ETV Bharat / state

"রাজনীতি ক্ষণস্থায়ী", কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী - কারেন্সি বিল্ডিং

আজ নবনির্মিত কারেন্সি বিল্ডিংয়ের উদ্বোধন করেন মোদি ৷ সেখানে 20 মিনিটের বক্তব্য রাখতে গিয়ে মূলত ভারতের সাংস্কৃতিক উৎসগুলিকে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ রবীন্দ্রনাথের লেখা কয়েকটি লাইনও উদ্ধৃত করেন ৷

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
author img

By

Published : Jan 11, 2020, 11:42 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : 1903 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রচনা থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী ৷ যেখানে একটি নির্দিষ্ট বাক্যের উপর জোর দেন তিনি ৷ যার অর্থ, "রাজনীতি ক্ষণস্থায়ী" ৷ আজ কলকাতায় কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি ৷

ঐতিহাসিকরা ইতিহাসের কেবল একটি দিকই তুলে ধরেছেন বলে মনে করেন মোদি ৷ বলেন, "ভারতের ইতিহাসে ক্ষমতার জন্য লড়াই, যুদ্ধে সাফল্য ও হিংসার দিকটিই তুলে ধরেছে ঐতিহাসিকরা ৷ কিন্তু, সেসময় সাধারণ মানুষ এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করেছে তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন তাঁরা ৷"

আজ নবনির্মিত কারেন্সি বিল্ডিংয়ের উদ্বোধন করেন মোদি ৷ সেখানে 20 মিনিটের বক্তব্য রাখতে গিয়ে মূলত ভারতের সাংস্কৃতিক উৎসগুলিকে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "বিশ্বের কাছে দেশের সাংস্কৃতিক উৎসগুলিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে কেন্দ্র ৷ ফলে, বিশ্বের কাছে আমাদের দেশ একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হবে ৷"

ভারত তার ঐতিহ্যবাহী বিল্ডিংগুলিকে পুনর্নির্মাণ করছে, জানান মোদি ৷ বলেন, "কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক বিল্ডিংগুলিকে পুনর্নির্মাণ করছে ৷ কলকাতা থেকে শুরু করে, দিল্লি, আমেদাবাদ ও বারাণসীর বেশ কয়েকটি বিল্ডিংয়ের পুনর্নির্মাণ করা হবে ৷ যেখানে প্রদর্শনীর জন্য গ্যালারি তৈরি করা হবে ৷ এছাড়া, থিয়েটার, নাটক ও সংগীত সম্মিলনীর জন্য এই জায়গাগুলি ব্যবহার করা যাবে ৷"

দেশে পাঁচটি মিউজ়িয়াম তৈরির কথাও আজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ কলকাতার ইন্ডিয়ান মিউজ়িয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে ৷ ঐতিহাসিক বিল্ডিংগুলির পরিচর্যা ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, সেকথা জানিয়ে মোদি বলেন, "ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট তৈরি করতে হবে ৷"

বিপ্লবী ভারত নামে একটি মিউজ়িয়াম তৈরি করা হবে বলে জানান মোদি ৷ বলেন, "এই মিউজ়িয়ামে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, বিনয়-বাদল-দীনেশ সহ অন্য বিপ্লবীদের স্বাধীনতার লড়াইয়ের কথা তুলে ধরা হবে ৷"

কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠান শেষে মিলেনিয়াম পার্কে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করেন ৷ তাঁর সঙ্গে সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷

কলকাতা, 11 জানুয়ারি : 1903 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রচনা থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী ৷ যেখানে একটি নির্দিষ্ট বাক্যের উপর জোর দেন তিনি ৷ যার অর্থ, "রাজনীতি ক্ষণস্থায়ী" ৷ আজ কলকাতায় কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি ৷

ঐতিহাসিকরা ইতিহাসের কেবল একটি দিকই তুলে ধরেছেন বলে মনে করেন মোদি ৷ বলেন, "ভারতের ইতিহাসে ক্ষমতার জন্য লড়াই, যুদ্ধে সাফল্য ও হিংসার দিকটিই তুলে ধরেছে ঐতিহাসিকরা ৷ কিন্তু, সেসময় সাধারণ মানুষ এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করেছে তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন তাঁরা ৷"

আজ নবনির্মিত কারেন্সি বিল্ডিংয়ের উদ্বোধন করেন মোদি ৷ সেখানে 20 মিনিটের বক্তব্য রাখতে গিয়ে মূলত ভারতের সাংস্কৃতিক উৎসগুলিকে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "বিশ্বের কাছে দেশের সাংস্কৃতিক উৎসগুলিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে কেন্দ্র ৷ ফলে, বিশ্বের কাছে আমাদের দেশ একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হবে ৷"

ভারত তার ঐতিহ্যবাহী বিল্ডিংগুলিকে পুনর্নির্মাণ করছে, জানান মোদি ৷ বলেন, "কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক বিল্ডিংগুলিকে পুনর্নির্মাণ করছে ৷ কলকাতা থেকে শুরু করে, দিল্লি, আমেদাবাদ ও বারাণসীর বেশ কয়েকটি বিল্ডিংয়ের পুনর্নির্মাণ করা হবে ৷ যেখানে প্রদর্শনীর জন্য গ্যালারি তৈরি করা হবে ৷ এছাড়া, থিয়েটার, নাটক ও সংগীত সম্মিলনীর জন্য এই জায়গাগুলি ব্যবহার করা যাবে ৷"

দেশে পাঁচটি মিউজ়িয়াম তৈরির কথাও আজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ কলকাতার ইন্ডিয়ান মিউজ়িয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে ৷ ঐতিহাসিক বিল্ডিংগুলির পরিচর্যা ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, সেকথা জানিয়ে মোদি বলেন, "ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট তৈরি করতে হবে ৷"

বিপ্লবী ভারত নামে একটি মিউজ়িয়াম তৈরি করা হবে বলে জানান মোদি ৷ বলেন, "এই মিউজ়িয়ামে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, বিনয়-বাদল-দীনেশ সহ অন্য বিপ্লবীদের স্বাধীনতার লড়াইয়ের কথা তুলে ধরা হবে ৷"

কারেন্সি বিল্ডিংয়ের অনুষ্ঠান শেষে মিলেনিয়াম পার্কে যান প্রধানমন্ত্রী ৷ সেখানে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করেন ৷ তাঁর সঙ্গে সেখানে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷

Intro:wb_kol_pm entry at old currency_viz_7206406


Body:wb_kol_pm entry at old currency_viz_7206406


Conclusion:wb_kol_pm entry at old currency_viz_7206406
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.