কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য ৷ তবে সেই উত্তাপকেও ফিকে করে দিচ্ছে ভোট বাজারে সবজির দাম ৷ স্বভাবত যে, এই মূল্যবৃদ্ধিতে আমজনতার মনে ক্ষোভের আগুন বাড়ছে ৷ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামছে নবান্নের টাস্ক ফোর্স ৷
দু'দিন আগে দিন সাতেকের ব্যবধানে সেঞ্চুরি হাঁকিয়ে দেশজুড়ে নজরে এসেছিল টমেটো ৷ তবে বাকি সবজিও দামে পিছিয়ে নেই ৷ টমেটোকে টেক্কা দিয়েছে কাঁচা লঙ্কা ৷ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা- সব বাজারে কাঁচা লঙ্কা বিকোচ্ছে 300 টাকা কিলো দরে ৷ বেশ কয়েকদিন আগেও লঙ্কা কেউ 80 টাকা, কেউ 100 টাকা কেজি দরে বিক্রি করছিলেন ৷
এরপরে লাইনে আছে আদা, রসুন ৷ দিন 15 আগে আদার দাম 100 টাকা প্রতি কেজির কাছাকাছি ঘুরছিল, আজ সেই আদা 250 টাকা থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ৷ আছে 70-80 টাকা প্রতি কেজি রসুন ৷ এখন 180-200 টাকা প্রতি কেজি ৷ বেগুন হোক বা উচ্ছে- সব সবজি গড়ে এখন 100 পার করেছে ৷ এই আগুন দরে বাজারে আসা ক্রেতাদের হাত পুড়ছে ৷
আরও পড়ুন: 'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের
গড়িয়াহাট বাজারের এক সবজি বিক্রেতার কথায়, দিন 15 আগে থেকেই 60-70 টাকার লঙ্কা দাম চড়তে শুরু করেছিল ৷ করোনা মহামারির সময় 300 হয়নি কাঁচা লঙ্কা ৷ শুধু লঙ্কা কেন বেগুন থেকে ক্যাপসিকাম সব 100 ছাড়িয়ে গিয়েছে ৷ ঝিঙে, ঢ্যাঁড়শ 100 ছুঁই ছুঁই ৷ দামের চোটে ভাটা পড়ছে বিক্রিতে ৷ বাজার আগুন হওয়াতে ক্রেতারা যে পরিমাণ সবজি কিনতেন, তার অনেকাংশে কমে যাচ্ছে ৷
ক্রেতা চারু ভট্টাচার্য জানালেন, দাম যেভাবে বেড়েছে অধিকাংশ সবজি হাতের নাগালের বাইরে ৷ কিন্তু কিছু করার নেই ৷ তাই আগে 500 গ্রাম বা এক কেজি নিলে এখন 200 গ্রাম, 400 গ্রাম কি 500 গ্রাম করে নিয়ে এদিক ওদিক করে চালাতে হচ্ছে ৷ সরকারের কাছে সাধারণ মানুষের আর্জি, তারা বাজারে দাম কমাতে একটু নজর দিন ৷ দক্ষিণের গড়িয়া বাজার থেকে উত্তরের হাতিবাগান- সবজি দামের হেরফের নেই খুব একটা ৷ ফলে সবজি ব্যবসায় মুনাফা যথেষ্ট কমেছে বলে জানাচ্ছেন সবজি বিক্রেতা অনন্ত দাস ৷ সবজির দাম যত কমবে, বাজার তত স্বাভাবিক হবে ৷
সবজির সঙ্গে বেড়ে চলেছে ডিমের দাম ৷ পোলট্রি ডিম জোড়া 11 টাকা থেকে বেড়ে 13-14 টাকায় পৌঁছেছে ৷ হাঁসের ডিম জোড়া হয়েছে 20-22 টাকা ৷ এদিকে তপ্ত বাজারের আঁচ শুধু আমজনতার হেঁসেলে নয়, পৌঁছেছে নবান্নের 14 তলাতেও ৷ সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠক হয় ৷ আগামী দশ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যেই রবিবার থেকে কলকাতার বিভিন্ন বাজারে ঘুরবে টাস্ক ফোর্সের কর্তারা।
আরও পড়ুন: ব্রণ ও রোদে পোড়া মুখে টমেটো লাগালে পেতে পারেন চমকপ্রদ উপকারিতা