ETV Bharat / state

Nakhoda Mosque Imam on Next PM: প্রধানমন্ত্রীর মুখ কে হবেন প্রশ্নে জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন নাখোদা মসজিদের ইমাম - নাখদা মসজিদের ইমাম

Nakhoda Mosque Imam Takes Former CM Jyoti Basu Name: বিরোধী জোট ইন্ডিয়ার তরফে প্রধানমন্ত্রী পদে মুখ কে হবেন ? এই প্রশ্নের উত্তরে রাজ্যের প্রায়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম উল্লেখ করলেন নাখোদা মসজিদের ইমাম ৷ জানালেন, এর আগে তাঁকে প্রধানমন্ত্রী না করে ভুল হয়েছিল ৷

Nakhoda Mosque Imam on Next PM ETV BHARAT
Nakhoda Mosque Imam on Next PM
author img

By

Published : Aug 20, 2023, 10:35 PM IST

Updated : Aug 20, 2023, 10:42 PM IST

কলকাতা, 20 অগস্ট: পশ্চিমবঙ্গ ভুল করেছিল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করে ৷ এক সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গে এমনই মন্তব্য শোনা গেল নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশ্মীরির গলায় ৷ অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি ৷ সেখানে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান ইদ্রিস আলি-সহ আরও অনেকে ৷

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মহজ্জিনদের একটি বিরাট সমাবেশ আছে ৷ সেই সমাবেশের লক্ষ্য দেশে বেড়ে চলা ধর্মীয় হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতির পদক্ষেপ গ্রহণ ৷ সেখানে উপস্থিত থাক থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবেই এ দিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ডাকে সাংবাদিক সম্মেলন করা হয় ৷

সেখানেই নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশ্মীরিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা উচিত ? সেই প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একবার ভুল করেছে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করে ৷ সেই সময় জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে খুব ভালো হত ৷ এখন অনেক ভালো পরিবেশ থাকত দেশ এবং রাজ্যে ৷ আগামী লোকসভা ভোটে আমরা চাই ধর্মনিরপেক্ষ একজন প্রধানমন্ত্রী হোক ৷ আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভালো ধর্মনিরপেক্ষ মুখ নেই ৷’’

এ দিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফে চেয়ারম্যান ইদ্রিস আলি দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রী হয়েও যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জীবন যাপন করেন ৷ যেভাবে রাজ্যে শান্তি সম্প্রীতি আবহ বজায় রেখে চলেছেন ৷ তাঁর একাধিক জনহিতকর প্রকল্প যা বিশ্ব দরবারে প্রশংসিত ৷ তাই এমন মানুষকে অবিলম্বে ভারতরত্ন দেওয়া হোক ৷’’ মমতাকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মুখ বলেও দাবি করেন ৷

আরও পড়ুন: দেশে 'ইন্ডিয়া' আর বাংলায় 'বিজেন্ডিয়া', বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সখ্যতার অভিযোগ মমতার

উল্লেখ্য, ইমাম মহজ্জিনদের ওই সমাবেশ হবে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৷ সেখানেই প্রধান বক্তা হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই উপলক্ষে আজ থেকেই দূরের বিভিন্ন জেলার মানুষজন জমায়েত করছে কলকাতায় ৷ আগামিকাল সকাল থেকে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসবেন শহরে ৷ যা নিয়ে কলকাতা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ৷

কলকাতা, 20 অগস্ট: পশ্চিমবঙ্গ ভুল করেছিল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করে ৷ এক সাংবাদিক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গে এমনই মন্তব্য শোনা গেল নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশ্মীরির গলায় ৷ অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি ৷ সেখানে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান ইদ্রিস আলি-সহ আরও অনেকে ৷

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মহজ্জিনদের একটি বিরাট সমাবেশ আছে ৷ সেই সমাবেশের লক্ষ্য দেশে বেড়ে চলা ধর্মীয় হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতির পদক্ষেপ গ্রহণ ৷ সেখানে উপস্থিত থাক থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবেই এ দিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ডাকে সাংবাদিক সম্মেলন করা হয় ৷

সেখানেই নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশ্মীরিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা উচিত ? সেই প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একবার ভুল করেছে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করে ৷ সেই সময় জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে খুব ভালো হত ৷ এখন অনেক ভালো পরিবেশ থাকত দেশ এবং রাজ্যে ৷ আগামী লোকসভা ভোটে আমরা চাই ধর্মনিরপেক্ষ একজন প্রধানমন্ত্রী হোক ৷ আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভালো ধর্মনিরপেক্ষ মুখ নেই ৷’’

এ দিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফে চেয়ারম্যান ইদ্রিস আলি দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রী হয়েও যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জীবন যাপন করেন ৷ যেভাবে রাজ্যে শান্তি সম্প্রীতি আবহ বজায় রেখে চলেছেন ৷ তাঁর একাধিক জনহিতকর প্রকল্প যা বিশ্ব দরবারে প্রশংসিত ৷ তাই এমন মানুষকে অবিলম্বে ভারতরত্ন দেওয়া হোক ৷’’ মমতাকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মুখ বলেও দাবি করেন ৷

আরও পড়ুন: দেশে 'ইন্ডিয়া' আর বাংলায় 'বিজেন্ডিয়া', বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির সখ্যতার অভিযোগ মমতার

উল্লেখ্য, ইমাম মহজ্জিনদের ওই সমাবেশ হবে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৷ সেখানেই প্রধান বক্তা হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই উপলক্ষে আজ থেকেই দূরের বিভিন্ন জেলার মানুষজন জমায়েত করছে কলকাতায় ৷ আগামিকাল সকাল থেকে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসবেন শহরে ৷ যা নিয়ে কলকাতা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ৷

Last Updated : Aug 20, 2023, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.