ETV Bharat / state

মণীষীদের বাণীকে হাতিয়ার করে ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর - দুর্গাপুজো 2020

সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ সেখানে আজ ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা জানান তিনি ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Oct 22, 2020, 2:10 PM IST

কলকাতা ও দিল্লি , 22 অক্টোবর : বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করে আজ রাজ্যবাসীকে ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , বিদ্যাসাগরের অবদানের কথা তিনি স্মরণ করেছেন । তিনি জানিয়েছেন, যখনই প্রয়োজন পড়েছে , তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন ।

সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ সেখানে আজ ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা জানান তিনি । পাশাপাশি , উদ্বোধনে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন । তিনি বলেন, "বাংলার এই পবিত্র ভূমিতে দুর্গাপুজো উপলক্ষে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি । মনে হচ্ছে দিল্লিতে নয় বাংলায় আপনাদের কাছে উপস্থিত রয়েছি । আজ পুরো দেশ বাংলাময় । দুর্গাপুজো এমন এক উৎসব যা ভারতের ঐক্য ও শক্তি প্রতিফলিত করে ।" নিষ্ঠাভরে পুজোর পাশাপাশি কোরোনা বিধিও মেনে চলার আবেদন জানান প্রধানমন্ত্রী ।

এরপরেই তিনি ভারতের ইতিহাসে বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন । স্মরণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে । পাশাপাশি , বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, গুরুচরণ ঠাকুরদের প্রণাম জানিয়েছেন । তিনি জানান , গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ভূমি থেকেই আত্মনির্ভর কৃষক এবং আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন । যখনই প্রয়োজন পড়েছে, তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন । আজকের ভারত গড়ার পিছনে তাঁদের অবদান প্রচুর । এর পাশাপাশি কবিগুরুর বাণী, তাঁর গান আজকের ভাষণের অন্যতম হাতিয়ার ছিল মোদির । সেইসঙ্গে সাংস্কৃতিক জগতের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, সুচিত্রা রায়দের শ্রদ্ধা জানান তিনি ।

কোরোনা পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের সংযম ও উন্মাদনার প্রশংসা করেছেন । রাজ্যবাসীর উদ্দেশে তাঁর পরামর্শ, "পুজোর আনন্দেও সামাজিক দূরত্ব বজায় রাখুন । উৎসবের আনন্দে ভাসলেও মাস্ক পরতে ভুলবেন না । " তিনি আরও বলেন , " মা দুর্গা বাংলার ঘরে ঘরে মেয়ের মতো পূজিত হন । সব নারীকে দেবী দুর্গার মতো সম্মান করতে হবে । দেশজুড়ে নারীর ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তিন তালাক প্রথা রদ থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মাতৃত্বকালীন ছুটি 12 সপ্তাহ থেকে 26 সপ্তাহ করা সহ মহিলাদের সুরক্ষায় সজাগ রয়েছে সরকার ।"

মোদির দাবি , "কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পে উপকৃত হয়েছে বাংলা । কৃষক, শ্রমিক সবাইকে আত্মনির্ভর হতে হবে । কৃষক, শ্রমিক আত্মনির্ভর হলে সোনার বাংলা হবে । উজ্জ্বল যোজনায় বাংলায় 90 লাখ মহিলাকে গ্যাস দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় প্রায় 30 লাখ দরিদ্র মানুষের জন্য ঘর তৈরি করা হয়েছে । "

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধন করেছেন । বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে কোমর বেঁধে নামল রাজ্য BJP-ও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে কোরোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নিয়েছে তারা ৷

কলকাতা ও দিল্লি , 22 অক্টোবর : বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করে আজ রাজ্যবাসীকে ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , বিদ্যাসাগরের অবদানের কথা তিনি স্মরণ করেছেন । তিনি জানিয়েছেন, যখনই প্রয়োজন পড়েছে , তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন ।

সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ সেখানে আজ ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা জানান তিনি । পাশাপাশি , উদ্বোধনে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন । তিনি বলেন, "বাংলার এই পবিত্র ভূমিতে দুর্গাপুজো উপলক্ষে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি । মনে হচ্ছে দিল্লিতে নয় বাংলায় আপনাদের কাছে উপস্থিত রয়েছি । আজ পুরো দেশ বাংলাময় । দুর্গাপুজো এমন এক উৎসব যা ভারতের ঐক্য ও শক্তি প্রতিফলিত করে ।" নিষ্ঠাভরে পুজোর পাশাপাশি কোরোনা বিধিও মেনে চলার আবেদন জানান প্রধানমন্ত্রী ।

এরপরেই তিনি ভারতের ইতিহাসে বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন । স্মরণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে । পাশাপাশি , বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, গুরুচরণ ঠাকুরদের প্রণাম জানিয়েছেন । তিনি জানান , গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ভূমি থেকেই আত্মনির্ভর কৃষক এবং আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছিলেন । যখনই প্রয়োজন পড়েছে, তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন । আজকের ভারত গড়ার পিছনে তাঁদের অবদান প্রচুর । এর পাশাপাশি কবিগুরুর বাণী, তাঁর গান আজকের ভাষণের অন্যতম হাতিয়ার ছিল মোদির । সেইসঙ্গে সাংস্কৃতিক জগতের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, সুচিত্রা রায়দের শ্রদ্ধা জানান তিনি ।

কোরোনা পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের সংযম ও উন্মাদনার প্রশংসা করেছেন । রাজ্যবাসীর উদ্দেশে তাঁর পরামর্শ, "পুজোর আনন্দেও সামাজিক দূরত্ব বজায় রাখুন । উৎসবের আনন্দে ভাসলেও মাস্ক পরতে ভুলবেন না । " তিনি আরও বলেন , " মা দুর্গা বাংলার ঘরে ঘরে মেয়ের মতো পূজিত হন । সব নারীকে দেবী দুর্গার মতো সম্মান করতে হবে । দেশজুড়ে নারীর ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তিন তালাক প্রথা রদ থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মাতৃত্বকালীন ছুটি 12 সপ্তাহ থেকে 26 সপ্তাহ করা সহ মহিলাদের সুরক্ষায় সজাগ রয়েছে সরকার ।"

মোদির দাবি , "কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পে উপকৃত হয়েছে বাংলা । কৃষক, শ্রমিক সবাইকে আত্মনির্ভর হতে হবে । কৃষক, শ্রমিক আত্মনির্ভর হলে সোনার বাংলা হবে । উজ্জ্বল যোজনায় বাংলায় 90 লাখ মহিলাকে গ্যাস দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় প্রায় 30 লাখ দরিদ্র মানুষের জন্য ঘর তৈরি করা হয়েছে । "

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধন করেছেন । বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে কোমর বেঁধে নামল রাজ্য BJP-ও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে কোরোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নিয়েছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.