ETV Bharat / state

Green Fire Crackers: শব্দবাজি নয়, সবুজ বাজি বিক্রির অনুমতি দিতে জেলাশাসকদের চিঠি নবান্নর - Illegal Fire crackers

দুর্গোৎসবের দিন এগিয়ে আসছে ৷ এরপরই দীপাবলি ৷ উৎসবের মরশুমে আর শব্দবাজি নয় ৷ এবার রাজ্যজুড়ে সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেবে রাজ্য সরকার ৷

ETV Bharat
সবুজ বাজি বিক্রি নিয়ে নবান্নর নির্দেশিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 2:35 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাসখানেক ৷ শহর কলকাতা থেকে জেলা, পাড়ার মোড়ে মোড়ে অস্থায়ী বাজির বসবে দিনকয়েক পর থেকেই ৷ নবান্ন সূত্রে খবর, সরকারের পক্ষ থেকে ছোট-বড় অস্থায়ী বাজি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করা হবে ৷ বুধবার নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে এ বিষয়ে প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এবার শুধুমাত্র সবুজ বাজি বিক্রির জন্যই লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার ৷ কোনওভাবে শব্দ বাজির ব্যবহার যাতে না-হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের ৷

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, 2008 সালের এক্সপ্লোসিভ আইন অনুযায়ী 84 নম্বর ধারা মেনে অস্থায়ী বাজি বিক্রির লাইসেন্স দেওয়া হবে ৷ সর্বোচ্চ 100 কেজি সবুজ বাজির সঙ্গে 500 কেজি ফুলঝুরি বিক্রির অনুমতি দেওয়া হবে ৷ প্রতিটি জেলার জেলাশাসকের কাছে বা দফতরে অস্থায়ী বাজি বিক্রেতারা আবেদন করতে পারবেন ৷

এরপর জেলাশাসকরা সেই সব আবেদন খতিয়ে দেখে অনুমতি দেবেন ৷ এতে 30 দিনের জন্য বাজি বিক্রির লাইসেন্স প্রদান করবে সরকার ৷ ঠিক তেমনই বাজির দোকান বসার ক্ষেত্রে একটা দোকান থেকে অন্য দোকানের দূরত্ব কমপক্ষে 3 মিটার থাকা বাধ্যতামূলক ৷ অন্যদিকে বাজি দোকানের 50 মিটারের মধ্যে কোনও প্রটেক্টেড ওয়ার্ক থাকা চলবে না ৷

Nabanna sends letters to district magistrates
সবুজ বাজি বিক্রি নিয়ে জেলাশাসকদের দেওয়া চিঠি

উল্লেখ্য, চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ অগস্টের শেষে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এর তীব্রতা এতটাই যে, মানুষের শরীরের অংশবিশেষ দূরে ছিটকে পড়েছে ৷ রীতিমতো কেঁপে উঠেছে এলাকা ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণ-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশ করল এনআইএ

এই ঘটনাগুলির তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই বেআইনি বাজি কারখানাগুলি সরকারি অনুমতি নেয়নি ৷ প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠে এসেছে ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দিয়েছেন, এবার সবুজ বাজির কারখানা হবে ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাসখানেক ৷ শহর কলকাতা থেকে জেলা, পাড়ার মোড়ে মোড়ে অস্থায়ী বাজির বসবে দিনকয়েক পর থেকেই ৷ নবান্ন সূত্রে খবর, সরকারের পক্ষ থেকে ছোট-বড় অস্থায়ী বাজি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করা হবে ৷ বুধবার নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে এ বিষয়ে প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এবার শুধুমাত্র সবুজ বাজি বিক্রির জন্যই লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার ৷ কোনওভাবে শব্দ বাজির ব্যবহার যাতে না-হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের ৷

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, 2008 সালের এক্সপ্লোসিভ আইন অনুযায়ী 84 নম্বর ধারা মেনে অস্থায়ী বাজি বিক্রির লাইসেন্স দেওয়া হবে ৷ সর্বোচ্চ 100 কেজি সবুজ বাজির সঙ্গে 500 কেজি ফুলঝুরি বিক্রির অনুমতি দেওয়া হবে ৷ প্রতিটি জেলার জেলাশাসকের কাছে বা দফতরে অস্থায়ী বাজি বিক্রেতারা আবেদন করতে পারবেন ৷

এরপর জেলাশাসকরা সেই সব আবেদন খতিয়ে দেখে অনুমতি দেবেন ৷ এতে 30 দিনের জন্য বাজি বিক্রির লাইসেন্স প্রদান করবে সরকার ৷ ঠিক তেমনই বাজির দোকান বসার ক্ষেত্রে একটা দোকান থেকে অন্য দোকানের দূরত্ব কমপক্ষে 3 মিটার থাকা বাধ্যতামূলক ৷ অন্যদিকে বাজি দোকানের 50 মিটারের মধ্যে কোনও প্রটেক্টেড ওয়ার্ক থাকা চলবে না ৷

Nabanna sends letters to district magistrates
সবুজ বাজি বিক্রি নিয়ে জেলাশাসকদের দেওয়া চিঠি

উল্লেখ্য, চলতি বছরে রাজ্যের বিভিন্ন জেলায় বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ অগস্টের শেষে উত্তর 24 পরগনার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এর তীব্রতা এতটাই যে, মানুষের শরীরের অংশবিশেষ দূরে ছিটকে পড়েছে ৷ রীতিমতো কেঁপে উঠেছে এলাকা ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণ-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশ করল এনআইএ

এই ঘটনাগুলির তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই বেআইনি বাজি কারখানাগুলি সরকারি অনুমতি নেয়নি ৷ প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠে এসেছে ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দিয়েছেন, এবার সবুজ বাজির কারখানা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.