- উলুবেড়িয়া ল্যাডলো জুট মিলের সামনে বাম-কংগ্রেস ও তৃণমূল ট্রেড ইউনিয়নের জমায়েতে উত্তেজনা । মিলে আসা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায় তৃণমূল ট্রেড ইউনিয়নের সমর্থকরা । তার জেরেই উত্তেজনা ।
লাইভ : জেলা জজকে আদালতে ঢুকতে বাধা বাম-কংগ্রেস সমর্থকদের - ট্রেড ইউনিয়ন ধর্মঘট
11:10 November 26
11:09 November 26
- জলপাইগুড়ি জেলা জজকে আদালতে ঢুকতে বাধা বাম ও কংগ্রেসের সমর্থকদের । পুলিশের সাথে বনধ সমর্থকদের ধস্তাধস্তি ।
11:08 November 26
- বাঙুর অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি ধর্মঘট সমর্থকদের ।
11:07 November 26
- যাদবপুর স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ল বাম ও কংগ্রেসের বনধ সমর্থকরা ।
09:53 November 26
- মধ্যমগ্রামে পুলিশের সামনেই জোরপূর্বক দোকান বন্ধ করানোর অভিযোগ । ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় ।
09:53 November 26
- পূর্ব বর্ধমানের কালনার কাটোয়া এস টিকেকে রোডের পূর্বস্থলী 1 ব্লকের রাস্তা অবরোধ বাম সমর্থকদের । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল ।
09:52 November 26
- হাওড়ার শানপুর ও কোনা এক্সপ্রেসওয়েতে 6 নম্বর জাতীয় সড়ক করল ধর্মঘট সমর্থকরা ।
09:52 November 26
- উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম স্টেশনে চলন্ত ট্রেনে পাথরবৃষ্টি বনধ সমর্থকদের । বনগাঁ-শিয়ালদা শাখার লোকাল ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয় ।
08:43 November 26
- হাওড়ার শানপুর মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল পোড়াল বাম কর্মীরা ।
08:41 November 26
- হাওড়ার শানপুর মোড়ে অভিনব প্রতিবাদ বামপন্থী কর্মী-সমর্থকদের । রাস্তার উপর বসে লুডু খেললেন তারা ।
08:41 November 26
- বাঙুর অ্যাভিনিউতে বামেদের সঙ্গে পুলিশের বচসা ।
08:40 November 26
- নিউটাউনে টায়ার জ্বালিয়ে অবরোধ । লেকটাউনের যশোর রোডে পথ অবরোধ বামেদের । পুলিশের সঙ্গে বচসা ।
08:40 November 26
- ধর্মঘটের সমর্থনে আসানসোলে বামেদের র্যালি । পথে তৃণমূল নেতারাও ।
08:40 November 26
- দুর্গাপুরের সিটি সেন্টারে বাস আটক বনধ সমর্থনকারীদের । পুলিশের সঙ্গে বচসা । বনধ সমর্থনকারীদের অভিযোগ, পেশিশক্তি দিয়ে বনধ ব্যর্থ করতে আসরে নেমেছে পুলিশ ।
08:40 November 26
- ধর্মঘটে সেভাবে সাড়া নেই হাওড়া জেলায় । চালু রয়েছে ফেরি ঘাট । রাস্তায় চলছে সরকারি বাস ।
08:16 November 26
- জলপাইগুড়ি NBSTC বাস ডিপো থেকে হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি বাস চালকরা । ডিপো থেকেই হেলমেট দেওয়া হয়েছে । যদিও বসে কোন যাত্রী নেই । নিরাপত্তার জন্যই এই হেলমেট দেওয়া হয়েছে ।
08:07 November 26
- ধর্মঘটের সমর্থনে ডোমজুড় স্টেশনে অবরোধ । লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল আটকে দেয় CPI(M) কর্মীরা ।
08:06 November 26
- রায়গঞ্জে শুরু হয়েছে বামেদের মিছিল । দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে স্থানীয় উত্তরবঙ্গ পরিবহন নিগমের গেটের বাইরে অবস্থান করেন তারা । জেলা বামফ্রন্ট আহবায়ক অপূর্ব পালের নেতৃত্বে মিছিল সংঘটিত হয় ।
08:06 November 26
- CPI(M) বেলঘড়িয়া এরিয়া কমিটি এবং পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটি যৌথভাবে বেলঘড়িয়া স্টেশনের এক নম্বর লাইনে আপ কল্যাণী সীমান্তকে আটকায় ।
08:06 November 26
- বনগাঁ-বাগদা সড়কে পাইকপাড়ায় অবরোধ বামেদের । রাস্তায় বেঞ্চ পেতে স্লোগান দিচ্ছেন বাম কর্মী সমর্থকরা ।
07:42 November 26
- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে সকাল থেকে উত্তেজনা রাজ্যের বিভিন্ন প্রান্তে । বনধের সমর্থনে হুগলি স্টেশনে রেল অবরোধ । যার জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে বর্ধমান মেইন লাইনের ট্রেন ।
11:10 November 26
- উলুবেড়িয়া ল্যাডলো জুট মিলের সামনে বাম-কংগ্রেস ও তৃণমূল ট্রেড ইউনিয়নের জমায়েতে উত্তেজনা । মিলে আসা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায় তৃণমূল ট্রেড ইউনিয়নের সমর্থকরা । তার জেরেই উত্তেজনা ।
11:09 November 26
- জলপাইগুড়ি জেলা জজকে আদালতে ঢুকতে বাধা বাম ও কংগ্রেসের সমর্থকদের । পুলিশের সাথে বনধ সমর্থকদের ধস্তাধস্তি ।
11:08 November 26
- বাঙুর অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি ধর্মঘট সমর্থকদের ।
11:07 November 26
- যাদবপুর স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ল বাম ও কংগ্রেসের বনধ সমর্থকরা ।
09:53 November 26
- মধ্যমগ্রামে পুলিশের সামনেই জোরপূর্বক দোকান বন্ধ করানোর অভিযোগ । ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় ।
09:53 November 26
- পূর্ব বর্ধমানের কালনার কাটোয়া এস টিকেকে রোডের পূর্বস্থলী 1 ব্লকের রাস্তা অবরোধ বাম সমর্থকদের । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল ।
09:52 November 26
- হাওড়ার শানপুর ও কোনা এক্সপ্রেসওয়েতে 6 নম্বর জাতীয় সড়ক করল ধর্মঘট সমর্থকরা ।
09:52 November 26
- উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম স্টেশনে চলন্ত ট্রেনে পাথরবৃষ্টি বনধ সমর্থকদের । বনগাঁ-শিয়ালদা শাখার লোকাল ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয় ।
08:43 November 26
- হাওড়ার শানপুর মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল পোড়াল বাম কর্মীরা ।
08:41 November 26
- হাওড়ার শানপুর মোড়ে অভিনব প্রতিবাদ বামপন্থী কর্মী-সমর্থকদের । রাস্তার উপর বসে লুডু খেললেন তারা ।
08:41 November 26
- বাঙুর অ্যাভিনিউতে বামেদের সঙ্গে পুলিশের বচসা ।
08:40 November 26
- নিউটাউনে টায়ার জ্বালিয়ে অবরোধ । লেকটাউনের যশোর রোডে পথ অবরোধ বামেদের । পুলিশের সঙ্গে বচসা ।
08:40 November 26
- ধর্মঘটের সমর্থনে আসানসোলে বামেদের র্যালি । পথে তৃণমূল নেতারাও ।
08:40 November 26
- দুর্গাপুরের সিটি সেন্টারে বাস আটক বনধ সমর্থনকারীদের । পুলিশের সঙ্গে বচসা । বনধ সমর্থনকারীদের অভিযোগ, পেশিশক্তি দিয়ে বনধ ব্যর্থ করতে আসরে নেমেছে পুলিশ ।
08:40 November 26
- ধর্মঘটে সেভাবে সাড়া নেই হাওড়া জেলায় । চালু রয়েছে ফেরি ঘাট । রাস্তায় চলছে সরকারি বাস ।
08:16 November 26
- জলপাইগুড়ি NBSTC বাস ডিপো থেকে হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি বাস চালকরা । ডিপো থেকেই হেলমেট দেওয়া হয়েছে । যদিও বসে কোন যাত্রী নেই । নিরাপত্তার জন্যই এই হেলমেট দেওয়া হয়েছে ।
08:07 November 26
- ধর্মঘটের সমর্থনে ডোমজুড় স্টেশনে অবরোধ । লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল আটকে দেয় CPI(M) কর্মীরা ।
08:06 November 26
- রায়গঞ্জে শুরু হয়েছে বামেদের মিছিল । দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে স্থানীয় উত্তরবঙ্গ পরিবহন নিগমের গেটের বাইরে অবস্থান করেন তারা । জেলা বামফ্রন্ট আহবায়ক অপূর্ব পালের নেতৃত্বে মিছিল সংঘটিত হয় ।
08:06 November 26
- CPI(M) বেলঘড়িয়া এরিয়া কমিটি এবং পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটি যৌথভাবে বেলঘড়িয়া স্টেশনের এক নম্বর লাইনে আপ কল্যাণী সীমান্তকে আটকায় ।
08:06 November 26
- বনগাঁ-বাগদা সড়কে পাইকপাড়ায় অবরোধ বামেদের । রাস্তায় বেঞ্চ পেতে স্লোগান দিচ্ছেন বাম কর্মী সমর্থকরা ।
07:42 November 26
- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে সকাল থেকে উত্তেজনা রাজ্যের বিভিন্ন প্রান্তে । বনধের সমর্থনে হুগলি স্টেশনে রেল অবরোধ । যার জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে বর্ধমান মেইন লাইনের ট্রেন ।