ETV Bharat / state

আইফোন, ল্যাপটপের পাসওয়ার্ড CBI-কে দেব না : ম্যাথু - নারদ কাণ্ড

আজ নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন,"আমাকে ডাকা হয়েছে । তাই এসেছি । তদন্তে সবরকম সহযোগিতা করব । কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে CBI । আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত । আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না ।"

CBI
author img

By

Published : Oct 9, 2019, 2:22 PM IST

কলকাতা, 9 অক্টোবর: নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য CBI-র ডাকে ফের নিজাম প্যালেসে গেলেন ম্যাথু স্যামুয়েল । বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে যান তিনি । জিজ্ঞাসাবাদের জন্য 4 অক্টোবর ম্যাথুকে নোটিশ পাঠিয়েছিল CBI ।

আজ নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন,"আমাকে ডাকা হয়েছে । তাই এসেছি । তদন্তে সবরকম সহযোগিতা করব । কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে CBI । আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত । আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না ।"

CBI সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনের জন্য ম্যাথু যে আইফোন ও ল্যাপটপ ব্যবহার করেছিলেন, তদন্তের স্বার্থে সেগুলোর পাসওয়ার্ড প্রয়োজন । কারণ, CBI মনে করছে, যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেগুলো ছাড়াও আরও কিছু ফুটেজ ম্যাথুর ল্যাপটপ বা আইফোনে রয়েছে । সেই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।

কলকাতা, 9 অক্টোবর: নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য CBI-র ডাকে ফের নিজাম প্যালেসে গেলেন ম্যাথু স্যামুয়েল । বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে যান তিনি । জিজ্ঞাসাবাদের জন্য 4 অক্টোবর ম্যাথুকে নোটিশ পাঠিয়েছিল CBI ।

আজ নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন,"আমাকে ডাকা হয়েছে । তাই এসেছি । তদন্তে সবরকম সহযোগিতা করব । কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে CBI । আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত । আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না ।"

CBI সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনের জন্য ম্যাথু যে আইফোন ও ল্যাপটপ ব্যবহার করেছিলেন, তদন্তের স্বার্থে সেগুলোর পাসওয়ার্ড প্রয়োজন । কারণ, CBI মনে করছে, যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেগুলো ছাড়াও আরও কিছু ফুটেজ ম্যাথুর ল্যাপটপ বা আইফোনে রয়েছে । সেই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।

Intro:কলকাতা, ৯ অক্টোবর: সিবিআই ডাকে ফের নিজাম পালেসে এলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। আজ পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে আসেন নারদ কর্তা। এখনো তার জেরা পর্ব চলছে।Body:সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার আগে ম্যাথু জানিয়ে যান, ডাকা হয়েছে বলে তিনি এসেছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন। তাঁর দাবি, সিবিআই তদন্তের জন্য তাঁর ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে। যদিও তিনি জানিয়েছেন, এই পাসওয়ার্ড একান্তই তাঁর ব্যক্তিগত, তিনি কোনওভাবেই তা দেবেন না।
Conclusion:অন্যদিকে, সিবিআই সূত্রে খবর ২০১৬ সালে নারদ স্টিং অপারেশনের যে ফুটেজ প্রকাশ্যে এসছে। এবং যেখানে বহু প্রভাবশালীকে টাকা এবং ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, যে আই ফোন থেকে ম্যাথু স্টিং অপারেশন করেছিলেন এবং তাঁর ল্যাপটপের পাসওয়ার্ড প্রয়োজন। কারণ, তদন্তকারী মনে করছেন যে ফুটেজ বাইরে এসেছে, তাছাড়াও আরও কিছু ফুটেজ নারদ কর্তার কাছে আছে। যেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি বা তথ্য পাওয়া যেতে পারে। সেই মর্মেই গত ৪ অক্টোবর নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এখন দেখার, নারদ কর্তাকে জিজ্ঞাসাবাদের পর কী ফলাফল বেরিয়ে আসে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.