ETV Bharat / state

SFI Protest on MANF Scholarship: এমএএনএফ স্কলারশিপ বন্ধের প্রতিবাদ, 9 জানুয়ারি দেশ জুড়ে বিক্ষোভে এসএফআই - Nationally Protests by SFI on 9th January

সংসদে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করার কথা ঘোষণা করেছে কেন্দ্র (Nationally Protests by SFI on 9th January Against Centre Over MANF Scholarship) ৷ তার প্রতিবাদে আগামী 9 জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই ৷

SFI Protest on MANF Scholarship ETV BHARAT
SFI Protest on MANF Scholarship
author img

By

Published : Jan 4, 2023, 10:01 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের উচ্চ শিক্ষার স্কলারশিপ বন্ধের কথা ঘোষণা করেছে কেন্দ্র। যার প্রতিবাদে সরব বামপন্থি ছাত্র সংগঠন ও শিক্ষাবিদরা ৷ তাই আগামী 9 জানুয়ারি দেশ জোড়া প্রতিবাদের ডাক দিয়েছে এসএফআই (Nationally Protests by SFI on 9th January Against Centre Over MANF Scholarship) ৷ তাদের সরাসরি অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরোধী পদক্ষেপ নিচ্ছে মোদির বিজেপি সরকার ৷ এমনটাও অভিযোগ করা হয়েছে যে, সংখ্যালঘু মেধাবি পড়ুয়াদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার ৷ সেই কারণে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র ৷

আর এই মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ চালুর দাবিতে আগামী 9 জানুয়ারি দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই ৷ সেই সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠন ও সংখ্যালঘু সম্প্রদায়কে সামিল হওয়ার আবেদন করেছে তারা ৷ দিল্লিতে ইউজিসি অফিস ঘেরাও-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পরিকল্পনা রয়েছে এসএফআই-এর ৷

গত 8 ডিসেম্বর বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী স্মৃতি ইরানি মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করার কথা ঘোষণা করেছেন ৷ তিনি বলেছেন, ‘‘আগামী শিক্ষা বর্ষ থেকে এই ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কারণ, সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এরকম অনেক ধরণের প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন ৷’’

উল্লেখ্য, মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ উচ্চ শিক্ষার জন্য মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মেধাবি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা পেয়ে থাকেন ৷ তাঁরা এমফিল ও পিএইচডি-র ক্ষেত্রে এই বৃত্তি পেতেন ৷ সাচার কমিটির সুপারিশ মেনে 2006 সালে ইউপিএ সরকার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নামে এই বৃত্তি চালু করেছিল ৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তারই প্রতিবাদে সরব বামপন্থী ছাত্র ও শিক্ষক সংগঠনগুলি ৷

আরও পড়ুন: শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা চলছে, দাবি এসএফআইয়ের

এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘বহু গরিব ঘরের পড়ুয়ারা এই ফেলোশিপের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন ৷ বিশেষ করে মুসলিম ঘরের মেয়েরা এই ফেলোশিপের টাকায় এমফিল, পিএইচডি করতে উৎসাহ পেতেন ৷ তাঁদের সংখ্যাটাও বাড়ছিল ৷ কিন্তু, কর্পোরেট প্রেমি মোদি সরকার চায়না সংখ্যালঘুরা উচ্চশিক্ষা পাক ৷ মুসলিম ঘরের মেয়েরা এগিয়ে আসুক ৷ এ কারণেই মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দিচ্ছে ৷ যার বিরুদ্ধে আমরা আগেও দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করেছি ৷ আবারও দেশ জুড়ে আগামী 9 জানুয়ারি প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছি ৷’’

কলকাতা, 4 জানুয়ারি: সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের উচ্চ শিক্ষার স্কলারশিপ বন্ধের কথা ঘোষণা করেছে কেন্দ্র। যার প্রতিবাদে সরব বামপন্থি ছাত্র সংগঠন ও শিক্ষাবিদরা ৷ তাই আগামী 9 জানুয়ারি দেশ জোড়া প্রতিবাদের ডাক দিয়েছে এসএফআই (Nationally Protests by SFI on 9th January Against Centre Over MANF Scholarship) ৷ তাদের সরাসরি অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরোধী পদক্ষেপ নিচ্ছে মোদির বিজেপি সরকার ৷ এমনটাও অভিযোগ করা হয়েছে যে, সংখ্যালঘু মেধাবি পড়ুয়াদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার ৷ সেই কারণে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র ৷

আর এই মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ চালুর দাবিতে আগামী 9 জানুয়ারি দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই ৷ সেই সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠন ও সংখ্যালঘু সম্প্রদায়কে সামিল হওয়ার আবেদন করেছে তারা ৷ দিল্লিতে ইউজিসি অফিস ঘেরাও-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পরিকল্পনা রয়েছে এসএফআই-এর ৷

গত 8 ডিসেম্বর বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী স্মৃতি ইরানি মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করার কথা ঘোষণা করেছেন ৷ তিনি বলেছেন, ‘‘আগামী শিক্ষা বর্ষ থেকে এই ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কারণ, সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এরকম অনেক ধরণের প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন ৷’’

উল্লেখ্য, মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ উচ্চ শিক্ষার জন্য মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মেধাবি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা পেয়ে থাকেন ৷ তাঁরা এমফিল ও পিএইচডি-র ক্ষেত্রে এই বৃত্তি পেতেন ৷ সাচার কমিটির সুপারিশ মেনে 2006 সালে ইউপিএ সরকার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নামে এই বৃত্তি চালু করেছিল ৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তারই প্রতিবাদে সরব বামপন্থী ছাত্র ও শিক্ষক সংগঠনগুলি ৷

আরও পড়ুন: শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা চলছে, দাবি এসএফআইয়ের

এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘বহু গরিব ঘরের পড়ুয়ারা এই ফেলোশিপের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন ৷ বিশেষ করে মুসলিম ঘরের মেয়েরা এই ফেলোশিপের টাকায় এমফিল, পিএইচডি করতে উৎসাহ পেতেন ৷ তাঁদের সংখ্যাটাও বাড়ছিল ৷ কিন্তু, কর্পোরেট প্রেমি মোদি সরকার চায়না সংখ্যালঘুরা উচ্চশিক্ষা পাক ৷ মুসলিম ঘরের মেয়েরা এগিয়ে আসুক ৷ এ কারণেই মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দিচ্ছে ৷ যার বিরুদ্ধে আমরা আগেও দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করেছি ৷ আবারও দেশ জুড়ে আগামী 9 জানুয়ারি প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.