ETV Bharat / state

নারদ মামলায় কণ্ঠ নমুনা দিতে হবে, ইকবালকে নির্দেশ হাইকোর্টের - Record Voice Sample Before CBI

কণ্ঠ নমুনার জন্য ডাকার পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে CBI তাঁকে না ডাকে । সেই আবেদনই আজ খারিজ করে দিল হাইকোর্ট ।

ছবি
author img

By

Published : Sep 14, 2019, 4:04 AM IST

Updated : Sep 14, 2019, 6:31 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: ইকবাল আহমেদের আবেদন খারিজ করল হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তাঁকে ৷ কারণ, তদন্তে বাধা চায় না আদালত । এটা তদন্তের একটা অংশ, জানিয়েছে আদালত । একই সঙ্গে আদালত বলেছে, CBI এমন কিছু করবে না যাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয় ।

প্রসঙ্গত, CBI-এর কণ্ঠ নমুনার জন্য ডাকার পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে CBI তাঁকে না ডাকে । সেই আবেদনই আজ খারিজ করে দিল হাইকোর্ট ।

আজ মামলাটির শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "আমার মক্কেল খুবই অসুস্থ । তাঁর অবস্থার আরও অবনতি হতে পারে ।" অন্যদিকে CBI-এর আইনজীবী অমাজিৎ দে জানান, "তদন্তেরই একটা অংশ হিসেবে এই কণ্ঠ নমুনা নেওয়া হচ্ছে ।"

কলকাতা, 14 সেপ্টেম্বর: ইকবাল আহমেদের আবেদন খারিজ করল হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তাঁকে ৷ কারণ, তদন্তে বাধা চায় না আদালত । এটা তদন্তের একটা অংশ, জানিয়েছে আদালত । একই সঙ্গে আদালত বলেছে, CBI এমন কিছু করবে না যাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয় ।

প্রসঙ্গত, CBI-এর কণ্ঠ নমুনার জন্য ডাকার পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে CBI তাঁকে না ডাকে । সেই আবেদনই আজ খারিজ করে দিল হাইকোর্ট ।

আজ মামলাটির শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "আমার মক্কেল খুবই অসুস্থ । তাঁর অবস্থার আরও অবনতি হতে পারে ।" অন্যদিকে CBI-এর আইনজীবী অমাজিৎ দে জানান, "তদন্তেরই একটা অংশ হিসেবে এই কণ্ঠ নমুনা নেওয়া হচ্ছে ।"

Intro:নারদা মামলায় ভয়েজ টেস্ট দিতে হবে Body:
মানস নস্কর -

নারদা মামলায় ভয়েজ টেস্ট দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১৩ সেপ্টেম্বর ঃ
ইকবাল আহমেদের আবেদন খারিজ করলো হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি এই নির্দেশ দিলেন।
তদন্তে বিঘ্ন হোক কোর্ট চায় না। ভয়েজ টেস্ট দিতেই হিবে।এটা তদন্তের একটা পার্ট।বক্তব্য বিচারপতির। কিন্ত সিবিআই এমন কিছু করবে না যাতে তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়।যেহেতু মুল মামলাটি এখানে বিচারাধীন রয়েছে তাই সেই মামলার রায়ের উপর নির্ভর করবে সমস্ত কিছু।

প্রসঙ্গত সিবিআইয়ের ভয়েজ টেস্টের জন্য ডাকার পর পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদন জানিয়ে। যাতে সিবিআই তাকে না ডাকে।সেই আবেদনই আজ খারিজ করে দিলো হাইকোর্ট।

আজ মামলাটির শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "আমার মক্কেল শারীরিক ভাবে খুবই অসুস্থ। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে পারে।" অন্যদিকে সিবিআইয়ের তরফে আইনজীবী অমাজিৎ দে জানান,"এটা তদন্তেরই একটা অংশ হিসাবে এই ভয়েজ টেস্ট নেওয়া হচ্ছে।"শেষে বিচারপতি জয়মাল্য বাগচির সিংগল বেঞ্চ নির্দেশ দেয় আবেদনকারীকে ভয়েজ টেস্ট দিতে হবে। তবে সিবিআই এমন কিছু করবে না যাতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন।Conclusion:
Last Updated : Sep 14, 2019, 6:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.