেচ্ছভাবে শব্দবাজি ফাটানো হয়েছে ৷ পিকনিকে ডিজে বাজানোর সময় শব্দসীমার কোনও মাত্রাই মানা হয়নি ৷ এমনকী সাউন্ড লিমিটার না-বসিয়েই সরকারি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ৷

সবথেকে ভয়ের বিষয় হল, যাঁরা শব্দ দূষণের প্রতিবাদ করছেন, তাঁদের জীবন দিয়ে তার মূল্য চোকাতে হচ্ছে ! অনেক সময় প্রতিবাদীকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে ! এই সমস্ত আইনভঙ্গকারীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে সবুজ মঞ্চ ৷

কলকাতা, 7 জানুয়ারি: শব্দ দূষণের (Sound Pollution) প্রতিবাদ (Protest) করায় দিনদু'য়েক আগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (Beating to Death) অভিযোগ ওঠে ৷ সূত্রের দাবি, প্রবল জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় মালদার বাসিন্দা আফজল মোমিনকে নৃশংসভাবে খুন করা হয় ! এবার সেই ঘটনার উদাহরণ টেনে দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের শীর্ষ পুলিশকর্তাকে চিঠি পাঠাল পরিবেশপ্রেমী সংগঠন 'সবুজ মঞ্চ' (Sabuj Mancha) ৷ তাদের বক্তব্য, ইংরেজি নববর্ষের আগেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সামগ্রিকভাবে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তারপরও কাজের কাজ কিছু হয়নি ৷ উলটে শব্দ দূষণের প্রতিবাদ করায় এক নাগরিককে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে !

মালদার ঘটনায় হতবাক এবং মর্মাহত পরিবেশবিদরা ৷ তাঁদের এক প্রতিনিধি বলেন, "শব্দের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমাগত আবেদন করা হচ্ছে ৷ কিন্তু কিছুই হচ্ছে না ৷ পুলিশ, প্রশাসন একেবারে উদাসীন ৷ রাজ্যের সর্বত্রই এখন নিয়ম লঙ্ঘনকারীদের দাপাদাপি চলছে ! আমরা বুঝতে পারছি না আইন ও সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করছে না !"

আরও পড়ুন: উৎসবে বাজি-ডিজে নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবেশমন্ত্রী, চিঠি দিচ্ছেন জনপ্রতিনিধিদের

সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, "পশ্চিমবঙ্গে শব্দ শহিদদের তালিকা আবার বাড়ল ৷ ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় মালদা জেলার আফজল মোমিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ তাই, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আবার চিঠি পাঠিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে ৷"

রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে সবুজ মঞ্চের তরফে বলা হয়েছে, আমাদের চিঠিটি পড়ুন ৷ শব্দ দূষণ রোধে আদেশ এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে আপনাকে অনুরোধ করছি ৷ দুর্ভাগ্যবশত আমাদের অভিজ্ঞতা তিক্ত ৷ ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের সময় যথেচ্ছভাবে শব্দবাজি ফাটানো হয়েছে ৷ পিকনিকে ডিজে বাজানোর সময় শব্দসীমার কোনও মাত্রাই মানা হয়নি ৷ এমনকী সাউন্ড লিমিটার না-বসিয়েই সরকারি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ৷

সবথেকে ভয়ের বিষয় হল, যাঁরা শব্দ দূষণের প্রতিবাদ করছেন, তাঁদের জীবন দিয়ে তার মূল্য চোকাতে হচ্ছে ! অনেক সময় প্রতিবাদীকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে ! এই সমস্ত আইনভঙ্গকারীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে সবুজ মঞ্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.